নয়াদিল্লি, 6 ডিসেম্বর: সংসদে চলছে শীতকালীন অধিবেশন ৷ এরই মাঝে সংসদ ভবনকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ৷ একটি ভিডিয়ো বার্তায় 13 ডিসেম্বরের আগে সংসদে হামলার হুমকি দিয়েছে এই খালিস্তানি জঙ্গি ৷ 2001 সালে এরকম এক 13 ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছিল ৷ সেই হামলার 22তম বার্ষিকী এবার ৷ কয়েকদিন আগেই গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ এই ঘটনার পরই তার তরফ থেকে সংসদ ভবনে হামলার হুমকি ভিডিয়ো এল ৷
গুরপতবন্ত সিং পান্নুন যুক্তরাষ্ট্রে শিখস ফর জাস্টিস (এসএফজে) গোষ্ঠীর প্রধান ৷ এই গোষ্ঠীকে ভারত অনেক আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদের বিরুদ্ধে তদন্ত করছে ৷ সম্প্রতি যে হুমকি ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, তাতে 2001 সালের সংসদ হামলার দোষী আফজাল গুরুর 'দিল্লি বানেগা খালিস্তান' ক্যাপশন-সহ একটি পোস্টার দেখানো হয়েছে ৷ পাশাপাশি গুরপতবন্ত সিং পান্নুন দাবি করেছে, ভারতীয় তদন্তকারী সংস্থা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ৷ তবে তারা ব্যর্থ হয়েছে ৷ আর এই ঘটনায় সে খুব খুশি হয়েছে । এই খালিস্তানি জঙ্গি ভিডিয়োবার্তায় ঘোষণা করেছে, সে 13 ডিসেম্বর বা তার আগে সংসদে হামলা করে তাকে হত্যার ষড়যন্ত্রেরই পালটা জবাব দেবে ।
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন ৷ চলবে 22 ডিসেম্বর পর্যন্ত ৷ এরই মধ্যে গুরপতবন্ত সিং পান্নুনের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার ৷ তার ভিডিয়োটি সামনে আসার পর নিরাপত্তা সংস্থাগুলি সবরকম সতর্কতা অবলম্বন করছে । সূত্রের খবর, নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে যে, পাকিস্তানের আইএসআই-এর কে-2 (কাশ্মীর-খালিস্তান) ডেস্ক গুরপতবন্ত সিং পান্নুনকে তার ভারত-বিরোধী মনোভাবকে আরও জাগ্রত করতে বলেছিল ।
আরও পড়ুন: