ETV Bharat / bharat

Bhupendra Patel: গুজরাতে 81 শতাংশ ভোট নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রিত্বের পথে বিজেপির ভূপেন্দ্র - অমিত শাহ

বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের গণনা চলছে (Gujarat Assembly Election Result 2022) ৷ দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ের পথে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও (Gujarat CM Bhupendra Patel) জিতলেন বড় ব্যবধানে ৷

Gujarat Assembly Election Result 2022 Bhupendra Patel soaring with 81 percent votes staring at another term as CM
Bhupendra Patel: গুজরাতে 81 শতাংশ ভোট নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রিত্বের পথে বিজেপির ভূপেন্দ্র
author img

By

Published : Dec 8, 2022, 12:18 PM IST

Updated : Dec 8, 2022, 1:16 PM IST

ঘাটলোড়িয়া (গুজরাত), 8 ডিসেম্বর: গুজরাতের গেরুয়া ঝড়ে (Gujarat Assembly Election Result 2022) বিপক্ষকে সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel) ৷ ওই রাজ্যের ঘাটলোড়িয়া কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী ভূপেন্দ্র জিতলেন প্রদত্ত ভোটের 81 শতাংশ পেয়ে ৷ প্রতিপক্ষে থাকা কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 10 শতাংশেরও কম ৷

সকাল 11টা পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী কংগ্রেসের (Congress) প্রার্থী ড. আমি ইয়াজনিক 6 হাজার 71 ভোট পেয়েছেন ৷ ওই কেন্দ্রে আম আদমি পার্টির (AAP) প্রার্থী বিজয় প্যাটেল ৷ তিনি 4 হাজার 167টি ভোট পেয়েছেন ৷

2017 সালে যখন বিজেপি গুজরাতের ভোটে জেতে, সেই সময় অবশ্য মুখ্যমন্ত্রী ছিলেন না ভূপেন্দ্র প্যাটেল ৷ মাঝপথে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ এবারের ভোটের প্রচারে তাঁকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এবার সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

2017 সালে প্রথমবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন ৷ সেবার তাঁর প্রাপ্ত ভোট ছিল প্রায় 73 শতাংশ ৷ পাঁচ বছর পর সেই ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিলেন ভূপেন্দ্র প্যাটেল ৷

গুজরাতে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনিই বিজেপির একমাত্র নেতা যিনি মুখ্যমন্ত্রী হিসেবে ভোটের লড়াইয়ে নেমে পদ ধরে রাখতে পেরেছিলেন একাধিকবার ৷ তার পর 2017 সালে বিজয় রূপানী সেই নজির গড়েন ৷ মাঝপথে তাঁকে সরিয়ে বসানো হয় ভূপেন্দ্রকে ৷ তিনিও মুখ্যমন্ত্রী হিসেবে সরকারে ফেরার নজির গড়লেন ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বামশাসনের ছায়া গুজরাতে ? কী বলছে রাজনৈতিক অতীত

ঘাটলোড়িয়া (গুজরাত), 8 ডিসেম্বর: গুজরাতের গেরুয়া ঝড়ে (Gujarat Assembly Election Result 2022) বিপক্ষকে সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel) ৷ ওই রাজ্যের ঘাটলোড়িয়া কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী ভূপেন্দ্র জিতলেন প্রদত্ত ভোটের 81 শতাংশ পেয়ে ৷ প্রতিপক্ষে থাকা কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 10 শতাংশেরও কম ৷

সকাল 11টা পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী কংগ্রেসের (Congress) প্রার্থী ড. আমি ইয়াজনিক 6 হাজার 71 ভোট পেয়েছেন ৷ ওই কেন্দ্রে আম আদমি পার্টির (AAP) প্রার্থী বিজয় প্যাটেল ৷ তিনি 4 হাজার 167টি ভোট পেয়েছেন ৷

2017 সালে যখন বিজেপি গুজরাতের ভোটে জেতে, সেই সময় অবশ্য মুখ্যমন্ত্রী ছিলেন না ভূপেন্দ্র প্যাটেল ৷ মাঝপথে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ এবারের ভোটের প্রচারে তাঁকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এবার সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

2017 সালে প্রথমবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন ৷ সেবার তাঁর প্রাপ্ত ভোট ছিল প্রায় 73 শতাংশ ৷ পাঁচ বছর পর সেই ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিলেন ভূপেন্দ্র প্যাটেল ৷

গুজরাতে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনিই বিজেপির একমাত্র নেতা যিনি মুখ্যমন্ত্রী হিসেবে ভোটের লড়াইয়ে নেমে পদ ধরে রাখতে পেরেছিলেন একাধিকবার ৷ তার পর 2017 সালে বিজয় রূপানী সেই নজির গড়েন ৷ মাঝপথে তাঁকে সরিয়ে বসানো হয় ভূপেন্দ্রকে ৷ তিনিও মুখ্যমন্ত্রী হিসেবে সরকারে ফেরার নজির গড়লেন ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বামশাসনের ছায়া গুজরাতে ? কী বলছে রাজনৈতিক অতীত

Last Updated : Dec 8, 2022, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.