ETV Bharat / bharat

Jignesh Mevani Arrested : অসম পুলিশের হাতে গ্রেফতার গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানি

author img

By

Published : Apr 21, 2022, 9:20 AM IST

Updated : Apr 21, 2022, 10:00 AM IST

বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গুজরাতের জালামপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশের একটি দল (Jignesh Mevani Arrested by Assam Police) ৷ তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয় ৷

Congress MLA Jignesh Mevani
অসম পুলিশের হাতে গ্রেফতার গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানি

আমেদাবাদ, 21 এপ্রিল : গুজরাতের দলিত নেতা এবং কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ (Gujarat Congress MLA Jignesh Mevani arrested by Assam Police) ৷ বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গুজরাতের পালামপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ গ্রেফতারির পর জিগনেশকে আমেদাবাদে নিয়ে গিয়েছে পুলিশ, বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে তাঁকে অসমে নিয়ে যাওয়া হতে পারে ৷ তবে ঠিক কী কারণে এই কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল বিজেপি শাসিত অসমের পুলিশ, তা স্পষ্ট নয় ৷

তাঁর গ্রেফতারি প্রসঙ্গে জিগনেশ জানিয়েছে, গ্রেফতারের আগে পুলিশ নির্দিষ্ট কোনও কারণ তাঁকে দেখায়নি ৷ তবে তাঁর ধারণা, কোনও টুইটের কারণে তাঁকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে ৷ জিগনেশ মেভানি বরাবর বিজেপি বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বলেই পরিচিত ৷ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে টুইটও করেন তিনি ৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই কংগ্রেস বিধায়ক ৷

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

  • आधी रात को @jigneshmevani80 भाई के साथी ने कॉल करके बताया कि असम पुलिस ज़िग्नेश भाई को पालनपुर गुजरात से गिरफ़्तार करके उनको असम ले जा रही है, ना मोबाइल है उनके पास ना ही हमको कोई एफआईआर की कॉपी दी गई है।
    जनता के चुने हुए प्रतिनिधी के साथ ये न्याय? https://t.co/y8VINyift3

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জিগনেশের গ্রেফতারির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস ৷ গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি জগদীশ থাকরের অভিযোগ, আরএসএস এর বিরুদ্ধে টুইট করেছিলেন জিগনেশ মেভানি, সে কারণেই তাঁকে গ্রেফতার করে হয়েছে ৷ এভাবে ভয় দেখিয়ে ও মিথ্যা মামলা দিয়ে বিজেপি প্রতিবাদ বন্ধ করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ জিগনেশের গ্রেফতারির প্রতিবাদ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারও ৷ ৷

আমেদাবাদ, 21 এপ্রিল : গুজরাতের দলিত নেতা এবং কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ (Gujarat Congress MLA Jignesh Mevani arrested by Assam Police) ৷ বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গুজরাতের পালামপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ গ্রেফতারির পর জিগনেশকে আমেদাবাদে নিয়ে গিয়েছে পুলিশ, বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে তাঁকে অসমে নিয়ে যাওয়া হতে পারে ৷ তবে ঠিক কী কারণে এই কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল বিজেপি শাসিত অসমের পুলিশ, তা স্পষ্ট নয় ৷

তাঁর গ্রেফতারি প্রসঙ্গে জিগনেশ জানিয়েছে, গ্রেফতারের আগে পুলিশ নির্দিষ্ট কোনও কারণ তাঁকে দেখায়নি ৷ তবে তাঁর ধারণা, কোনও টুইটের কারণে তাঁকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে ৷ জিগনেশ মেভানি বরাবর বিজেপি বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বলেই পরিচিত ৷ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে টুইটও করেন তিনি ৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই কংগ্রেস বিধায়ক ৷

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

  • आधी रात को @jigneshmevani80 भाई के साथी ने कॉल करके बताया कि असम पुलिस ज़िग्नेश भाई को पालनपुर गुजरात से गिरफ़्तार करके उनको असम ले जा रही है, ना मोबाइल है उनके पास ना ही हमको कोई एफआईआर की कॉपी दी गई है।
    जनता के चुने हुए प्रतिनिधी के साथ ये न्याय? https://t.co/y8VINyift3

    — Kanhaiya Kumar (@kanhaiyakumar) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জিগনেশের গ্রেফতারির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস ৷ গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি জগদীশ থাকরের অভিযোগ, আরএসএস এর বিরুদ্ধে টুইট করেছিলেন জিগনেশ মেভানি, সে কারণেই তাঁকে গ্রেফতার করে হয়েছে ৷ এভাবে ভয় দেখিয়ে ও মিথ্যা মামলা দিয়ে বিজেপি প্রতিবাদ বন্ধ করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ জিগনেশের গ্রেফতারির প্রতিবাদ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারও ৷ ৷

Last Updated : Apr 21, 2022, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.