ETV Bharat / bharat

Gujarat Assembly Elections: বরাবর এই আসনের প্রার্থীরা বড় পদ পেয়েছেন সরকারে, হয়েছেন প্রধানমন্ত্রীও - গুজরাত বিধানসভা নির্বাচন

এগিয়ে আসছে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections) দিন । আর যত দিন যাচ্ছে ততই পদলাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যের রাজনৈতিক পরিবেশ ৷ দলত্যাগ ও পদত্যাগের মরশুম চলছে পুরোদমে । তবে সৌরাষ্ট্রের সবচেয়ে আলোচিত আসন রাজকোট 69 । যেখান থেকে (PM Narendra Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । এই আসনের ইতিহাস বরাবর বিজেপির পক্ষে । কিন্তু এ বার ত্রিপাক্ষিক যুদ্ধের অবস্থা ম্যারাথন দৌড়ের প্রতিযোগীদের মতো । একটি বিশেষ প্রতিবেদন ৷

gujarat-assembly-electios-a-seat-from-which-candidate-got-the-post-from-minister-to-pm
Modi gifted Himachal, Gujarat artefacts to world leaders at G20 Summit
author img

By

Published : Nov 17, 2022, 1:12 PM IST

রাজকোট (গুজরাত), 17 নভেম্বর: গুজরাতের রাজনীতিতে (Gujarat Assembly Elections) রাজকোট হল 69 তম আসন যা বিজেপির জন্য সবচেয়ে নিরাপদ ৷ এই আসনের প্রতি গেরুয়া শিবিরে আস্থা সর্বাধিক ৷ এই আসনে রয়েছে মোট ছয়টি ওয়ার্ড । আসনটি রাজকোট পশ্চিম আসন নামেও পরিচিত । এ বার এই আসন থেকে এক মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি । ডা. দর্শিতা শাহ । তিনি রাজকোটেরই বাসিন্দা ৷ মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন । আর পতিদার পক্ষের কথা মাথায় রেখে এই আসনে মনসুখ কালারিয়াকে প্রার্থী করেছে কংগ্রেস । এ আসনের ইতিহাস থেকে বলা যায়, এই অঞ্চলের মানুষ জাতি-ধর্ম-বর্ণকে পাশে রেখে ক্ষমতায় থাকা দলের উপরই আস্থা রাখতে অভ্যস্ত ৷ শুধু তাই নয়, এই আসনে জয়ী প্রার্থী বরাবর সরকারে বড় পদ পেয়েছেন, এমনকী হয়েছেন প্রধানমন্ত্রীও (Narendra Modi)৷

সৌরাষ্ট্রের রাজনৈতিক চিত্রের দিকে তাকালে দেখা যাবে, এ বার ভোটযুদ্ধ থেকে ছিটকে পড়েছেন বেশ কয়েকজন শক্তিশালী নেতা । কোনও শীর্ষ নেতা ক্ষমতার লড়াইয়ে নেই । এখন যদি মানুষের মেজাজ বদলায়, তবে এ বার এই আসনে নতুন ছবি দেখা যেতে পারে । অন্যদিকে, ভাজুভাই এই আসনে তাঁর কাছের একজনের টিকিটের জন্য আবেদন করেছিলেন । যাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেছিল বিজয় রূপানি গোষ্ঠী ৷ সেই বিষয়টিও এ বারের ভোটে প্রভাব ফেলতে পারে ৷ কিন্তু বাস্তব হল, এই দুই নেতা রাজনৈতিক মঞ্চে একে অপরের সামনে হাসিমুখ রাখলেও ভেতরে ভেতরে ফাটল ধরেছে । এখন এই ফাটল বড় হবে নাকি নতুন অধ্যায় লেখা হবে, সেটা জনগণই ঠিক করবে ।

অরবিন্দ মানিয়ার, প্রয়াত চিমন শুক্লা, এরপর ভাজুভাই ভালা, বিজয় রূপানি গত দুই মেয়াদে রাজকোট শহরের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ার রেকর্ড তৈরি করেছেন । রাজকোট থেকেই রাজনীতির রণাঙ্গনে প্রবেশ করেন নরেন্দ্র মোদি, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন । সেই সময়ে ভাজুভাই তাঁর আসনটি ছেড়ে দিয়েছিলেন এবং নরেন্দ্র মোদি সেই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রথমবারের মতো বিধানসভার দরজায় পৌঁছেছিলেন । এই আসনে জাতপাতের প্রচারকারী দলের শক্তি বেশি । সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় হল, এই আসনে যিনি জয়ী হয়েছেন বরাবর তিনি পেয়েছেন সরকারের বড় পদ । শুধু তাই নয়, উল্লেখযোগ্য পদের পাশাপাশি মিলেছে অনেক বড় মর্যাদা, যেমন রূপানি ও ভালা ।

gujarat-assembly-electios-a-seat-from-which-candidate-got-the-post-from-minister-to-pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন: কেউ ল্যাম্বরগিনি, কারও প্রতিবাদ গরুর গাড়িতে; গুজরাতে রঙিন বিধানসভা নির্বাচন

