ETV Bharat / bharat

Gujarat Assembly Election: সুরাতে নির্বাচনী সভায় আপ-বিজেপি সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর - Vehicle Vandalism

সুরাতের সরথানা এলাকায় বিজেপি ও আপের মধ্যে সংঘর্ষ (Stone Pelting and Vehicle Vandalism by AAP and BJP) ৷ দু’পক্ষের সংঘর্ষে একে অপরকে পাথর ছোড়ার অভিযোগ ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ পাশাপাশি, একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে (Gujarat Assembly Election) ৷

Gujarat Assembly Election Stone Pelting and Vehicle Vandalism Between AAP and BJP in Surat
Gujarat Assembly Election Stone Pelting and Vehicle Vandalism Between AAP and BJP in Surat
author img

By

Published : Nov 20, 2022, 10:47 AM IST

সুরাত, 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনকে (Gujarat Assembly Election) ঘিরে উত্তপ্ত সুরাতের সরথানা এলাকা ৷ নির্বাচনী প্রচার সভা চলাকালীন আপ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক মারামারির অভিযোগ উঠেছে শনিবার রাতে। এই ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধে ইটবৃষ্টি ও আশেপাশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে (Stone Pelting and Vehicle Vandalism by AAP and BJP) ৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

জানা গিয়েছে, সারথানা এলাকার কিরণচকে আম আদমি পার্টির সভা চলাকালীন চেয়ার ছোড়া হয় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই আপের সভা থেকে কাছেই থাকা বিজেপির পার্টি অফিসে পাথর ছোড়া হয় ৷ অভিযোগ সভা শেষ হওয়ার পর বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় আপের কর্মী সমর্থকরা ৷ তার পরেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে আপ ও বিজেপি কর্মীরা ৷ যে ঘটনায় এক বিজেপি নেতার মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দু’পক্ষ ৷ তবে, শুধু আপ ও বিজেপি কর্মীরা নন ৷ পথচলতি সাধারণ মানুষও এই মারপিটের শিকার হন ৷ বেশ কয়েকজন পথচারী পাথর লেগে আহত হয়েছেন বলে খবর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, স্থানীয় পুলিশ ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ৷ পুলিশ ও আধাসেনা ঘটনাস্থলে পৌঁছাতেই দু’পক্ষের লোকজন সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল ৷

সুরাত, 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনকে (Gujarat Assembly Election) ঘিরে উত্তপ্ত সুরাতের সরথানা এলাকা ৷ নির্বাচনী প্রচার সভা চলাকালীন আপ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক মারামারির অভিযোগ উঠেছে শনিবার রাতে। এই ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধে ইটবৃষ্টি ও আশেপাশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে (Stone Pelting and Vehicle Vandalism by AAP and BJP) ৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

জানা গিয়েছে, সারথানা এলাকার কিরণচকে আম আদমি পার্টির সভা চলাকালীন চেয়ার ছোড়া হয় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই আপের সভা থেকে কাছেই থাকা বিজেপির পার্টি অফিসে পাথর ছোড়া হয় ৷ অভিযোগ সভা শেষ হওয়ার পর বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় আপের কর্মী সমর্থকরা ৷ তার পরেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে আপ ও বিজেপি কর্মীরা ৷ যে ঘটনায় এক বিজেপি নেতার মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দু’পক্ষ ৷ তবে, শুধু আপ ও বিজেপি কর্মীরা নন ৷ পথচলতি সাধারণ মানুষও এই মারপিটের শিকার হন ৷ বেশ কয়েকজন পথচারী পাথর লেগে আহত হয়েছেন বলে খবর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, স্থানীয় পুলিশ ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ৷ পুলিশ ও আধাসেনা ঘটনাস্থলে পৌঁছাতেই দু’পক্ষের লোকজন সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.