ETV Bharat / bharat

Gujarat Election 2022: লড়াইয়ে বিজেপি-আপ-কংগ্রেস, গুজরাতে প্রথম দফার ভোট শুরু সকাল 8টায় - 1 December Gujarat Election Phase 1

মোদি-রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন ৷ 19টি জেলার 89টি কেন্দ্রে 788 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 2 কোটিরও বেশি মানুষ ৷ ভোটদান শুরু সকাল 8টা থেকে (Gujarat Assembly Election 2022 Phase 1) ৷

Gujarat Election
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 7:32 AM IST

Updated : Dec 1, 2022, 9:02 AM IST

গান্ধিনগর, 1 ডিসেম্বর: মোদি-রাজ্যে প্রথম দফার নির্বাচন আজ ৷ 2022 সালের নির্বাচনে সৌরাষ্ট্রের দখল পেতে বিজেপি, কংগ্রেস, আপ- সব রাজনৈতিক দলই তুলকালাম প্রচার চালিয়েছে৷ মঙ্গলবার বিকেল 5টায় নির্বাচনী প্রচার মিটেছে ৷

বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে ভোটদান, শেষ বিকেল 5টায় ৷ রাজ্যের দক্ষিণভাগে এবং সৌরাষ্ট্র-কুচের 19টি জেলার 89টি আসনে প্রথম দফার নির্বাচন ৷ 14 হাজার 382টি বুথ, জানিয়েছে প্রধান নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer, CEO) ৷ বাইশে কে বসবে মসনদে ? ঠিক করবে 2 কোটিরও বেশি ভোটার (Gujarat Election in Saurashtra, Kutch, Southern Part) ৷

বিজেপি, কংগ্রেস, আপ ছাড়াও 37টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে ৷ তাই সৌরাষ্ট্র দখলের লড়াইয়ে 39টি রাজনৈতিক দলের 788 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ এর মধ্যে 718 জন পুরুষ ও 70 জন মহিলা প্রার্থী ৷

গত 27 বছর ধরে গুজরাতের মসনদে গেরুয়া পতাকা উড়ছে৷ কংগ্রেস দ্বিতীয় স্থানে টিকে থাকতে মরিয়া লড়াই চালাচ্ছে৷ অরবিন্দ কেজরিওয়ালের আপ এই দুই প্রধান দলের মাঝে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে ঢুকে পড়েছে৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷

জামনগর উত্তর (Jamnagar North, Jamnagar)

বিজেপি - রিভবা জাদেজা (ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী)

কংগ্রেস - বীপেন্দ্রিসিং জাদেজা

আপ - কর্সন কারমুর

2017 সালের নির্বাচনে বিজেপি বিধায়ক ধর্মেন্দ্রিসিং মেরুভা কংগ্রেসের আহির জীবনভাই কারুভাই কুম্ভারভাদিয়াকে পরাজিত করে এই কেন্দ্রটি দখল করেন ৷ কিন্তু এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না ৷

আরও পড়ুন: 93-এও অটুট মনোবল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাতের প্রবীণতম প্রার্থী

মোরবি

30 অক্টোবর মোরবি সেতু ভেঙে পড়ে ৷ মৃত্যু হয় কমপক্ষে 134 জনের ৷ তারপর থেকে এই কেন্দ্রটিকে চেনেন না দেশে এমন মানুষ পাওয়া ভার৷ কেন্দ্রটির বিধায়ক মন্ত্রী ব্রিজেশ মেরজা৷

বিজেপি - কান্তিলাল আমৃত্যুয়া

কংগ্রেস - জয়ন্তীলাল জেরাভাই প্যাটেল

আপ - পঙ্কজ রনসারিয়া

মোরবি সেতুর রক্ষণাবেক্ষণে গাফিলতি বিরোধীদের প্রধান হাতিয়ার ৷ তবে 1995, 1998, 2002, 2007 এবং 2012 সালে মোরবি বিধানসভা কেন্দ্রটিতে পদ্মফুলই ফুটেছে ৷

রাজকোট পশ্চিম (রাজকোট)

এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ 2002 সালে এখান থেকেই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি 2017 সালের বিধানসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তিনি কংগ্রেসের ইন্দ্রনীল রাজগুরুকে 53 হাজার 755 টি ভোটে হারিয়েছিলেন ৷ 1985 থেকে এই গড় গেরুয়া শিবিরের দখলে ৷ তাই সব মিলিয়ে এটা পদ্মফুলের শক্তিশালী ঘাঁটি ৷