এই আসনে কংগ্রেসের আসনে দাঁড়ানো মনসুখ কালারিয়া একজন ভালো কর্পোরেটর । একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে তাঁর ভাবমূর্তি রয়েছে । তবে গোটা আসনে বিজেপির সমর্থকই বেশি বলে জানা যায় । এখন যদি জনগণের মেজাজ পরিবর্তন হয় এবং মুদ্রাস্ফীতি, শিক্ষা, পরিকাঠামো ও যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, তাহলে চিত্রটি উলটে যেতে পারে । তবে টানা দুই বছর পৌরনিগমে নির্বাচিত হয়েছেন ডা. দর্শিতা শাহ । পশ্চিমে ব্রাহ্মণ, লোহানা, জৈন, প্যাটেল, প্রজাপতি, সোনি এবং ক্ষত্রিয়দের পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি । ডা. দর্শিতা শাহও জৈন পরিবার থেকে এসেছেন । যদিও রূপানিও জৈন সম্প্রদায়ের । এই ইস্যুও যদি এই আসনে প্রভাব ফেলে তাহলে বোঝা যাবে বিজেপি বুস্টার ডোজ পেয়েছে ।

আমাদের রাজ্যেও এমন নজির রয়েছে ৷ যেমন মেদিনীপুর আসন ৷ যেখানে এখন বিধায়ক তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া ৷ এই আসনও দু-একবারের ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই আস্থা রেখেছে শাসক দলের প্রার্থীর প্রতি ৷ এই আসনে যে দল জয়ী হয়েছে, তারাই সরকার গড়েছে ৷ তেমনই দীর্ঘ সময় ধরে খড়দহ বিধানসভা আসন মানেই সেটা ছিল রাজ্যের অর্থমন্ত্রীর আসন ৷ বামেদের আমলে অসীম দাশগুপ্ত, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে অমিত মিত্র ৷ তবে বর্তমানে সেখানে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি পরিষদীয় দফতরের দায়িত্বে ৷ গুজরাতের রাজকোট আসনটিও এমনই একটি বিশেষ আসন ৷ প্রথা মেনে এ বারও শাসকদের প্রতিই এই আসনের ভোটাররা আস্থা রাখে কি না, এবং জয়ী প্রার্থী সরকারের বড় পদ পান কি না তার উত্তর দেবে সময় ৷

রাজকোট (গুজরাত), 17 নভেম্বর: গুজরাতের রাজনীতিতে (Gujarat Assembly Elections) রাজকোট হল 69 তম আসন যা বিজেপির জন্য সবচেয়ে নিরাপদ ৷ এই আসনের প্রতি গেরুয়া শিবিরে আস্থা সর্বাধিক ৷ এই আসনে রয়েছে মোট ছয়টি ওয়ার্ড । আসনটি রাজকোট পশ্চিম আসন নামেও পরিচিত । এ বার এই আসন থেকে এক মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি । ডা. দর্শিতা শাহ । তিনি রাজকোটেরই বাসিন্দা ৷ মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন । আর পতিদার পক্ষের কথা মাথায় রেখে এই আসনে মনসুখ কালারিয়াকে প্রার্থী করেছে কংগ্রেস । এ আসনের ইতিহাস থেকে বলা যায়, এই অঞ্চলের মানুষ জাতি-ধর্ম-বর্ণকে পাশে রেখে ক্ষমতায় থাকা দলের উপরই আস্থা রাখতে অভ্যস্ত ৷ শুধু তাই নয়, এই আসনে জয়ী প্রার্থী বরাবর সরকারে বড় পদ পেয়েছেন, এমনকী হয়েছেন প্রধানমন্ত্রীও (Narendra Modi)৷

