ETV Bharat / bharat

Assembly Election Results: গুজরাতে রেকর্ড গড়ে ফের ফুটল পদ্ম, 'হাত'-এ আস্থা হিমাচলের - Assembly Election Result Live

Gujarat live updates
শুরুতে গুজরাতে এগিয়ে বিজেপি
author img

By

Published : Dec 8, 2022, 8:00 AM IST

Updated : Dec 8, 2022, 10:47 PM IST

22:25 December 08

  • দেশের শাসকদলের মুখ পুড়িয়েছে সর্বভারতীয় সভাপতির রাজ্য। গুজরাতে ইতিহাস গড়লেও জেপি নাড্ডার রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারেনি দল । রাজ বদলের রেওয়াজ ধরে রেখে কংগ্রেসকে মসনদে বসিয়েছে পাহাড়ি রাজ্যের বাসিন্দারা । হাতের দখলে গিয়েছে 40টি আসন । বিজেপি পেয়েছে 25টি আসন । যদিও ভোট শতাংশের হিসেবে, গেরুয়া শিবির কার্যত কংগ্রেসকে ছুঁয়েই ফেলেছিল । মাত্র 1 শতাংশ ভোটে পিছেয়ে পড়েছে নাড্ডার দল । কংগ্রেস পেয়েছে 43.9 শতাংশ ভোট । অন্যদিকে, বিজেপির দখলে গিয়েছে 43 শতাংশ ।

20:52 December 08

  • গুজরাতে গেরুয়াঝড় । কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা । বিজেপি'র সামনে ছিল নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই । মোদি-রাজ্যে সেই লক্ষ্যে সফল ভারতীয় জনতা পার্টি । নিজেদের গত ছ'বারের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছে পদ্মশিবির। 182টি আসনে মসনদে বসার জন্য প্রয়োজন ছিল 92টি আসন । গতবার 99টি আসন পেয়ে কোনওমতে গড় রক্ষা করেছিল মোদি-শাহের দল । এবার গেরুয়াঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা । 156টি আসন নিয়ে ফের গেরুয়া রঙে রাজ্যকে রাঙিয়েছে দল । ভেঙে গিয়েছে 1985-র বিধানসভা ভোটে কংগ্রেসের 149টি আসনে জেতার রেকর্ড ।

17:27 December 08

গুজরাতে 156 আসন পেল বিজেপি

গুজরাত বিধানসভা নির্বাচনে 156 আসন পেল বিজেপি ৷ যা রেকর্ড ৷ কংগ্রেস পেয়েছে 17টি, আপ পেয়েছে 5টি আসন ৷ অন্যান্যদের দখলে 4টি আসন ৷

17:03 December 08

হিমাচলে 40 আসন পেল কংগ্রেস

হিমাচল প্রদেশে 68টি বিধানসভা আসনের মধ্যে 40টি পেয়েছে কংগ্রেস ৷ বিজেপি জয়ী 25 আসনে ৷ অন্যান্যদের দখলে 3টি আসন ৷

15:31 December 08

হিমাচলে পরাজয় বিজেপির

  • পরাজয় স্বীকার হিমাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের ৷ আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে দেবেন ইস্তফা ৷

14:36 December 08

হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

  • হিমাচল প্রদেশে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল কংগ্রেস ৷ জয় 37 আসনে, এগিয়ে 3 আসনে ৷

14:32 December 08

গুজরাতে 130 আসনে জয় বিজেপির

  • গুজরাতে 142 আসনে জয় বিজেপির, এগিয়ে 15 আসনে ৷ গুজরাতে 2002 সালের থেকেও বেশি আসনে জয় বিজেপির ৷

13:27 December 08

হার্দিক প্যাটেলের জয়

  • গুজরাতের ভিরামগাম আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল ৷

13:16 December 08

গুজরাতে খাতা খুলল আপ

  • গুজরাতে খাতা খুলল আপ। এবার মোদি-শাহের রাজ্যে প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টা চালিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। তেমন কিছু না পারলেও এখনও পর্যন্ত দুটো আসনে জিতল দিল্লি এবং পঞ্জাবের শাসক দল

13:11 December 08

গুজরাতে বিপুল জয়ের পথে বিজেপি

  • গুজরাতে 67 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, এগিয়ে 90 আসনে ৷ গুজরাতে 3 আসনে জয়ী কংগ্রেস, 2 আসনে আপ ৷ হিমাচলে 16 আসনে জয় পেল বিজেপি, 15 আসনে জয়ী কংগ্রেস ৷

