গুজরাত, 31 মে : বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল ৷ 2 জুন তাঁকে গেরুয়া শিবিরে দেখা যাবে ৷ এমনটাই জানিয়েছেন তিনি একটি সংবাদ সংস্থাকে ৷ বিষয়টি নিশ্চিত করে গুজরাত বিজেপির মুখপাত্র যগনেশ দাভে (Yagnesh Dave) আরেকটি সংবাদসংস্থাকে বলেছেন, "রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে হার্দিক প্যাটেল 2 জুন বিজেপিতে যোগ দিচ্ছেন ৷"
17 মে পাতিদার নেতা কংগ্রেস হাইকম্যান্ডের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ৷ হাতের সঙ্গ ছাড়েন ৷ এরপর আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের আগে হার্দিকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল ৷ আজ সংবাদ সংস্থার সূত্রে জল্পনা আরও বাড়ালেন গুজরাতের পাতিদার সম্প্রদায়ের নেতা ৷ কংগ্রেস ছাড়ার জন্য রাহুল গান্ধির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি (Hardik Patel to Join BJP) ৷
-
Hardik Patel to join BJP on 2nd June - he confirms to ANI. He had recently quit Congress. pic.twitter.com/xtgGjQ9hhm
— ANI (@ANI) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hardik Patel to join BJP on 2nd June - he confirms to ANI. He had recently quit Congress. pic.twitter.com/xtgGjQ9hhm
— ANI (@ANI) May 31, 2022Hardik Patel to join BJP on 2nd June - he confirms to ANI. He had recently quit Congress. pic.twitter.com/xtgGjQ9hhm
— ANI (@ANI) May 31, 2022
হাতের সঙ্গ ছাড়ার পর থেকে তিনি একদিকে যেমন কংগ্রেসকে আক্রমণ করতে থাকেন, অন্যদিকে বিজেপির সমর্থনে প্রচারমূলক টুইট চালিয়ে যান ৷ তাতেই প্রশ্ন উঠেছিল, হার্দিক কি গেরুয়া শিবিরে যাচ্ছেন ৷ তার উত্তরে রবিবার তিনি আরেকটি সংবাদ সংস্থাকে বলেছিলেন, "আমি কালই বিজেপিতে যোগ দিচ্ছি না ৷ তেমন কিছু হলে আপনারা জানতে পারবেন ৷"
সম্প্রতি গুজরাতের কংগ্রেস নেতা ভরতসিং সোলাঙ্কির (Bharatsinh Madhavsinh Solanki) একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ হার্দিক টুইট করে কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, "আমি আগেও বলেছি, কংগ্রেস সাধারণ মানুষের ভাবনাকে আঘাত দেয় ৷ সবসময় হিন্দু ধর্মের বিশ্বাস নষ্ট করার চেষ্টা চালিয়ে যায় ৷ আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর গুজরাতের কংগ্রেস নেতা বলেছেন, রাম মন্দিরের ইটে কুকুর প্রস্রাব করবে !"
আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল
এরপর টুইটারে হিন্দু ধর্ম নিয়ে কংগ্রেস নেতাদের প্রশ্ন করেন, "আমি কংগ্রেস এবং তার নেতাদের জিজ্ঞাসা করতে চাই, ভগবান শ্রী রামের সঙ্গে আপনাদের কী শত্রুতা রয়েছে ? হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন ? বহু দশক বাদে অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি হচ্ছে ৷ তা সত্ত্বেও কংগ্রেস ভগবান শ্রী রামের বিরুদ্ধে আজেবাজে কথা বলে যাচ্ছে ৷"
অন্যদিকে 27 মে কেন্দ্রীয় পরিহণ মন্ত্রী নীতিন গড়কড়ির জন্মদিনে তাঁর প্রশংসা করে টুইট করেন গুজরাতের এক সময়ের বিজেপি-বিরোধী নেতা ৷ তিনি লেখেন, "ভারতে আন্তর্জাতিক স্তরের রাস্তা নির্মাণ, ফ্লাইওভারের জাল যিনি বিছিয়েছেন, সেই কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়কড়িজির জন্মদিনে অনন্ত শুভকামনা রইল ৷ আমার মতো কোটি কোটি যুবক আপনার কাজের প্রতি নিষ্ঠায় অনুপ্রেরণা পায় ৷"
-
भारत में अंतर्राष्ट्रीय स्तर की सड़कों, फ्लाईओवर का जाल बिछाने वाले, केंद्रीय सड़क एवं परिवहन मंत्री श्री नितिन गडकरी जी को जन्मदिन की अनंत शुभकामनाएं।
— Hardik Patel (@HardikPatel_) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
मेरे जैसे करोड़ों युवा आपकी कार्य के प्रति निष्ठा से अत्यंत प्रेरित हैं। @nitin_gadkari
">भारत में अंतर्राष्ट्रीय स्तर की सड़कों, फ्लाईओवर का जाल बिछाने वाले, केंद्रीय सड़क एवं परिवहन मंत्री श्री नितिन गडकरी जी को जन्मदिन की अनंत शुभकामनाएं।
— Hardik Patel (@HardikPatel_) May 27, 2022
मेरे जैसे करोड़ों युवा आपकी कार्य के प्रति निष्ठा से अत्यंत प्रेरित हैं। @nitin_gadkariभारत में अंतर्राष्ट्रीय स्तर की सड़कों, फ्लाईओवर का जाल बिछाने वाले, केंद्रीय सड़क एवं परिवहन मंत्री श्री नितिन गडकरी जी को जन्मदिन की अनंत शुभकामनाएं।
— Hardik Patel (@HardikPatel_) May 27, 2022
मेरे जैसे करोड़ों युवा आपकी कार्य के प्रति निष्ठा से अत्यंत प्रेरित हैं। @nitin_gadkari
2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷
2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে অনেক জল বয়ে গিয়েছে গুজরাত-সহ দেশের রাজনীতিতে ৷ এবার কংগ্রেস ছেড়ে তাঁর একদা বিরোধী শিবিরে যোগ দিতে চলেছেন পাতিদার নেতা ৷ সত্যিই কি তিনি দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন ? যেমনটা দাবি করেছিলেন গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর ৷
আরও পড়ুন : কেন্দ্রকে 'পাগল হাতি'র সঙ্গে তুলনা হার্দিকের