ETV Bharat / bharat

ফেরাল তিন হাসপাতাল, মৃত্যু মহিলার - কোভিড

ঘটনাটি চলতি মাসের 22 তারিখ ৷ ওই মহিলার স্বামী জানিয়েছেন ওইদিন হঠাৎ করে করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায় ওই মহিলার ৷ তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিজনরা ৷ ফোন করা হয় 108 নম্বরে ৷ কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় কোনও অ্য়াম্বুল্য়ান্স নেই ৷

covid
সিভিক হাসপাতালে
author img

By

Published : Apr 25, 2021, 1:14 PM IST

আমেদাবাদ, 25 এপ্রিল : চিকিৎসা না পেয়ে মৃত্যু হল এক মহিলার ৷ ঘটনাটি আমেদাবাদের ৷ 30 বছর বয়সি ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন বলে মনে করা হচ্ছে ৷

ঘটনাটি চলতি মাসের 22 তারিখ ৷ ওই মহিলার স্বামী জানিয়েছেন ওইদিন হঠাৎ করে করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায় ওই মহিলার ৷ তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিজনরা ৷ ফোন করা হয় 108 নম্বরে ৷ কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় কোনও অ্য়াম্বুল্য়ান্স নেই ৷ সেকারণে তাঁকে আনতে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয় ৷ এরপর তাঁকে একটি অটো করে তিনটি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু তিনটি হাসপাতালই তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে ৷

আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর

ওই তিনটি হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের কাছে কোনও আই সি ইউ বেড না থাকার কারণে ওই মহিলাকে ভর্তি নেওয়া যাবে না ৷ এরপর সব শেষে আসারওয়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে ৷ কিন্তু সেখানেও তাঁকে চিকিৎসার জন্য় অপেক্ষা করতে হয় ৷ অবশেষে সেখানেই তাঁর মৃত্য়ু হয় ৷

যদিও হাসপাতালের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় ৷ প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলার স্বামী সবরকম ভাবে চেষ্টা করছিলেন যাতে করে ওই মহিলাকে ভর্তি করানো যায় ৷ কিন্তু সবশেষে তিনি ব্য়র্থ হন ৷

আমেদাবাদ, 25 এপ্রিল : চিকিৎসা না পেয়ে মৃত্যু হল এক মহিলার ৷ ঘটনাটি আমেদাবাদের ৷ 30 বছর বয়সি ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন বলে মনে করা হচ্ছে ৷

ঘটনাটি চলতি মাসের 22 তারিখ ৷ ওই মহিলার স্বামী জানিয়েছেন ওইদিন হঠাৎ করে করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায় ওই মহিলার ৷ তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিজনরা ৷ ফোন করা হয় 108 নম্বরে ৷ কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় কোনও অ্য়াম্বুল্য়ান্স নেই ৷ সেকারণে তাঁকে আনতে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয় ৷ এরপর তাঁকে একটি অটো করে তিনটি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু তিনটি হাসপাতালই তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে ৷

আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর

ওই তিনটি হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় তাদের কাছে কোনও আই সি ইউ বেড না থাকার কারণে ওই মহিলাকে ভর্তি নেওয়া যাবে না ৷ এরপর সব শেষে আসারওয়া সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে ৷ কিন্তু সেখানেও তাঁকে চিকিৎসার জন্য় অপেক্ষা করতে হয় ৷ অবশেষে সেখানেই তাঁর মৃত্য়ু হয় ৷

যদিও হাসপাতালের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় ৷ প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলার স্বামী সবরকম ভাবে চেষ্টা করছিলেন যাতে করে ওই মহিলাকে ভর্তি করানো যায় ৷ কিন্তু সবশেষে তিনি ব্য়র্থ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.