ETV Bharat / bharat

সর্দার প্য়াটেলকে অসম্মান করেছে বিজেপি, মোতেরার নামবদলে প্রতিক্রিয়া হার্দিকের

author img

By

Published : Feb 24, 2021, 7:29 PM IST

Updated : Feb 24, 2021, 7:35 PM IST

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নামবদল ৷ মোতেরার স্টেডিয়ামের নাম সর্দার প্য়াটেল ক্রিকেট স্টেডিয়াম থেকে বদলে করা হল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম ৷ কেন্দ্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ কংগ্রেস নেতা হার্দিক প্য়াটেল ৷ এই ঘটনায় সর্দার বল্লভভাই প্য়াটেলকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ হার্দিকের ৷

Hardik Patel slams renaming of world's largest cricket stadium, calls it an insult to Sardar Patel
সর্দার প্য়াটেলকে অসম্মান করেছে বিজেপি, মোতেরার নামবদলে প্রতিক্রিয়া হার্দ্যিকের

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: আমেদবাদের সর্দার প্য়াটেল স্টেডিয়ামের নাম বদলে ক্ষুব্ধ কংগ্রেস নেতা হার্দিক প্য়াটেল ৷ কেন্দ্রের এমন পদক্ষেপের তুমুল সমালোচনা করেন তিনি ৷ হার্দিকের মতে, এই ঘটনায় সর্দার বল্লভভাই প্য়াটেলকে অসম্মান করা হয়েছে ৷

এই প্রসঙ্গে হার্দিক বলেন, ‘‘বিশ্বর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম থেকে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হল ৷ এটা কি সর্দার প্য়াটেলের অসম্মান নয়? যে বিজেপি সর্দার প্য়াটেলের নামে ভোট চেয়েছিল, এখন তারাই সর্দার সাহেবকে অপমান করছে ৷ গুজরাতের মানুষ সর্দার প্য়াটেলের এই অসম্মান বরদাস্ত করবে না ৷’’

বুধবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ স্টেডিয়ামের নামকরণ করা হয় দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামে ৷ এদিন থেকে এই স্টেডিয়ামেই গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্য়াচ শুরু হয় ৷ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

আরও পড়ুন: মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম

তথ্য বলছে, পৃথিবীর বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে সর্বাধিক 1 লাখ 32 হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন ৷ তাঁদের জন্য সবরকম অত্যাধুনিক পরিকাঠামোর ব্যবস্থা করা হচ্ছে ৷ ডিম্বাকৃতি এই স্টেডিয়ামের মাঠে মোট 11টি পিচ থাকছে ৷ সেগুলি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যখন যে পিচেই খেলা হোক না কেন, সেখান থেকে বাউন্ডারিরর দূরত্ব দু’পাশেই সমান হবে ৷ স্টেডিয়াম তৈরির আগে শ্য়াডো ম্যাপিংও করা হয়েছে ৷ যার ফলে, গোধূলিতে খেলা হলেও মাঠে কোনও ছায়া দেখা যাবে না ৷

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: আমেদবাদের সর্দার প্য়াটেল স্টেডিয়ামের নাম বদলে ক্ষুব্ধ কংগ্রেস নেতা হার্দিক প্য়াটেল ৷ কেন্দ্রের এমন পদক্ষেপের তুমুল সমালোচনা করেন তিনি ৷ হার্দিকের মতে, এই ঘটনায় সর্দার বল্লভভাই প্য়াটেলকে অসম্মান করা হয়েছে ৷

এই প্রসঙ্গে হার্দিক বলেন, ‘‘বিশ্বর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম থেকে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হল ৷ এটা কি সর্দার প্য়াটেলের অসম্মান নয়? যে বিজেপি সর্দার প্য়াটেলের নামে ভোট চেয়েছিল, এখন তারাই সর্দার সাহেবকে অপমান করছে ৷ গুজরাতের মানুষ সর্দার প্য়াটেলের এই অসম্মান বরদাস্ত করবে না ৷’’

বুধবার নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ স্টেডিয়ামের নামকরণ করা হয় দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামে ৷ এদিন থেকে এই স্টেডিয়ামেই গোলাপি বলে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্য়াচ শুরু হয় ৷ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

আরও পড়ুন: মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম

তথ্য বলছে, পৃথিবীর বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে সর্বাধিক 1 লাখ 32 হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন ৷ তাঁদের জন্য সবরকম অত্যাধুনিক পরিকাঠামোর ব্যবস্থা করা হচ্ছে ৷ ডিম্বাকৃতি এই স্টেডিয়ামের মাঠে মোট 11টি পিচ থাকছে ৷ সেগুলি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যখন যে পিচেই খেলা হোক না কেন, সেখান থেকে বাউন্ডারিরর দূরত্ব দু’পাশেই সমান হবে ৷ স্টেডিয়াম তৈরির আগে শ্য়াডো ম্যাপিংও করা হয়েছে ৷ যার ফলে, গোধূলিতে খেলা হলেও মাঠে কোনও ছায়া দেখা যাবে না ৷

Last Updated : Feb 24, 2021, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.