ETV Bharat / bharat

Gujarat Bridge Collapse: মোরবি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, দুর্গত পরিবারগুলির সংস্পর্শে থাকার নির্দেশ প্রশাসনকে - মোরবির সেতু দুর্ঘটনা

মোরবির দুর্ঘটনা (Gujarat Bridge Collapse) নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ দুর্ঘটনায় দুর্গত পরিবারগুলির সংস্পর্শে থাকার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷

Gujarat Bridge Collapse: PM Modi chairs high level meeting, says authorities must stay in touch with affected families
মোরবির দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, দুর্গত পরিবারগুলির সংস্পর্শে থাকার নির্দেশ প্রশাসনকে
author img

By

Published : Nov 1, 2022, 7:53 PM IST

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: মোরবির সেতু দুর্ঘটনার (Gujarat Bridge Collapse) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে হল উচ্চ পর্যায়ের বৈঠক ৷ প্রতিনিয়ত কর্তৃপক্ষের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে বলে জানান মোদি ৷ তিনি বলেন, এই দুঃখের সময়ে তাঁদের সম্ভাব্য সব ধরনের সাহায্য নিশ্চিত করতে হবে ।

প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের দেওয়া সহায়তা সম্পর্কে অবহিত করেছেন । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, একটি বিশদ এবং বিস্তৃত তদন্ত করা এই সময়ে সবচেয়ে প্রয়োজন, যা এই দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক তুলে ধরবে । তিনি আরও বলেন যে, তদন্ত থেকে যে শিক্ষাগুলি মিলবে, তা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে ।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, মন্ত্রী ব্রিজেশ মের্জা, গুজরাতের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, স্থানীয় কালেক্টর, পুলিশ সুপার, পুলিশের মহাপরিদর্শক, বিধায়ক ও সাংসদ এবং অন্যান্য আধিকারিকরা ।

  • Went to Morbi, which witnessed the horrific bridge mishap. Met the bereaved families and extended condolences. I visited the site of the tragedy and went to the hospital where the injured are recovering. Also met those involved in rescue ops and chaired a review meeting. pic.twitter.com/hAZnJFIHh8

    — Narendra Modi (@narendramodi) November 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, মোরবি পৌঁছে প্রধানমন্ত্রী সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি মোরবি সিভিল হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে ৷ তিনি উদ্ধার ও ত্রাণকর্মী সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাহসিকতার প্রশংসা করেন ।

আরও পড়ুন: PM Modi Visits Morbi: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে

রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান ।

সোমবারও প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: মোরবির সেতু দুর্ঘটনার (Gujarat Bridge Collapse) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে হল উচ্চ পর্যায়ের বৈঠক ৷ প্রতিনিয়ত কর্তৃপক্ষের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে বলে জানান মোদি ৷ তিনি বলেন, এই দুঃখের সময়ে তাঁদের সম্ভাব্য সব ধরনের সাহায্য নিশ্চিত করতে হবে ।

প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের দেওয়া সহায়তা সম্পর্কে অবহিত করেছেন । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, একটি বিশদ এবং বিস্তৃত তদন্ত করা এই সময়ে সবচেয়ে প্রয়োজন, যা এই দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক তুলে ধরবে । তিনি আরও বলেন যে, তদন্ত থেকে যে শিক্ষাগুলি মিলবে, তা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে ।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, মন্ত্রী ব্রিজেশ মের্জা, গুজরাতের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, স্থানীয় কালেক্টর, পুলিশ সুপার, পুলিশের মহাপরিদর্শক, বিধায়ক ও সাংসদ এবং অন্যান্য আধিকারিকরা ।

  • Went to Morbi, which witnessed the horrific bridge mishap. Met the bereaved families and extended condolences. I visited the site of the tragedy and went to the hospital where the injured are recovering. Also met those involved in rescue ops and chaired a review meeting. pic.twitter.com/hAZnJFIHh8

    — Narendra Modi (@narendramodi) November 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, মোরবি পৌঁছে প্রধানমন্ত্রী সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি মোরবি সিভিল হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে ৷ তিনি উদ্ধার ও ত্রাণকর্মী সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাহসিকতার প্রশংসা করেন ।

আরও পড়ুন: PM Modi Visits Morbi: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে

রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান ।

সোমবারও প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.