মোরবি (গুজরাত), 1 নভেম্বর: মোরবির সেতু দুর্ঘটনার (Gujarat Bridge Collapse) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে হল উচ্চ পর্যায়ের বৈঠক ৷ প্রতিনিয়ত কর্তৃপক্ষের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে বলে জানান মোদি ৷ তিনি বলেন, এই দুঃখের সময়ে তাঁদের সম্ভাব্য সব ধরনের সাহায্য নিশ্চিত করতে হবে ।
প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের দেওয়া সহায়তা সম্পর্কে অবহিত করেছেন । প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, একটি বিশদ এবং বিস্তৃত তদন্ত করা এই সময়ে সবচেয়ে প্রয়োজন, যা এই দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক তুলে ধরবে । তিনি আরও বলেন যে, তদন্ত থেকে যে শিক্ষাগুলি মিলবে, তা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে ।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, মন্ত্রী ব্রিজেশ মের্জা, গুজরাতের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, স্থানীয় কালেক্টর, পুলিশ সুপার, পুলিশের মহাপরিদর্শক, বিধায়ক ও সাংসদ এবং অন্যান্য আধিকারিকরা ।
-
Went to Morbi, which witnessed the horrific bridge mishap. Met the bereaved families and extended condolences. I visited the site of the tragedy and went to the hospital where the injured are recovering. Also met those involved in rescue ops and chaired a review meeting. pic.twitter.com/hAZnJFIHh8
— Narendra Modi (@narendramodi) November 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Went to Morbi, which witnessed the horrific bridge mishap. Met the bereaved families and extended condolences. I visited the site of the tragedy and went to the hospital where the injured are recovering. Also met those involved in rescue ops and chaired a review meeting. pic.twitter.com/hAZnJFIHh8
— Narendra Modi (@narendramodi) November 1, 2022Went to Morbi, which witnessed the horrific bridge mishap. Met the bereaved families and extended condolences. I visited the site of the tragedy and went to the hospital where the injured are recovering. Also met those involved in rescue ops and chaired a review meeting. pic.twitter.com/hAZnJFIHh8
— Narendra Modi (@narendramodi) November 1, 2022
এর আগে, মোরবি পৌঁছে প্রধানমন্ত্রী সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি মোরবি সিভিল হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে ৷ তিনি উদ্ধার ও ত্রাণকর্মী সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাহসিকতার প্রশংসা করেন ।
আরও পড়ুন: PM Modi Visits Morbi: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে
রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান ।
সোমবারও প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