সৌরাষ্ট্রের রাজনৈতিক চিত্রের দিকে তাকালে দেখা যাবে, এ বার ভোটযুদ্ধ থেকে ছিটকে পড়েছেন বেশ কয়েকজন শক্তিশালী নেতা । কোনও শীর্ষ নেতা ক্ষমতার লড়াইয়ে নেই । এখন যদি মানুষের মেজাজ বদলায়, তবে এ বার এই আসনে নতুন ছবি দেখা যেতে পারে । অন্যদিকে, ভাজুভাই এই আসনে তাঁর কাছের একজনের টিকিটের জন্য আবেদন করেছিলেন । যাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেছিল বিজয় রূপানি গোষ্ঠী ৷ সেই বিষয়টিও এ বারের ভোটে প্রভাব ফেলতে পারে ৷ কিন্তু বাস্তব হল, এই দুই নেতা রাজনৈতিক মঞ্চে একে অপরের সামনে হাসিমুখ রাখলেও ভেতরে ভেতরে ফাটল ধরেছে । এখন এই ফাটল বড় হবে নাকি নতুন অধ্যায় লেখা হবে, সেটা জনগণই ঠিক করবে ।

অরবিন্দ মানিয়ার, প্রয়াত চিমন শুক্লা, এরপর ভাজুভাই ভালা, বিজয় রূপানি গত দুই মেয়াদে রাজকোট শহরের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ার রেকর্ড তৈরি করেছেন । রাজকোট থেকেই রাজনীতির রণাঙ্গনে প্রবেশ করেন নরেন্দ্র মোদি, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন । সেই সময়ে ভাজুভাই তাঁর আসনটি ছেড়ে দিয়েছিলেন এবং নরেন্দ্র মোদি সেই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রথমবারের মতো বিধানসভার দরজায় পৌঁছেছিলেন । এই আসনে জাতপাতের প্রচারকারী দলের শক্তি বেশি । সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় হল, এই আসনে যিনি জয়ী হয়েছেন বরাবর তিনি পেয়েছেন সরকারের বড় পদ । শুধু তাই নয়, উল্লেখযোগ্য পদের পাশাপাশি মিলেছে অনেক বড় মর্যাদা, যেমন রূপানি ও ভালা ।

gujarat-assembly-electios-a-seat-from-which-candidate-got-the-post-from-minister-to-pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন: কেউ ল্যাম্বরগিনি, কারও প্রতিবাদ গরুর গাড়িতে; গুজরাতে রঙিন বিধানসভা নির্বাচন

এই আসনে কংগ্রেসের আসনে দাঁড়ানো মনসুখ কালারিয়া একজন ভালো কর্পোরেটর । একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে তাঁর ভাবমূর্তি রয়েছে । তবে গোটা আসনে বিজেপির সমর্থকই বেশি বলে জানা যায় । এখন যদি জনগণের মেজাজ পরিবর্তন হয় এবং মুদ্রাস্ফীতি, শিক্ষা, পরিকাঠামো ও যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, তাহলে চিত্রটি উলটে যেতে পারে । তবে টানা দুই বছর পৌরনিগমে নির্বাচিত হয়েছেন ডা. দর্শিতা শাহ । পশ্চিমে ব্রাহ্মণ, লোহানা, জৈন, প্যাটেল, প্রজাপতি, সোনি এবং ক্ষত্রিয়দের পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি । ডা. দর্শিতা শাহও জৈন পরিবার থেকে এসেছেন । যদিও রূপানিও জৈন সম্প্রদায়ের । এই ইস্যুও যদি এই আসনে প্রভাব ফেলে তাহলে বোঝা যাবে বিজেপি বুস্টার ডোজ পেয়েছে ।

আমাদের রাজ্যেও এমন নজির রয়েছে ৷ যেমন মেদিনীপুর আসন ৷ যেখানে এখন বিধায়ক তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া ৷ এই আসনও দু-একবারের ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই আস্থা রেখেছে শাসক দলের প্রার্থীর প্রতি ৷ এই আসনে যে দল জয়ী হয়েছে, তারাই সরকার গড়েছে ৷ তেমনই দীর্ঘ সময় ধরে খড়দহ বিধানসভা আসন মানেই সেটা ছিল রাজ্যের অর্থমন্ত্রীর আসন ৷ বামেদের আমলে অসীম দাশগুপ্ত, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে অমিত মিত্র ৷ তবে বর্তমানে সেখানে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি পরিষদীয় দফতরের দায়িত্বে ৷ গুজরাতের রাজকোট আসনটিও এমনই একটি বিশেষ আসন ৷ প্রথা মেনে এ বারও শাসকদের প্রতিই এই আসনের ভোটাররা আস্থা রাখে কি না, এবং জয়ী প্রার্থী সরকারের বড় পদ পান কি না তার উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.