বিজেপি - দর্শিতা শাহ

আপ - দীনেশ জোশী

কংগ্রেস - মুনসুখভাই কালারিয়া

দেবভূমি দ্বারকা

বিজেপি - পাবুভা মানেক

কংগ্রেস - মালুভাই কান্দোরিয়া

আপ - নাকুম লাখমনভাই বোঘাভাই

পাবুভা মানেক গত 32 বছরে একবারও এই কেন্দ্র থেকে হারেননি ৷ তিনি আবার টিকিট পেয়েছেন ৷ 1990, 1995, 1998- তিন-তিনবার মানেক নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন ৷ এরপর তিনি কংগ্রেসে যোগ দেন এবং 2002 সালের নির্বাচনেও কেন্দ্রটি থেকে জেতেন৷ পরে 2007, 2012, 2017 সালের বিধানসভা নির্বাচনে তিনিই ফের দ্বারকার মসনদে বসেন ৷ তাই এই কেন্দ্রটিতেও বিজেপির একচ্ছত্র অধিপতি ৷

তালালা (গির সোমনাথ)

বিজেপি - ভগবান বারাদ

আপ - দেবেন্দ্র সোলাঙ্কি

কংগ্রেস - মনীশ দোদিয়া

বারাদ কংগ্রেস প্রার্থী হিসেবে 2017 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন ৷ পরে কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷ তাই তাঁকেই ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ আহির সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা ভগবান বারাদ৷ 2007 ও 2017 সালে তিনি তালালা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷

কাতারগাম (সুরাত)

বিজেপি - বিনোদভাই অমৃশভাই মোরদিয়া

কংগ্রেস - কাপলেশ ভারিয়া

আপ - গোপাল ইটালিয়া

এখানে লড়াই শুধু তিনটি দলের মধ্যে নয়, বরং দু'টি সম্প্রদায়ের মধ্যে৷ আপ-প্রার্থী গোপাল ইটালিয়া পাতিদার সম্প্রদায়ের প্রভাবশালী নেতা ৷ 2015 সালে পাতিদার সংরক্ষণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ এদিকে কংগ্রেসের কাপলেশ ওবিসি প্রজাপতি সম্প্রদায়ের নেতা ৷

কুতিয়ানা (পোরবন্দর)

বিজেপি - ধেলিবেন ওদেরা

সমাজবাদী পার্টি - কান্ধালভাই জাদেজা

কংগ্রেস - নাথাভাই ওদেরা

আপ - ভীমাভাই মাকভানা

এই কেন্দ্রে এসপি প্রার্থী কান্ধালভাই কিন্তু 2017 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ৷ তখন তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির প্রার্থী ছিলেন ৷ পরে দল পরিবর্তন করে এসপিতে যোগ দেন ৷

আরও পড়ুন: 'নীরব' প্রচারের পরীক্ষার জন্য প্রস্তুত কংগ্রেস, প্রথম দফায় প্রতি বুথে নজর পর্যবেক্ষকদের

গান্ধিনগর, 1 ডিসেম্বর: মোদি-রাজ্যে প্রথম দফার নির্বাচন আজ ৷ 2022 সালের নির্বাচনে সৌরাষ্ট্রের দখল পেতে বিজেপি, কংগ্রেস, আপ- সব রাজনৈতিক দলই তুলকালাম প্রচার চালিয়েছে৷ মঙ্গলবার বিকেল 5টায় নির্বাচনী প্রচার মিটেছে ৷

বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে ভোটদান, শেষ বিকেল 5টায় ৷ রাজ্যের দক্ষিণভাগে এবং সৌরাষ্ট্র-কুচের 19টি জেলার 89টি আসনে প্রথম দফার নির্বাচন ৷ 14 হাজার 382টি বুথ, জানিয়েছে প্রধান নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer, CEO) ৷ বাইশে কে বসবে মসনদে ? ঠিক করবে 2 কোটিরও বেশি ভোটার (Gujarat Election in Saurashtra, Kutch, Southern Part) ৷

বিজেপি, কংগ্রেস, আপ ছাড়াও 37টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে ৷ তাই সৌরাষ্ট্র দখলের লড়াইয়ে 39টি রাজনৈতিক দলের 788 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ এর মধ্যে 718 জন পুরুষ ও 70 জন মহিলা প্রার্থী ৷

গত 27 বছর ধরে গুজরাতের মসনদে গেরুয়া পতাকা উড়ছে৷ কংগ্রেস দ্বিতীয় স্থানে টিকে থাকতে মরিয়া লড়াই চালাচ্ছে৷ অরবিন্দ কেজরিওয়ালের আপ এই দুই প্রধান দলের মাঝে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে ঢুকে পড়েছে৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷

জামনগর উত্তর (Jamnagar North, Jamnagar)

বিজেপি - রিভবা জাদেজা (ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী)

কংগ্রেস - বীপেন্দ্রিসিং জাদেজা

আপ - কর্সন কারমুর

2017 সালের নির্বাচনে বিজেপি বিধায়ক ধর্মেন্দ্রিসিং মেরুভা কংগ্রেসের আহির জীবনভাই কারুভাই কুম্ভারভাদিয়াকে পরাজিত করে এই কেন্দ্রটি দখল করেন ৷ কিন্তু এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না ৷

