ETV Bharat / bharat

IVF Procedure: ‘বধাই হো’, বিয়ের 45 বছর পেরিয়ে মা হলেন গুজরাতের বৃদ্ধা - Couple

এই বয়সেও সন্তানলাভের আশা ছাড়েননি জিভুবেন এবং তাঁর স্বামী ৷ আইভিএফ পদ্ধতিতে সন্তানলাভ সম্ভব জেনে ভুজে বেসরকারি হাসপাতালে কর্মরত এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা ৷

Gujarat woman aged 70 gives birth to son almost five decades after marriage
‘বধাই হো’
author img

By

Published : Oct 21, 2021, 3:57 PM IST

কচ্ছ, 21 অক্টোবর : নিঃসন্তান হয়েই কেটেছে প্রায় পাঁচ দশকের দাম্পত্য । জীবন সায়াহ্নে পৌঁছে সেই আক্ষেপ কাটল এক দম্পতির। আইভিএফ পদ্ধতিতে মা হলেন 70 বছরের মহিলা । সদ্যোজাতের কান্না শুনে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁর 75 বছরের স্বামী । ডাক্তার-বদ্যি সকলে হাত তুলে নিলেও, সন্তানের আশা ছাড়েননি তাঁরা । তাই বার্ধ্যক্যেই সই, ঈশ্বর তাঁদের কোল ভরিয়ে দিয়েছেন বলে মনে করছেন ওই দম্পতি ।

গুজরাতের কচ্ছেল ঘটনা । স্বামী ওয়ালাভাই রাবাড়ির সঙ্গে 45 বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন জিভুবেন । কিন্তু এত বছরেও তাঁদের কোলে সন্তান আসেনি । জলপোড়া থেকে মুঠো মুঠো ওষুধ, কিছুই বাদ দেননি দু’জনে ৷ কিন্তু কোনও কিছুই কাজে আসেনি ৷ বরং নিঃসন্তান দম্পতি হিসেবেই 70-এর কোঠায় এসে পৌঁছন তাঁরা ৷

আরও পড়ুন: 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

তবে এই বয়সেও সন্তানলাভের আশা ছাড়েননি জিভুবেন এবং তাঁর স্বামী ৷ আইভিএফ পদ্ধতিতে সন্তানলাভ সম্ভব জেনে ভুজে বেসরকারি হাসপাতালে কর্মরত এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা ৷ কিন্তু ওই চিকিৎসক জানান, তাঁদের যা বয়স, তাতে আইভিএফ পদ্ধতিতেও সন্তানধারণ সম্ভব নয় ৷ বরং জীবনের ঝুঁকি রয়েছে ৷

কিন্তু সন্তানলাভের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি জিভুবেন এবং তাঁর স্বামী ৷ তাঁদের জোরাজুরিতেই শেষ পর্যন্ত আইভিএফ পদ্ধতিতে তাঁদের সন্তানলাভের জন্য চেষ্টা করতে রাজি হন ওই চিকিৎসক ৷ জিভুবেনের চিকিৎসা শুরু হয় ৷ তাতেই পুত্রসন্তানের জন্ম জেন জিভুবেন ৷ আদর করে ছেলের নাম ‘লালো’ লেখেছেন তাঁরা ৷ তাঁদের যুক্তি, ভগবান কৃষ্ণের ডাকনাম ছিল লালো ৷ কৃষ্ণের মতোই লালো তাঁর কোল আলো করে এসেছে বলে মত জিভুবেনের ।

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

জিভুবেন যে চিকিৎসকের অধীনে ছিলেন, সেই নরেশ ভানুশালী জানিয়েছেন, এই বয়সে সন্তানের জন্ম দেওয়া একেবারেই বিরল ঘটনা । অসম্ভবই বলা যায় । তবে সেটা মুখের উপর বলে দেওয়া উচিত হয়নি । যদিও তাতেও মনোবল হারাননি ওঁরা । ঈশ্বর এবং চিকিৎসদের উপর ভরসা ছিল । তাতেই অসাধ্য সাধন হয়েছে ।

কচ্ছ, 21 অক্টোবর : নিঃসন্তান হয়েই কেটেছে প্রায় পাঁচ দশকের দাম্পত্য । জীবন সায়াহ্নে পৌঁছে সেই আক্ষেপ কাটল এক দম্পতির। আইভিএফ পদ্ধতিতে মা হলেন 70 বছরের মহিলা । সদ্যোজাতের কান্না শুনে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁর 75 বছরের স্বামী । ডাক্তার-বদ্যি সকলে হাত তুলে নিলেও, সন্তানের আশা ছাড়েননি তাঁরা । তাই বার্ধ্যক্যেই সই, ঈশ্বর তাঁদের কোল ভরিয়ে দিয়েছেন বলে মনে করছেন ওই দম্পতি ।

গুজরাতের কচ্ছেল ঘটনা । স্বামী ওয়ালাভাই রাবাড়ির সঙ্গে 45 বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন জিভুবেন । কিন্তু এত বছরেও তাঁদের কোলে সন্তান আসেনি । জলপোড়া থেকে মুঠো মুঠো ওষুধ, কিছুই বাদ দেননি দু’জনে ৷ কিন্তু কোনও কিছুই কাজে আসেনি ৷ বরং নিঃসন্তান দম্পতি হিসেবেই 70-এর কোঠায় এসে পৌঁছন তাঁরা ৷

আরও পড়ুন: 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

তবে এই বয়সেও সন্তানলাভের আশা ছাড়েননি জিভুবেন এবং তাঁর স্বামী ৷ আইভিএফ পদ্ধতিতে সন্তানলাভ সম্ভব জেনে ভুজে বেসরকারি হাসপাতালে কর্মরত এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা ৷ কিন্তু ওই চিকিৎসক জানান, তাঁদের যা বয়স, তাতে আইভিএফ পদ্ধতিতেও সন্তানধারণ সম্ভব নয় ৷ বরং জীবনের ঝুঁকি রয়েছে ৷

কিন্তু সন্তানলাভের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি জিভুবেন এবং তাঁর স্বামী ৷ তাঁদের জোরাজুরিতেই শেষ পর্যন্ত আইভিএফ পদ্ধতিতে তাঁদের সন্তানলাভের জন্য চেষ্টা করতে রাজি হন ওই চিকিৎসক ৷ জিভুবেনের চিকিৎসা শুরু হয় ৷ তাতেই পুত্রসন্তানের জন্ম জেন জিভুবেন ৷ আদর করে ছেলের নাম ‘লালো’ লেখেছেন তাঁরা ৷ তাঁদের যুক্তি, ভগবান কৃষ্ণের ডাকনাম ছিল লালো ৷ কৃষ্ণের মতোই লালো তাঁর কোল আলো করে এসেছে বলে মত জিভুবেনের ।

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

জিভুবেন যে চিকিৎসকের অধীনে ছিলেন, সেই নরেশ ভানুশালী জানিয়েছেন, এই বয়সে সন্তানের জন্ম দেওয়া একেবারেই বিরল ঘটনা । অসম্ভবই বলা যায় । তবে সেটা মুখের উপর বলে দেওয়া উচিত হয়নি । যদিও তাতেও মনোবল হারাননি ওঁরা । ঈশ্বর এবং চিকিৎসদের উপর ভরসা ছিল । তাতেই অসাধ্য সাধন হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.