12:48 December 08

15 হাজার ভোটে পিছিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

  • আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি নিজের কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় 15 হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন । এই কেন্দ্রে এগিয়ে বিজেপি ।

12:32 December 08

গুজরাতে এগিয়ে বিজেপি, হিমাচলে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই

গুজরাতে 27 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, 1টিতে কংগ্রেস ৷ হিমাচলে 9 আসনে জয় পেল বিজেপি, 9 আসনে কংগ্রেস ৷

11:57 December 08

গুজরাত-হিমাচলে একাধিক আসন বিজেপি'র দখলে

  • গুজরাতে 15 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, 1টিতে কংগ্রেস ৷ হিমাচলে 5 আসনে জয় পেল বিজেপি, 1 আসনে কংগ্রেস ৷

11:43 December 08

হিমাচল প্রদেশে 1টি আসনে জয়ী কংগ্রেস

  • হিমাচলের নাগরোটা আসন থেকে জয়ী কংগ্রেসের আরএস বালি ৷ হামিরপুর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী আশিস শর্মা ৷

11:37 December 08

জিতলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

  • হিমাচল প্রদেশের সেরাজ আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ এই নিয়ে টানা 6 বার জয়ী হলেন তিনি ৷

11:31 December 08

হিমাচল প্রদেশে 3 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা

  • হিমাচল প্রদেশের সেরাজ, কার্সোগ (এসসি), সুন্দরনগর আসনে জয়ী বিজেপি ৷

11:19 December 08

গুজরাতে 4 আসনে জয়ী বিজেপি, 1টি আসনে কংগ্রেস

  • গুজরাতের এল্লিস ব্রিজ কেন্দ্র থেকে জয়ী বিজেপির অমিতভাই শাহ, দরিয়াপুরে জয়ী বিজেপির কৌশিকভাই জৈন, দাহোদ কেন্দ্র থেকে জয়ী বিজেপির কানাইলাল কিশোরি ৷ জামালপুর খাড়িয়া কেন্দ্র থেকে জয়ী কংগ্রেসের ইমরান খেড়াওয়ালা ৷

10:56 December 08

হিমাচলের সুনন্দনগর বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী

  • হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুনন্দনগর বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী রাকেশ কুমার। এই নির্বাচনে এই প্রথম কোন কেন্দ্রের সম্পূর্ণ ফল ঘোষণা হল ।

10:37 December 08

জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী

জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী
জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী
  • জামনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা ।

10:27 December 08

7 হাজার ভোটে এগিয়ে হার্দিক

  • 7 হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল । পাতিদার সম্প্রদায়ের এই নেতা নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন । তাঁকে প্রার্থী করে দল ।

09:12 December 08

গুজরাতে 120 আসনে এগিয়ে বিজেপি

  • গুজরাতে 120 আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে 45 আসনে । আপ এগিয়ে 11 আসনে। অন্যরা এগিয়ে 6টি আসনে

08:18 December 08

শুরুতে গুজরাতে এগিয়ে বিজেপি, হিমাচলে হাড্ডাহাড্ডি

Gujarat and Himachal Election Result Live Updates
শুরুতে গুজরাতে এগিয়ে বিজেপি
  • একেবারে প্রাথমিক গণনায় গুজরাতে কংগ্রেস এবং আপের থেকে খানিকটা এগিয়ে আছে বিজেপি । তুলনায় কিছুটা ভিন্ন ছবি দেখা গিয়েছে হিমাচলে । সেখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত মিলতে শুরু করেছে । তবে এটা একেবারেই প্রাথমিক অবস্থা । পরে তার পরিবর্তন হওয়ার সম্ভবনাও যথেষ্ট।

08:07 December 08

সকাল 8টায় শুরু হল গণনা

  • নির্ধারিত সময় মেনে সকাল 8টায় শুরু হল দুটি রাজ্যের ভোট গণনা শুরু হয়েছে । প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে । তারপরে ইভিএম খোলা হবে ।

07:44 December 08

গুজরাতে রেকর্ড জয় বিজেপির, হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

Election Result Live Updates
আত্মবিশ্বাসী গুজরাতের মন্ত্রী
  • গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোটের ফল আজ প্রকাশিত হচ্ছে । মোদি-শাহের রাজ্যের পাশাপাশি হিমাচলে কার দখলে থাকে সেটা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই । এই দুটি নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব যে জাতীয় রাজনীতির উপর পড়বে তাও স্পষ্ট ।

