চণ্ডীগড়, 13 সেপ্টেম্বর : ফের অপারেশন লোটাসের (Operation Lotus) চেষ্টার অভিযোগ উঠল ৷ ফের এই অভিযোগ তুলল আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷ যিনি অভিযোগ তুললেন, সেই হরপাল সিং চিমা আবার পঞ্জাবের অর্থমন্ত্রী (Punjab FM Harpal Singh Cheema) ৷
তাঁর অভিযোগ, পঞ্জাবে আপের সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP) ৷ এই রাজ্যেও তারা অপারেশন লোটাস চালাতে চায় ৷ সেই কারণে আপ (AAP) বিধায়কের কাছে দল ছাড়ার জন্য অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত পঞ্জাবের আপের দশজন বিধায়ক এই প্রস্তাব পেয়েছেন ৷ প্রত্যেক বিধায়ককে 25 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সব মিলিয়ে প্রায় 1375 কোটি টাকা খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ করেছেন ৷ এর আগে দিল্লিতেও আপের তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ সেবারও সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ তুলেছিলেন আপের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তাঁর সঙ্গে ছিলেন আপের অপর নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ কেজরিওয়াল দাবি করেছিলেন যে বিজেপি দিল্লির আপ বিধায়কদের 20 কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ৷
প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয় ৷ এর আগেও একাধিক রাজ্যে এই অভিযোগ উঠেছে ৷ সম্প্রতি মহারাষ্ট্রে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, তা নিয়েও বিরোধীরা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল ৷ সেই অভিযোগ এদিন হরপাল সিং চিমার মুখেও শোনা গিয়েছে ৷ তাঁর দাবি, এর আগে গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র ও অরুণাচল প্রদেশে এভাবেই সরকার ফেলে দিয়েছিল বিজেপি ৷ এখন পঞ্জাবকে টার্গেট করেছে ৷
আরও পড়ুন : বিধায়কদের 20 কোটির প্রলোভন, অপারেশন লোটাস সামলাতে জরুরি বৈঠকে কেজরিওয়াল