ETV Bharat / bharat

Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

author img

By

Published : May 18, 2022, 11:56 AM IST

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel resigns from Congress) ৷ বুধবার টুইটারে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে পতিদার নেতা জানিয়েছেন, তিনি নিশ্চিত কংগ্রেস হাই-কমান্ড তাঁর এই পদক্ষেপ সাদরে গ্রহণ করবে ৷

Hardik Patel Resigns
'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

আমেদাবাদ, 18 মে : কয়েকমাস বাদেই গুজরাত বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel resigns from Congress) ৷ বুধবার টুইটারে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে পতিদার নেতা জানিয়েছেন, তিনি নিশ্চিত কংগ্রেস হাই-কমান্ড তাঁর এই পদক্ষেপ সাদরে গ্রহণ করবে ৷ কংগ্রেস সভানেত্রীকে লেখা চিঠিতে দল ছাড়ার নেপথ্যে বিস্ফোরক অভিযোগও এনেছেন তিনি ৷

ইস্তফাপত্রে গুজরাতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগের তির রাহুল গান্ধির দিকেই ৷ হার্দিক জানান, সংকটকালে ভীষণ প্রয়োজনের সময় আমাদের নেতা বিদেশে ছিলেন ৷ সম্প্রতি রাহুল গান্ধির গুজরাত সফরে তাঁর সঙ্গে আলোচনা হয় হার্দিক প্যাটেলের ৷ কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি মোটেই ৷ সেই প্রসঙ্গ টেনে নাম না-করেই ইস্তফাপত্রে পতিদার নেতা লেখেন, "আমি যখন শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি সর্বক্ষণ তারা মোবাইল বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন ৷ গুজরাত নিয়ে তাঁদের কোনও মাথাব্যথাই নেই ৷"

  • आज मैं हिम्मत करके कांग्रेस पार्टी के पद और पार्टी की प्राथमिक सदस्यता से इस्तीफा देता हूँ। मुझे विश्वास है कि मेरे इस निर्णय का स्वागत मेरा हर साथी और गुजरात की जनता करेगी। मैं मानता हूं कि मेरे इस कदम के बाद मैं भविष्य में गुजरात के लिए सच में सकारात्मक रूप से कार्य कर पाऊँगा। pic.twitter.com/MG32gjrMiY

    — Hardik Patel (@HardikPatel_) May 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

आज मैं हिम्मत करके कांग्रेस पार्टी के पद और पार्टी की प्राथमिक सदस्यता से इस्तीफा देता हूँ। मुझे विश्वास है कि मेरे इस निर्णय का स्वागत मेरा हर साथी और गुजरात की जनता करेगी। मैं मानता हूं कि मेरे इस कदम के बाद मैं भविष्य में गुजरात के लिए सच में सकारात्मक रूप से कार्य कर पाऊँगा। pic.twitter.com/MG32gjrMiY

— Hardik Patel (@HardikPatel_) May 18, 2022

এদিন দল ছাড়ার ঘোষণায় টুইটে হার্দিক লেখেন, "আজ আমি কংগ্রেস থেকে ইস্তফা দিলাম ৷ আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আমার সহকর্মী এবং গুজরাতের মানুষের কাছে সাদরে গৃহীত হবে ৷" সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দলের চিন্তন শিবিরে অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন হার্দিক প্যাটেল ৷

আরও পড়ুন : এফআইআর-এ নাম নেই অথচ বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, অভিযোগ চিদম্বরমের

যদিও তাঁর দল ছাড়ার জল্পনা বেশ পুরনো ৷ গত মাসে হোয়াটস অ্যাপ-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে দলের নাম সরিয়ে দেওয়া এবং গেরুয়া শাল গায়ে নয়া ছবি দেওয়ার ঘটনায় তা আরও জোরাল হয় ৷ যদিও সে সময় সেই সম্ভাবনার গুঞ্জন প্রত্যাখ্যান করেছিলেন হার্দিক ৷ মুখে স্বীকার না-করলেও নির্বাচনের কয়েকমাস আগে হার্দিক 'হাতছাড়া' হওয়া গুজরাতে কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷

আমেদাবাদ, 18 মে : কয়েকমাস বাদেই গুজরাত বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel resigns from Congress) ৷ বুধবার টুইটারে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে পতিদার নেতা জানিয়েছেন, তিনি নিশ্চিত কংগ্রেস হাই-কমান্ড তাঁর এই পদক্ষেপ সাদরে গ্রহণ করবে ৷ কংগ্রেস সভানেত্রীকে লেখা চিঠিতে দল ছাড়ার নেপথ্যে বিস্ফোরক অভিযোগও এনেছেন তিনি ৷

ইস্তফাপত্রে গুজরাতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগের তির রাহুল গান্ধির দিকেই ৷ হার্দিক জানান, সংকটকালে ভীষণ প্রয়োজনের সময় আমাদের নেতা বিদেশে ছিলেন ৷ সম্প্রতি রাহুল গান্ধির গুজরাত সফরে তাঁর সঙ্গে আলোচনা হয় হার্দিক প্যাটেলের ৷ কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি মোটেই ৷ সেই প্রসঙ্গ টেনে নাম না-করেই ইস্তফাপত্রে পতিদার নেতা লেখেন, "আমি যখন শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি সর্বক্ষণ তারা মোবাইল বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন ৷ গুজরাত নিয়ে তাঁদের কোনও মাথাব্যথাই নেই ৷"

  • आज मैं हिम्मत करके कांग्रेस पार्टी के पद और पार्टी की प्राथमिक सदस्यता से इस्तीफा देता हूँ। मुझे विश्वास है कि मेरे इस निर्णय का स्वागत मेरा हर साथी और गुजरात की जनता करेगी। मैं मानता हूं कि मेरे इस कदम के बाद मैं भविष्य में गुजरात के लिए सच में सकारात्मक रूप से कार्य कर पाऊँगा। pic.twitter.com/MG32gjrMiY

    — Hardik Patel (@HardikPatel_) May 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন দল ছাড়ার ঘোষণায় টুইটে হার্দিক লেখেন, "আজ আমি কংগ্রেস থেকে ইস্তফা দিলাম ৷ আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আমার সহকর্মী এবং গুজরাতের মানুষের কাছে সাদরে গৃহীত হবে ৷" সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দলের চিন্তন শিবিরে অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন হার্দিক প্যাটেল ৷

আরও পড়ুন : এফআইআর-এ নাম নেই অথচ বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, অভিযোগ চিদম্বরমের

যদিও তাঁর দল ছাড়ার জল্পনা বেশ পুরনো ৷ গত মাসে হোয়াটস অ্যাপ-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে দলের নাম সরিয়ে দেওয়া এবং গেরুয়া শাল গায়ে নয়া ছবি দেওয়ার ঘটনায় তা আরও জোরাল হয় ৷ যদিও সে সময় সেই সম্ভাবনার গুঞ্জন প্রত্যাখ্যান করেছিলেন হার্দিক ৷ মুখে স্বীকার না-করলেও নির্বাচনের কয়েকমাস আগে হার্দিক 'হাতছাড়া' হওয়া গুজরাতে কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.