22:25 December 08

  • দেশের শাসকদলের মুখ পুড়িয়েছে সর্বভারতীয় সভাপতির রাজ্য। গুজরাতে ইতিহাস গড়লেও জেপি নাড্ডার রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারেনি দল । রাজ বদলের রেওয়াজ ধরে রেখে কংগ্রেসকে মসনদে বসিয়েছে পাহাড়ি রাজ্যের বাসিন্দারা । হাতের দখলে গিয়েছে 40টি আসন । বিজেপি পেয়েছে 25টি আসন । যদিও ভোট শতাংশের হিসেবে, গেরুয়া শিবির কার্যত কংগ্রেসকে ছুঁয়েই ফেলেছিল । মাত্র 1 শতাংশ ভোটে পিছেয়ে পড়েছে নাড্ডার দল । কংগ্রেস পেয়েছে 43.9 শতাংশ ভোট । অন্যদিকে, বিজেপির দখলে গিয়েছে 43 শতাংশ ।

20:52 December 08

  • গুজরাতে গেরুয়াঝড় । কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা । বিজেপি'র সামনে ছিল নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই । মোদি-রাজ্যে সেই লক্ষ্যে সফল ভারতীয় জনতা পার্টি । নিজেদের গত ছ'বারের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছে পদ্মশিবির। 182টি আসনে মসনদে বসার জন্য প্রয়োজন ছিল 92টি আসন । গতবার 99টি আসন পেয়ে কোনওমতে গড় রক্ষা করেছিল মোদি-শাহের দল । এবার গেরুয়াঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা । 156টি আসন নিয়ে ফের গেরুয়া রঙে রাজ্যকে রাঙিয়েছে দল । ভেঙে গিয়েছে 1985-র বিধানসভা ভোটে কংগ্রেসের 149টি আসনে জেতার রেকর্ড ।

17:27 December 08

গুজরাতে 156 আসন পেল বিজেপি

গুজরাত বিধানসভা নির্বাচনে 156 আসন পেল বিজেপি ৷ যা রেকর্ড ৷ কংগ্রেস পেয়েছে 17টি, আপ পেয়েছে 5টি আসন ৷ অন্যান্যদের দখলে 4টি আসন ৷

17:03 December 08

হিমাচলে 40 আসন পেল কংগ্রেস

হিমাচল প্রদেশে 68টি বিধানসভা আসনের মধ্যে 40টি পেয়েছে কংগ্রেস ৷ বিজেপি জয়ী 25 আসনে ৷ অন্যান্যদের দখলে 3টি আসন ৷

15:31 December 08

হিমাচলে পরাজয় বিজেপির

  • পরাজয় স্বীকার হিমাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের ৷ আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে দেবেন ইস্তফা ৷

14:36 December 08

হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

  • হিমাচল প্রদেশে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল কংগ্রেস ৷ জয় 37 আসনে, এগিয়ে 3 আসনে ৷

14:32 December 08

গুজরাতে 130 আসনে জয় বিজেপির

  • গুজরাতে 142 আসনে জয় বিজেপির, এগিয়ে 15 আসনে ৷ গুজরাতে 2002 সালের থেকেও বেশি আসনে জয় বিজেপির ৷

13:27 December 08

হার্দিক প্যাটেলের জয়

  • গুজরাতের ভিরামগাম আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল ৷

13:16 December 08

গুজরাতে খাতা খুলল আপ

  • গুজরাতে খাতা খুলল আপ। এবার মোদি-শাহের রাজ্যে প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টা চালিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। তেমন কিছু না পারলেও এখনও পর্যন্ত দুটো আসনে জিতল দিল্লি এবং পঞ্জাবের শাসক দল

13:11 December 08

গুজরাতে বিপুল জয়ের পথে বিজেপি

  • গুজরাতে 67 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, এগিয়ে 90 আসনে ৷ গুজরাতে 3 আসনে জয়ী কংগ্রেস, 2 আসনে আপ ৷ হিমাচলে 16 আসনে জয় পেল বিজেপি, 15 আসনে জয়ী কংগ্রেস ৷

12:48 December 08

15 হাজার ভোটে পিছিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

  • আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি নিজের কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় 15 হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন । এই কেন্দ্রে এগিয়ে বিজেপি ।

12:32 December 08

গুজরাতে এগিয়ে বিজেপি, হিমাচলে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই

