ETV Bharat / bharat

Kehda Stone Pelting: নবরাত্রিতে পাথর ছোড়ার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর - সুপ্রিম কোর্ট

গুজরাতের খেড়ায় নবরাত্রিতে যাঁরা গরবা করছিলেন, তাঁদের উপর পাথর ছোড়ার অভিযোগ ওঠে (Gujarat Kehda Stone Pelting) ৷ এই ঘটনায় অভিযুক্তকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ যা নিয়ে গুজরাত প্রশাসনের কাছে আইনি নোটিশ গিয়েছে ৷ তার পরও গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙভি (Gujarat Home Minister Harsh Sanghvi) এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন ৷

gujarat-home-minister-harsh-sanghvi-praises-police-role-in-stone-pelting-incident-during-navaratri
Kehda Stone Pelting: নবরাত্রিতে পাথর ছোড়ার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর
author img

By

Published : Oct 7, 2022, 3:27 PM IST

আমেদাবাদ, 7 অক্টোবর : অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নবরাত্রির অনুষ্ঠানে পাথর ছুঁড়েছিল (Gujarat Kehda Stone Pelting) ৷ শুক্রবার এমনই দাবি করেছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙভি (Gujarat Home Minister Harsh Sanghvi) ৷ তাঁর বক্তব্য, গরবা কারও অপছন্দ হতেই পারে ৷ কিন্তু সেই অনুষ্ঠানের উপর হামলা চালানোর অধিকার কারও নেই ৷

প্রসঙ্গত, নবরাত্রি উপলক্ষে গরবা চলাকালীন গুজরাতের খেড়া এলাকায় হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ সেখানে অংশগ্রহণকারীদের উপর পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ ৷ এদিন গুজরাত বিশ্ববিদ্যালয়ের (Gujarat University) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানেই তিনি ওই ঘটনা নিয়ে এই মন্তব্য করেন ৷

তিনি আরও জানিয়েছেন, যারা পাথর ছোড়ে, তাদের কোনও ধর্ম হয় না ৷ কিন্তু যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও তো মানবাধিকার আছে ৷ তাই এবার হামলাকারীদের জবাব দেওয়ার সময় চলে এসেছে ৷ নবরাত্রির উৎসবে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তিনি ৷

যদিও এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করা হয়েছে ৷ সেখানে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে ৷ কারণ, অভিযুক্তদের গ্রেফতার করে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে ৷

এক অসরকারি সংস্থার আইনজীবীর মাধ্যমে নোটিশও দেওয়া হয়েছে গুজরাতের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র বিভাগ, পুলিশের ডিজি ও খেড়া জেলার পুলিশ সুপারকে ৷ সেখানে বলা হয়েছে যে ওই পুলিশ কর্মীরা প্রকাশ্যে অভিযুক্তদের মারধর করে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করেছে ৷

আরও পড়ুন : বিয়েতে নারাজ প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বিবাহিত প্রেমিক

আমেদাবাদ, 7 অক্টোবর : অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নবরাত্রির অনুষ্ঠানে পাথর ছুঁড়েছিল (Gujarat Kehda Stone Pelting) ৷ শুক্রবার এমনই দাবি করেছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙভি (Gujarat Home Minister Harsh Sanghvi) ৷ তাঁর বক্তব্য, গরবা কারও অপছন্দ হতেই পারে ৷ কিন্তু সেই অনুষ্ঠানের উপর হামলা চালানোর অধিকার কারও নেই ৷

প্রসঙ্গত, নবরাত্রি উপলক্ষে গরবা চলাকালীন গুজরাতের খেড়া এলাকায় হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ সেখানে অংশগ্রহণকারীদের উপর পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ ৷ এদিন গুজরাত বিশ্ববিদ্যালয়ের (Gujarat University) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানেই তিনি ওই ঘটনা নিয়ে এই মন্তব্য করেন ৷

তিনি আরও জানিয়েছেন, যারা পাথর ছোড়ে, তাদের কোনও ধর্ম হয় না ৷ কিন্তু যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও তো মানবাধিকার আছে ৷ তাই এবার হামলাকারীদের জবাব দেওয়ার সময় চলে এসেছে ৷ নবরাত্রির উৎসবে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তিনি ৷

যদিও এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করা হয়েছে ৷ সেখানে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে ৷ কারণ, অভিযুক্তদের গ্রেফতার করে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে ৷

এক অসরকারি সংস্থার আইনজীবীর মাধ্যমে নোটিশও দেওয়া হয়েছে গুজরাতের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র বিভাগ, পুলিশের ডিজি ও খেড়া জেলার পুলিশ সুপারকে ৷ সেখানে বলা হয়েছে যে ওই পুলিশ কর্মীরা প্রকাশ্যে অভিযুক্তদের মারধর করে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করেছে ৷

আরও পড়ুন : বিয়েতে নারাজ প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বিবাহিত প্রেমিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.