ETV Bharat / bharat

PM Modi to Visit Morbi: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি - suspension bridge collapse in Gujarat

গুজরাতের সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) পর মোরবিতে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Morbi)৷ আগামিকাল, মঙ্গলবার তিনি সেখানে যাবেন বলে জানা গিয়েছে (PM Modi to visit Morbi)৷

Gujarat Bridge Disaster: PM Modi to visit Morbi tomorrow
মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি
author img

By

Published : Oct 31, 2022, 3:03 PM IST

Updated : Oct 31, 2022, 3:20 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Morbi)৷ আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সেখানে যাবেন তিনি (PM Modi to visit Morbi)৷ রবিবার সন্ধেয় মোরবি জেলার মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ চলছে উদ্ধারকাজ ৷

এর আগে, আজ প্রধানমন্ত্রী মোদি গুজরাতের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি । শোকের এই মুহূর্তে সরকার প্রতিটি মুহূর্তে শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে । গুজরাত সরকার গতকাল থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে । কেন্দ্রও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । রাজ্য সরকারকে সমস্ত সাহায্য করা হচ্ছে ৷" কেভাদিয়ার একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইটে জানানো হয়েছে যে, গুজরাত সফরে থাকা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন ৷ মোদি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন ৷ প্রধানমন্ত্রীর দফতর এ কথা জানিয়েছে ৷

বিজেপির সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সোমবার আহমেদাবাদে মোদির যে রোড শো হওয়ার কথা ছিল, এই দুর্ঘটনার পরে তা বাতিল করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আহমেদাবাদে বেশ কয়েকটি রেল প্রকল্প চালু করার অনুষ্ঠানে যোগ দেবেন ৷

নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Morbi)৷ আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সেখানে যাবেন তিনি (PM Modi to visit Morbi)৷ রবিবার সন্ধেয় মোরবি জেলার মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ চলছে উদ্ধারকাজ ৷

এর আগে, আজ প্রধানমন্ত্রী মোদি গুজরাতের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি । শোকের এই মুহূর্তে সরকার প্রতিটি মুহূর্তে শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে । গুজরাত সরকার গতকাল থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে । কেন্দ্রও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । রাজ্য সরকারকে সমস্ত সাহায্য করা হচ্ছে ৷" কেভাদিয়ার একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইটে জানানো হয়েছে যে, গুজরাত সফরে থাকা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন ৷ মোদি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন ৷ প্রধানমন্ত্রীর দফতর এ কথা জানিয়েছে ৷

বিজেপির সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সোমবার আহমেদাবাদে মোদির যে রোড শো হওয়ার কথা ছিল, এই দুর্ঘটনার পরে তা বাতিল করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আহমেদাবাদে বেশ কয়েকটি রেল প্রকল্প চালু করার অনুষ্ঠানে যোগ দেবেন ৷

Last Updated : Oct 31, 2022, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.