ETV Bharat / bharat

Hardik Patel to Join BJP : আসছে বিধানসভা নির্বাচন, 2 জুন গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল ?

author img

By

Published : May 31, 2022, 11:32 AM IST

Updated : May 31, 2022, 12:53 PM IST

কংগ্রেস ছেড়েছেন 17 মে ৷ আসছে গুজরাত বিধানসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি শিবিরে যাচ্ছেন পাতিদার নেতা ? তেমনটাই জানাচ্ছে একটি সংবাদ সংস্থা (Hardik Patel to Join BJP) ৷ এতে সিলমোহর দিয়েছে গুজরাতের বিজেপি মুখপাত্র ৷

Hardik Patel in BJP
হার্দিক প্যাটেল বিজেপিতে

গুজরাত, 31 মে : বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল ৷ 2 জুন তাঁকে গেরুয়া শিবিরে দেখা যাবে ৷ এমনটাই জানিয়েছেন তিনি একটি সংবাদ সংস্থাকে ৷ বিষয়টি নিশ্চিত করে গুজরাত বিজেপির মুখপাত্র যগনেশ দাভে (Yagnesh Dave) আরেকটি সংবাদসংস্থাকে বলেছেন, "রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে হার্দিক প্যাটেল 2 জুন বিজেপিতে যোগ দিচ্ছেন ৷"

17 মে পাতিদার নেতা কংগ্রেস হাইকম্যান্ডের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ৷ হাতের সঙ্গ ছাড়েন ৷ এরপর আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের আগে হার্দিকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল ৷ আজ সংবাদ সংস্থার সূত্রে জল্পনা আরও বাড়ালেন গুজরাতের পাতিদার সম্প্রদায়ের নেতা ৷ কংগ্রেস ছাড়ার জন্য রাহুল গান্ধির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি (Hardik Patel to Join BJP) ৷

হাতের সঙ্গ ছাড়ার পর থেকে তিনি একদিকে যেমন কংগ্রেসকে আক্রমণ করতে থাকেন, অন্যদিকে বিজেপির সমর্থনে প্রচারমূলক টুইট চালিয়ে যান ৷ তাতেই প্রশ্ন উঠেছিল, হার্দিক কি গেরুয়া শিবিরে যাচ্ছেন ৷ তার উত্তরে রবিবার তিনি আরেকটি সংবাদ সংস্থাকে বলেছিলেন, "আমি কালই বিজেপিতে যোগ দিচ্ছি না ৷ তেমন কিছু হলে আপনারা জানতে পারবেন ৷"

সম্প্রতি গুজরাতের কংগ্রেস নেতা ভরতসিং সোলাঙ্কির (Bharatsinh Madhavsinh Solanki) একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ হার্দিক টুইট করে কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, "আমি আগেও বলেছি, কংগ্রেস সাধারণ মানুষের ভাবনাকে আঘাত দেয় ৷ সবসময় হিন্দু ধর্মের বিশ্বাস নষ্ট করার চেষ্টা চালিয়ে যায় ৷ আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর গুজরাতের কংগ্রেস নেতা বলেছেন, রাম মন্দিরের ইটে কুকুর প্রস্রাব করবে !"

আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

এরপর টুইটারে হিন্দু ধর্ম নিয়ে কংগ্রেস নেতাদের প্রশ্ন করেন, "আমি কংগ্রেস এবং তার নেতাদের জিজ্ঞাসা করতে চাই, ভগবান শ্রী রামের সঙ্গে আপনাদের কী শত্রুতা রয়েছে ? হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন ? বহু দশক বাদে অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি হচ্ছে ৷ তা সত্ত্বেও কংগ্রেস ভগবান শ্রী রামের বিরুদ্ধে আজেবাজে কথা বলে যাচ্ছে ৷"

অন্যদিকে 27 মে কেন্দ্রীয় পরিহণ মন্ত্রী নীতিন গড়কড়ির জন্মদিনে তাঁর প্রশংসা করে টুইট করেন গুজরাতের এক সময়ের বিজেপি-বিরোধী নেতা ৷ তিনি লেখেন, "ভারতে আন্তর্জাতিক স্তরের রাস্তা নির্মাণ, ফ্লাইওভারের জাল যিনি বিছিয়েছেন, সেই কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়কড়িজির জন্মদিনে অনন্ত শুভকামনা রইল ৷ আমার মতো কোটি কোটি যুবক আপনার কাজের প্রতি নিষ্ঠায় অনুপ্রেরণা পায় ৷"

  • भारत में अंतर्राष्ट्रीय स्तर की सड़कों, फ्लाईओवर का जाल बिछाने वाले, केंद्रीय सड़क एवं परिवहन मंत्री श्री नितिन गडकरी जी को जन्मदिन की अनंत शुभकामनाएं।

    मेरे जैसे करोड़ों युवा आपकी कार्य के प्रति निष्ठा से अत्यंत प्रेरित हैं। @nitin_gadkari

    — Hardik Patel (@HardikPatel_) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷

