ETV Bharat / bharat

PM Modi Visits Morbi: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে - মোরবির সেতু দুর্ঘটনা

হাসপাতালে (Morbi hospital) গিয়ে মোরবির সেতু দুর্ঘটনায় (Gujarat Bridge collapse) আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ এরপর তিনি যান মোরবির পুলিশ সুপারের অফিসে ৷

Gujarat Bridge collapse: After meeting survivors at Morbi hospital, PM Modi reaches SP office
মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি-র অফিসে
author img

By

Published : Nov 1, 2022, 5:56 PM IST

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়স্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে দেখা করলেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে ৷ এ ছাড়াও উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat Bridge collapse) ৷

রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান । আজ সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সিভিল হাসপাতালে (Morbi hospital) গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি ৷ এরপর মোরবির পুলিশ সুপারের অফিসে যান তিনি (PM Modi visits Morbi bridge collapse site)৷

সোমবারই প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ট্র্যাজেডি সম্পর্কিত সব দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । ক্ষতিগ্রস্তরা যাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পান, তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী ৷ ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

গুজরাত সরকার সেতু ধসের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে । মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় ওরেভার কর্মকর্তা, ব্রিজ সংস্কারকারী সংস্থা, টিকিট বিক্রেতা এবং নিরাপত্তাকর্মী-সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে ।

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়স্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে দেখা করলেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে ৷ এ ছাড়াও উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat Bridge collapse) ৷

রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান । আজ সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সিভিল হাসপাতালে (Morbi hospital) গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি ৷ এরপর মোরবির পুলিশ সুপারের অফিসে যান তিনি (PM Modi visits Morbi bridge collapse site)৷

সোমবারই প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ট্র্যাজেডি সম্পর্কিত সব দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । ক্ষতিগ্রস্তরা যাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পান, তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী ৷ ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷

আরও পড়ুন: সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

গুজরাত সরকার সেতু ধসের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে । মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় ওরেভার কর্মকর্তা, ব্রিজ সংস্কারকারী সংস্থা, টিকিট বিক্রেতা এবং নিরাপত্তাকর্মী-সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.