ETV Bharat / bharat

17 মে পর্যন্ত বাড়ানো হল হরিয়ানার লকডাউন - 17 মে পর্যন্ত বাড়ানো হল হরিয়ানার লকডাউন

হরিয়ানার করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ৷ গত 24 ঘণ্টায় হরিয়ানায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 হাজার 548 জন ৷

Haryana Lockdown Extended Till May 17
Haryana Lockdown Extended Till May 17
author img

By

Published : May 9, 2021, 11:01 PM IST

চণ্ডীগড়, 9 মে : 17 মে পর্যন্ত বাড়ল হরিয়ানার লকডাউন ৷ এরই সঙ্গে আরও কঠোর হল লকডাউনের নিয়মবিধি ৷ জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ৷ রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার ৷

তিনি বলেছেন, "মহামারির কারণে 10 মে থেকে 17 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল ৷ হরিয়ানার করোনা সংক্রমণে লাগাম টানতে লকডাউনের নিয়মবিধি আগের থেকে আরও কড়া করা হয়েছে ৷ এই সংক্রান্ত নিয়মবিধি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ৷" এর আগে 3 মে থেকে 9 মে পর্যন্ত হরিয়ানায় সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছিল ৷ লকডাউনে ভ্যাকসিনেশন সেন্টার, ব্যাঙ্ক এবং নিত্য়প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ছাড় দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : রাজস্থানে প্রায় রাতারাতি তৈরি 2 টি কোভিড কেয়ার সেন্টার

হরিয়ানার করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ৷ গত 24 ঘণ্টায় হরিয়ানায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 হাজার 548 জন ৷ মৃত্যু হয়েছে 151 জনের ৷ ভারতের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত দশটি রাজ্যের মধ্যে একটি হল হরিয়ানা ৷

চণ্ডীগড়, 9 মে : 17 মে পর্যন্ত বাড়ল হরিয়ানার লকডাউন ৷ এরই সঙ্গে আরও কঠোর হল লকডাউনের নিয়মবিধি ৷ জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ৷ রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার ৷

তিনি বলেছেন, "মহামারির কারণে 10 মে থেকে 17 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল ৷ হরিয়ানার করোনা সংক্রমণে লাগাম টানতে লকডাউনের নিয়মবিধি আগের থেকে আরও কড়া করা হয়েছে ৷ এই সংক্রান্ত নিয়মবিধি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ৷" এর আগে 3 মে থেকে 9 মে পর্যন্ত হরিয়ানায় সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছিল ৷ লকডাউনে ভ্যাকসিনেশন সেন্টার, ব্যাঙ্ক এবং নিত্য়প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ছাড় দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : রাজস্থানে প্রায় রাতারাতি তৈরি 2 টি কোভিড কেয়ার সেন্টার

হরিয়ানার করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ৷ গত 24 ঘণ্টায় হরিয়ানায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 13 হাজার 548 জন ৷ মৃত্যু হয়েছে 151 জনের ৷ ভারতের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত দশটি রাজ্যের মধ্যে একটি হল হরিয়ানা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.