সুরাট (গুজরাত),7 মার্চ : স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির হয়ে বেআইনি কাজ কর্মে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া 122 জনকে ইউএপিএ মামলা থেকে বেকসুর খালাস করল গুজরাতের সুরাত আদালত ৷ বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট কোনও প্রমাণ না থাকায় তাঁদের মুক্তি দিয়েছে গুজরাত আদালত ৷ সুরাত আদালতের মুখ্য বিচারক এএন দাভে ওই 122 জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন ৷
2001 সালে নিষিদ্ধ ছাত্র সংগঠন সিমি-র হয়ে কাজ করার অভিযোগে ইউএপিএ ধারায় 122 জনকে গ্রেফতার করেছিল সুরাত পুলিশ ৷ শনিবারের রায়ে বিচারক জানান, ‘‘সরকার পক্ষের আইনজীবী সমর্থন যোগ্য, সঠিক এবং সন্তোষজনক প্রমাণ উপস্থান করতে ব্যর্থ হয়েছেন ৷ যার দ্বারা প্রমাণ করা যায় অভিযুক্তরা সিমির সংগঠনের সঙ্গে যুক্ত এবং তারা নিষিদ্ধ এই সংগঠনের প্রচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল ৷’’ তারপরেই আদালত তাঁর নির্দেশে জানায়, অভিযুক্ত ব্যক্তিদের ইউএপিএ ধারায় গ্রেফতার করা যাবে না ৷
প্রসঙ্গত, 127 জনকে ব্যক্তিকে সুরাত পুলিশ 2001 সালের 28 ডিসেম্বর গ্রেফতার করেছিল ৷ যেখানে ইউএপিএ ছাড়াও একাধিক ধারায় মামলা দায়ের করেছিল ৷ অভিযোগ ছিল নিষিদ্ধ সংগঠন সিমি’র হয়ে প্রচারে সাগরামপুরে একটি বৈঠক করেছিল এই 127 জন ৷ সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করেছিল সুরাত পুলিশ ৷ এর মধ্যে বিচার প্রক্রিয়া চলাকালীন 5 জনের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : দেশদ্রোহিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ডিআরডিও’র প্রাক্তন ফোটোগ্রাফারের
তবে, সুরাত আদালতের এই রায় গুজরাত সরকারের ভাবমূর্তিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷ কারণ 2001 সাল থেকে চলা এই মামলায় দীর্ঘ কুড়ি বছর পর অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকা গুজরাত পুলিশের দক্ষতার উপর প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করা হচ্ছে ৷