ETV Bharat / bharat

UPSC Civil Service Result 2021 : বাবা বাস চালক, হরিয়ানার মেয়ের ইউপিএসসি'তে ব়্যাংক 524 - হরিয়ানার পালওয়াল জেলার কৃষ্ণ কলোনির বাসিন্দা নিধি গেহলট

ইউপিএসসি পরীক্ষায় মেয়েদের জয়জয়কার ৷ তেমনই হরিয়ানার নিধি গেহলটও ইউপিএসসির 2021-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 524 ব়্যাংক করেছেন ৷ তাঁর বাবা পেশায় একজন বাস চালক। কথায় আছে মন থেকে যা চাও তা সত্যিই পাওয়া যায় (haryana bus driver daughter qualifies upsc exam 2021) ৷ নিধির ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তিনি এই পরীক্ষার প্রস্তুতি বাড়িতে পড়াশোনা করেই নিয়েছেন ৷ এর আগেও একবার পরীক্ষায় বসেছিলেন তবে উত্তীর্ণ হতে পারেননি ৷ দ্বিতীয়বারে পেয়েছেন সাফল্য ৷ তাঁর এই সাফল্যে খুশি পরিবার থেকে আত্মীয়-পরিজনরা ৷

UPSC Civil Service Result 2021
হরিয়ানার মেয়ের ইউপিএসসি' তে ব়্যাংক 524
author img

By

Published : May 31, 2022, 11:10 PM IST

হরিয়ানা, 31 মে : সোমবার ইউপিএসসি 2021-এর ফলাফল প্রকাশিত হয়েছে । ইউপিএসসির ফলাফলে মেয়েদের পাল্লা ভারী হয়েছে । প্রথম তিনে জায়গা করে নিয়েছে মেয়েরা । হরিয়ানার পালওয়াল জেলার কৃষ্ণ কলোনির বাসিন্দা নিধি গেহলট ৷ তিনি জায়গা করে নিয়েছেন 524-এ ৷ নিধির বাবা সত্য প্রকাশ গেহলট একজন বেসরকারি বাস চালক (haryana bus driver daughter qualifies upsc exam 2021) । গেহলট পরিবারের এই অভাবের সংসারে এখন খুশির মেজাজ ৷

2009-এ নিধি দশম পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ দ্বাদশ শ্রেণিতে ভর্তির পরিবর্তে তিনি উত্তাবাদ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেন । ডিপ্লোমা শেষ করে বি.টেকে ভর্তি হন । 2017-তে তাঁর বিটেক শেষ হয় ৷ 2020 সালে ওয়াইএমসিএ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর এম.টেক শেষ হয় । নিধি বিশ্ববিদ্যালয়েও শীর্ষস্থান অধিকার করেছিলেন । প্রথম থেকেই প্রশাসনিক চাকরিতেই যোগ দিতে চেয়েছিলেন তিনি । যার জন্য 2020 সাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেন ইউপিএসসির জন্য ৷

ইউপিএসসি-র প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন বলে হাল ছেড়ে দেননি ৷ এর পরে তিনি দ্বিতীয়বারের জন্য প্রস্তুত হন। অবশেষে, অদম্য মনের জোর আর কঠোর পরিশ্রমের কারণে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য পান। নিজের এই সাফল্যের পিছনে বাবা-মায়ের হাত রয়েছে বলে জানিয়েছেন নিধি। এ নিয়ে আনন্দে আত্মহারা নিধির বাবা-মা জানিয়েছেন যে, তাঁদের মেয়ে পরিশ্রমের ফল পেয়েছে ৷ তাঁরা চায় নিধি দেশের সেবা করুক।

আরও পড়ুন : ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়ে প্রথম তিনে মহিলারা

নিধি তাঁর পড়াশুনা ও প্রস্তুতি সম্পর্কে জানান, প্রতিদিন প্রায় 10 ঘণ্টা পড়াশোনা করতেন। প্রথমবার উত্তীর্ণ না হওয়ায় প্রথমটা খুব খারাপ লেগেছিল। কিন্তু ফের মনকে সাহস দিয়ে প্রস্তুতি নেন। নিধি তাঁর মতো আগামী ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য এক বার্তা দেন ৷ বলেন, "যাঁরা প্রথমবার সফল হতে পারেনি বলে এই নয় পরে চেষ্টা করলে পারবে না এবং প্রতিবারই ব্যর্থ হবে তা নয় ৷ তাই চেষ্টা চালিয়ে যাও ৷ সফলতা অবশ্যই একদিন আসবেই ৷"

হরিয়ানা, 31 মে : সোমবার ইউপিএসসি 2021-এর ফলাফল প্রকাশিত হয়েছে । ইউপিএসসির ফলাফলে মেয়েদের পাল্লা ভারী হয়েছে । প্রথম তিনে জায়গা করে নিয়েছে মেয়েরা । হরিয়ানার পালওয়াল জেলার কৃষ্ণ কলোনির বাসিন্দা নিধি গেহলট ৷ তিনি জায়গা করে নিয়েছেন 524-এ ৷ নিধির বাবা সত্য প্রকাশ গেহলট একজন বেসরকারি বাস চালক (haryana bus driver daughter qualifies upsc exam 2021) । গেহলট পরিবারের এই অভাবের সংসারে এখন খুশির মেজাজ ৷

2009-এ নিধি দশম পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ দ্বাদশ শ্রেণিতে ভর্তির পরিবর্তে তিনি উত্তাবাদ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেন । ডিপ্লোমা শেষ করে বি.টেকে ভর্তি হন । 2017-তে তাঁর বিটেক শেষ হয় ৷ 2020 সালে ওয়াইএমসিএ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর এম.টেক শেষ হয় । নিধি বিশ্ববিদ্যালয়েও শীর্ষস্থান অধিকার করেছিলেন । প্রথম থেকেই প্রশাসনিক চাকরিতেই যোগ দিতে চেয়েছিলেন তিনি । যার জন্য 2020 সাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেন ইউপিএসসির জন্য ৷

ইউপিএসসি-র প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন বলে হাল ছেড়ে দেননি ৷ এর পরে তিনি দ্বিতীয়বারের জন্য প্রস্তুত হন। অবশেষে, অদম্য মনের জোর আর কঠোর পরিশ্রমের কারণে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য পান। নিজের এই সাফল্যের পিছনে বাবা-মায়ের হাত রয়েছে বলে জানিয়েছেন নিধি। এ নিয়ে আনন্দে আত্মহারা নিধির বাবা-মা জানিয়েছেন যে, তাঁদের মেয়ে পরিশ্রমের ফল পেয়েছে ৷ তাঁরা চায় নিধি দেশের সেবা করুক।

আরও পড়ুন : ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়ে প্রথম তিনে মহিলারা

নিধি তাঁর পড়াশুনা ও প্রস্তুতি সম্পর্কে জানান, প্রতিদিন প্রায় 10 ঘণ্টা পড়াশোনা করতেন। প্রথমবার উত্তীর্ণ না হওয়ায় প্রথমটা খুব খারাপ লেগেছিল। কিন্তু ফের মনকে সাহস দিয়ে প্রস্তুতি নেন। নিধি তাঁর মতো আগামী ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য এক বার্তা দেন ৷ বলেন, "যাঁরা প্রথমবার সফল হতে পারেনি বলে এই নয় পরে চেষ্টা করলে পারবে না এবং প্রতিবারই ব্যর্থ হবে তা নয় ৷ তাই চেষ্টা চালিয়ে যাও ৷ সফলতা অবশ্যই একদিন আসবেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.