2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে অনেক জল বয়ে গিয়েছে গুজরাত-সহ দেশের রাজনীতিতে ৷ এবার কংগ্রেস ছেড়ে তাঁর একদা বিরোধী শিবিরে যোগ দিতে চলেছেন পাতিদার নেতা ৷ সত্যিই কি তিনি দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন ? যেমনটা দাবি করেছিলেন গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর ৷

আরও পড়ুন : কেন্দ্রকে 'পাগল হাতি'র সঙ্গে তুলনা হার্দিকের

গুজরাত, 31 মে : বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল ৷ 2 জুন তাঁকে গেরুয়া শিবিরে দেখা যাবে ৷ এমনটাই জানিয়েছেন তিনি একটি সংবাদ সংস্থাকে ৷ বিষয়টি নিশ্চিত করে গুজরাত বিজেপির মুখপাত্র যগনেশ দাভে (Yagnesh Dave) আরেকটি সংবাদসংস্থাকে বলেছেন, "রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে হার্দিক প্যাটেল 2 জুন বিজেপিতে যোগ দিচ্ছেন ৷"

17 মে পাতিদার নেতা কংগ্রেস হাইকম্যান্ডের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ৷ হাতের সঙ্গ ছাড়েন ৷ এরপর আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনের আগে হার্দিকের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল ৷ আজ সংবাদ সংস্থার সূত্রে জল্পনা আরও বাড়ালেন গুজরাতের পাতিদার সম্প্রদায়ের নেতা ৷ কংগ্রেস ছাড়ার জন্য রাহুল গান্ধির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি (Hardik Patel to Join BJP) ৷

হাতের সঙ্গ ছাড়ার পর থেকে তিনি একদিকে যেমন কংগ্রেসকে আক্রমণ করতে থাকেন, অন্যদিকে বিজেপির সমর্থনে প্রচারমূলক টুইট চালিয়ে যান ৷ তাতেই প্রশ্ন উঠেছিল, হার্দিক কি গেরুয়া শিবিরে যাচ্ছেন ৷ তার উত্তরে রবিবার তিনি আরেকটি সংবাদ সংস্থাকে বলেছিলেন, "আমি কালই বিজেপিতে যোগ দিচ্ছি না ৷ তেমন কিছু হলে আপনারা জানতে পারবেন ৷"

সম্প্রতি গুজরাতের কংগ্রেস নেতা ভরতসিং সোলাঙ্কির (Bharatsinh Madhavsinh Solanki) একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ হার্দিক টুইট করে কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, "আমি আগেও বলেছি, কংগ্রেস সাধারণ মানুষের ভাবনাকে আঘাত দেয় ৷ সবসময় হিন্দু ধর্মের বিশ্বাস নষ্ট করার চেষ্টা চালিয়ে যায় ৷ আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর গুজরাতের কংগ্রেস নেতা বলেছেন, রাম মন্দিরের ইটে কুকুর প্রস্রাব করবে !"

আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

এরপর টুইটারে হিন্দু ধর্ম নিয়ে কংগ্রেস নেতাদের প্রশ্ন করেন, "আমি কংগ্রেস এবং তার নেতাদের জিজ্ঞাসা করতে চাই, ভগবান শ্রী রামের সঙ্গে আপনাদের কী শত্রুতা রয়েছে ? হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন ? বহু দশক বাদে অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরি হচ্ছে ৷ তা সত্ত্বেও কংগ্রেস ভগবান শ্রী রামের বিরুদ্ধে আজেবাজে কথা বলে যাচ্ছে ৷"

অন্যদিকে 27 মে কেন্দ্রীয় পরিহণ মন্ত্রী নীতিন গড়কড়ির জন্মদিনে তাঁর প্রশংসা করে টুইট করেন গুজরাতের এক সময়ের বিজেপি-বিরোধী নেতা ৷ তিনি লেখেন, "ভারতে আন্তর্জাতিক স্তরের রাস্তা নির্মাণ, ফ্লাইওভারের জাল যিনি বিছিয়েছেন, সেই কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গড়কড়িজির জন্মদিনে অনন্ত শুভকামনা রইল ৷ আমার মতো কোটি কোটি যুবক আপনার কাজের প্রতি নিষ্ঠায় অনুপ্রেরণা পায় ৷"

  • भारत में अंतर्राष्ट्रीय स्तर की सड़कों, फ्लाईओवर का जाल बिछाने वाले, केंद्रीय सड़क एवं परिवहन मंत्री श्री नितिन गडकरी जी को जन्मदिन की अनंत शुभकामनाएं।

    मेरे जैसे करोड़ों युवा आपकी कार्य के प्रति निष्ठा से अत्यंत प्रेरित हैं। @nitin_gadkari

    — Hardik Patel (@HardikPatel_) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷

2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে অনেক জল বয়ে গিয়েছে গুজরাত-সহ দেশের রাজনীতিতে ৷ এবার কংগ্রেস ছেড়ে তাঁর একদা বিরোধী শিবিরে যোগ দিতে চলেছেন পাতিদার নেতা ৷ সত্যিই কি তিনি দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন ? যেমনটা দাবি করেছিলেন গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর ৷

আরও পড়ুন : কেন্দ্রকে 'পাগল হাতি'র সঙ্গে তুলনা হার্দিকের

Last Updated : May 31, 2022, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.