গুজরাতে 27 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, 1টিতে কংগ্রেস ৷ হিমাচলে 9 আসনে জয় পেল বিজেপি, 9 আসনে কংগ্রেস ৷

11:57 December 08

গুজরাত-হিমাচলে একাধিক আসন বিজেপি'র দখলে

  • গুজরাতে 15 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা, 1টিতে কংগ্রেস ৷ হিমাচলে 5 আসনে জয় পেল বিজেপি, 1 আসনে কংগ্রেস ৷

11:43 December 08

হিমাচল প্রদেশে 1টি আসনে জয়ী কংগ্রেস

  • হিমাচলের নাগরোটা আসন থেকে জয়ী কংগ্রেসের আরএস বালি ৷ হামিরপুর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী আশিস শর্মা ৷

11:37 December 08

জিতলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

  • হিমাচল প্রদেশের সেরাজ আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ এই নিয়ে টানা 6 বার জয়ী হলেন তিনি ৷

11:31 December 08

হিমাচল প্রদেশে 3 আসনে জয়ী বিজেপি প্রার্থীরা

  • হিমাচল প্রদেশের সেরাজ, কার্সোগ (এসসি), সুন্দরনগর আসনে জয়ী বিজেপি ৷

11:19 December 08

গুজরাতে 4 আসনে জয়ী বিজেপি, 1টি আসনে কংগ্রেস

  • গুজরাতের এল্লিস ব্রিজ কেন্দ্র থেকে জয়ী বিজেপির অমিতভাই শাহ, দরিয়াপুরে জয়ী বিজেপির কৌশিকভাই জৈন, দাহোদ কেন্দ্র থেকে জয়ী বিজেপির কানাইলাল কিশোরি ৷ জামালপুর খাড়িয়া কেন্দ্র থেকে জয়ী কংগ্রেসের ইমরান খেড়াওয়ালা ৷

10:56 December 08

হিমাচলের সুনন্দনগর বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী

  • হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুনন্দনগর বিধানসভা কেন্দ্রে জিতলেন বিজেপি প্রার্থী রাকেশ কুমার। এই নির্বাচনে এই প্রথম কোন কেন্দ্রের সম্পূর্ণ ফল ঘোষণা হল ।

10:37 December 08

জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী

জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী
জামনগরে এগিয়ে জাদেজার স্ত্রী
  • জামনগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা ।

10:27 December 08

7 হাজার ভোটে এগিয়ে হার্দিক

  • 7 হাজার ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল । পাতিদার সম্প্রদায়ের এই নেতা নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন । তাঁকে প্রার্থী করে দল ।

09:12 December 08

গুজরাতে 120 আসনে এগিয়ে বিজেপি

  • গুজরাতে 120 আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে 45 আসনে । আপ এগিয়ে 11 আসনে। অন্যরা এগিয়ে 6টি আসনে

08:18 December 08

শুরুতে গুজরাতে এগিয়ে বিজেপি, হিমাচলে হাড্ডাহাড্ডি

Gujarat and Himachal Election Result Live Updates
শুরুতে গুজরাতে এগিয়ে বিজেপি
  • একেবারে প্রাথমিক গণনায় গুজরাতে কংগ্রেস এবং আপের থেকে খানিকটা এগিয়ে আছে বিজেপি । তুলনায় কিছুটা ভিন্ন ছবি দেখা গিয়েছে হিমাচলে । সেখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত মিলতে শুরু করেছে । তবে এটা একেবারেই প্রাথমিক অবস্থা । পরে তার পরিবর্তন হওয়ার সম্ভবনাও যথেষ্ট।

08:07 December 08

সকাল 8টায় শুরু হল গণনা

  • নির্ধারিত সময় মেনে সকাল 8টায় শুরু হল দুটি রাজ্যের ভোট গণনা শুরু হয়েছে । প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে । তারপরে ইভিএম খোলা হবে ।

07:44 December 08

গুজরাতে রেকর্ড জয় বিজেপির, হিমাচলে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

Election Result Live Updates
আত্মবিশ্বাসী গুজরাতের মন্ত্রী
  • গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোটের ফল আজ প্রকাশিত হচ্ছে । মোদি-শাহের রাজ্যের পাশাপাশি হিমাচলে কার দখলে থাকে সেটা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই । এই দুটি নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব যে জাতীয় রাজনীতির উপর পড়বে তাও স্পষ্ট ।
Last Updated : Dec 8, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.