আরও পড়ুন: 93-এও অটুট মনোবল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাতের প্রবীণতম প্রার্থী

মোরবি

30 অক্টোবর মোরবি সেতু ভেঙে পড়ে ৷ মৃত্যু হয় কমপক্ষে 134 জনের ৷ তারপর থেকে এই কেন্দ্রটিকে চেনেন না দেশে এমন মানুষ পাওয়া ভার৷ কেন্দ্রটির বিধায়ক মন্ত্রী ব্রিজেশ মেরজা৷

বিজেপি - কান্তিলাল আমৃত্যুয়া

কংগ্রেস - জয়ন্তীলাল জেরাভাই প্যাটেল

আপ - পঙ্কজ রনসারিয়া

মোরবি সেতুর রক্ষণাবেক্ষণে গাফিলতি বিরোধীদের প্রধান হাতিয়ার ৷ তবে 1995, 1998, 2002, 2007 এবং 2012 সালে মোরবি বিধানসভা কেন্দ্রটিতে পদ্মফুলই ফুটেছে ৷

রাজকোট পশ্চিম (রাজকোট)

এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ 2002 সালে এখান থেকেই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি 2017 সালের বিধানসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তিনি কংগ্রেসের ইন্দ্রনীল রাজগুরুকে 53 হাজার 755 টি ভোটে হারিয়েছিলেন ৷ 1985 থেকে এই গড় গেরুয়া শিবিরের দখলে ৷ তাই সব মিলিয়ে এটা পদ্মফুলের শক্তিশালী ঘাঁটি ৷

বিজেপি - দর্শিতা শাহ

আপ - দীনেশ জোশী

কংগ্রেস - মুনসুখভাই কালারিয়া

দেবভূমি দ্বারকা

বিজেপি - পাবুভা মানেক

কংগ্রেস - মালুভাই কান্দোরিয়া

আপ - নাকুম লাখমনভাই বোঘাভাই

পাবুভা মানেক গত 32 বছরে একবারও এই কেন্দ্র থেকে হারেননি ৷ তিনি আবার টিকিট পেয়েছেন ৷ 1990, 1995, 1998- তিন-তিনবার মানেক নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন ৷ এরপর তিনি কংগ্রেসে যোগ দেন এবং 2002 সালের নির্বাচনেও কেন্দ্রটি থেকে জেতেন৷ পরে 2007, 2012, 2017 সালের বিধানসভা নির্বাচনে তিনিই ফের দ্বারকার মসনদে বসেন ৷ তাই এই কেন্দ্রটিতেও বিজেপির একচ্ছত্র অধিপতি ৷

তালালা (গির সোমনাথ)

বিজেপি - ভগবান বারাদ

আপ - দেবেন্দ্র সোলাঙ্কি

কংগ্রেস - মনীশ দোদিয়া

বারাদ কংগ্রেস প্রার্থী হিসেবে 2017 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন ৷ পরে কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷ তাই তাঁকেই ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ৷ আহির সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা ভগবান বারাদ৷ 2007 ও 2017 সালে তিনি তালালা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷

কাতারগাম (সুরাত)

বিজেপি - বিনোদভাই অমৃশভাই মোরদিয়া

কংগ্রেস - কাপলেশ ভারিয়া

আপ - গোপাল ইটালিয়া

এখানে লড়াই শুধু তিনটি দলের মধ্যে নয়, বরং দু'টি সম্প্রদায়ের মধ্যে৷ আপ-প্রার্থী গোপাল ইটালিয়া পাতিদার সম্প্রদায়ের প্রভাবশালী নেতা ৷ 2015 সালে পাতিদার সংরক্ষণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ এদিকে কংগ্রেসের কাপলেশ ওবিসি প্রজাপতি সম্প্রদায়ের নেতা ৷

কুতিয়ানা (পোরবন্দর)

বিজেপি - ধেলিবেন ওদেরা

সমাজবাদী পার্টি - কান্ধালভাই জাদেজা

কংগ্রেস - নাথাভাই ওদেরা

আপ - ভীমাভাই মাকভানা

এই কেন্দ্রে এসপি প্রার্থী কান্ধালভাই কিন্তু 2017 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ৷ তখন তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির প্রার্থী ছিলেন ৷ পরে দল পরিবর্তন করে এসপিতে যোগ দেন ৷

আরও পড়ুন: 'নীরব' প্রচারের পরীক্ষার জন্য প্রস্তুত কংগ্রেস, প্রথম দফায় প্রতি বুথে নজর পর্যবেক্ষকদের

Last Updated : Dec 1, 2022, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.