ETV Bharat / bharat

Gujarat Businessman Kidnapped: দক্ষিণ আফ্রিকায় অপহৃত গুরাতের ব্যবসায়ী, ধৃত অভিযুক্ত 4 পাক নাগরিক

author img

By

Published : Feb 4, 2023, 10:26 PM IST

30 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়েছেন গুজরাতের ব্যবসায়ী ৷ জোহানসবার্গে কেয়ুর মাল্লি নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিল 4 পাক নাগরিক (Indian Businessman Kidnapped in South Africa) ৷

ETV Bharat
কেয়ুর মাল্লি

রাজকোট, 4 ফেব্রুয়ারি: ব্যবসায়িক কাজে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে গিয়েছিলেন গুজরাতের রাজকোটের বাসিন্দা কেয়ুর মাল্লি ৷ এই যুবকের দাবি, জোহানসবার্গ বিমানবন্দর থেকেই তাঁকে অপহরণ করেছিল একদল পাকিস্তানি ৷ পরে 30 লক্ষ টাকা মুক্তি দিয়ে তিনি ছাড়া পেয়েছেন ৷ যুবকের দাবি, তাঁকে ছাড়তে অপহরণকারীরা প্রথমে 1.5 কোটি টাকা চায় ৷ কিন্তু পরে 30 লক্ষ টাকায় রফা হয় ৷ পরে অবশ্য 4 অপহরণকারীকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে (Rajkot Businessman Kidnapped in South Africa) ৷

কেয়ুর মাল্লির দাবি, তাঁকে 4 জন পাকিস্তানি অপহরণ করেছিল ৷ তাঁর কথায়,"আমার বাবা ওই বিপুল অর্থ মুক্তিপণ বাবদ দেওয়ার পর অপহরণকারীরা আমায় ছাড়ে ৷ আমায় বিমানবন্দরে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর দক্ষিণ আফ্রিকার পুলিশ আমার সাহায্যার্থে এগিয়ে এসে এবং আমার স্বাস্থ্য পরীক্ষার পর আমার রাজকোটে ফিরে আসার ব্যবস্থা করা হয় ৷"

ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে কেয়ুর জানিয়েছেন, তিনি আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ৷ কিছু কাঁচামাল আমদানি করার বিষয়ে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ৷ তাঁর দাবি, 20 জানুয়ারি সকালে জোহানসবার্গ বিমানবন্দরে তিনি নামার পরেই তাঁকে অপহরণ করা হয় ৷ অপহরণকারীরা নিজেদের ট্যাক্সি চালক বলে পরিচয় দিয়েছিল ৷ যুবকের বাবা প্রফুল্লভাই মাল্লি জানিয়েছেন, ছেলের থেকে তাঁর অপহৃত হওয়ার খবর জানতে পেরেই তিনি রাজকোট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ রাজকোট পুলিশ দক্ষিণ আফ্রিকা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ পরে ওই 4 অপহরণকারীই গ্রেফতার হয় ৷ তবে মুক্তিপণ বাবাদ দেওয়া ওই 30 লক্ষ টাকা তাঁরা এখনও ফেরত পায়নি বলেই জানিয়েছে মাল্লি পরিবার ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম, 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যটকেরা

অন্যদিকে, রাজকোট পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে এই অপহরণের খবর পাওয়ার পরেই জোহানসবার্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ সেখান থেকে সে দেশের পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ বিষয়টি পরে রাজকোট পুলিশের তরফে বিদেশ মন্ত্রকেও জানান হয় ৷ সেখান থেকে জোহানবার্গে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে কেয়ুর মাল্লিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় ৷

রাজকোট, 4 ফেব্রুয়ারি: ব্যবসায়িক কাজে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে গিয়েছিলেন গুজরাতের রাজকোটের বাসিন্দা কেয়ুর মাল্লি ৷ এই যুবকের দাবি, জোহানসবার্গ বিমানবন্দর থেকেই তাঁকে অপহরণ করেছিল একদল পাকিস্তানি ৷ পরে 30 লক্ষ টাকা মুক্তি দিয়ে তিনি ছাড়া পেয়েছেন ৷ যুবকের দাবি, তাঁকে ছাড়তে অপহরণকারীরা প্রথমে 1.5 কোটি টাকা চায় ৷ কিন্তু পরে 30 লক্ষ টাকায় রফা হয় ৷ পরে অবশ্য 4 অপহরণকারীকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে (Rajkot Businessman Kidnapped in South Africa) ৷

কেয়ুর মাল্লির দাবি, তাঁকে 4 জন পাকিস্তানি অপহরণ করেছিল ৷ তাঁর কথায়,"আমার বাবা ওই বিপুল অর্থ মুক্তিপণ বাবদ দেওয়ার পর অপহরণকারীরা আমায় ছাড়ে ৷ আমায় বিমানবন্দরে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর দক্ষিণ আফ্রিকার পুলিশ আমার সাহায্যার্থে এগিয়ে এসে এবং আমার স্বাস্থ্য পরীক্ষার পর আমার রাজকোটে ফিরে আসার ব্যবস্থা করা হয় ৷"

ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে কেয়ুর জানিয়েছেন, তিনি আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ৷ কিছু কাঁচামাল আমদানি করার বিষয়ে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ৷ তাঁর দাবি, 20 জানুয়ারি সকালে জোহানসবার্গ বিমানবন্দরে তিনি নামার পরেই তাঁকে অপহরণ করা হয় ৷ অপহরণকারীরা নিজেদের ট্যাক্সি চালক বলে পরিচয় দিয়েছিল ৷ যুবকের বাবা প্রফুল্লভাই মাল্লি জানিয়েছেন, ছেলের থেকে তাঁর অপহৃত হওয়ার খবর জানতে পেরেই তিনি রাজকোট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷ রাজকোট পুলিশ দক্ষিণ আফ্রিকা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ পরে ওই 4 অপহরণকারীই গ্রেফতার হয় ৷ তবে মুক্তিপণ বাবাদ দেওয়া ওই 30 লক্ষ টাকা তাঁরা এখনও ফেরত পায়নি বলেই জানিয়েছে মাল্লি পরিবার ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উত্তাল সিকিম, 48 ঘণ্টার ধর্মঘটে বিপাকে পর্যটকেরা

অন্যদিকে, রাজকোট পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে এই অপহরণের খবর পাওয়ার পরেই জোহানসবার্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ সেখান থেকে সে দেশের পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ বিষয়টি পরে রাজকোট পুলিশের তরফে বিদেশ মন্ত্রকেও জানান হয় ৷ সেখান থেকে জোহানবার্গে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে কেয়ুর মাল্লিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.