ETV Bharat / bharat

ব্ল্যাক ফাংগাসের ওষুধে সম্পূর্ণ কর ছাড়, জিএসটি কমল করোনা চিকিৎসার সামগ্রীতেও - covid vaccine gst rate

ব্ল্যাক ফাংগাসের চিকিৎসায় যেগুলি ভীষণভাবে ব্যবহার হচ্ছে এমন কিছু ওষুধ যেমন -- টসিলিজ়ুমাব ও অ্যামফোটেরিসিন বি-এর উপর জিএসটিতে সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন নির্মলা সীতারমন ৷

নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন
author img

By

Published : Jun 12, 2021, 4:23 PM IST

নয়াদিল্লি, 12 জুন : করোনা চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর জিএসটি কমল ৷ আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রেমডেসিভির ও মেডিকেল গ্রেড অক্সিজেনের উপর থেকে জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করা হয়েছে ৷ একইসঙ্গে অক্সিজেন কনসেনট্রেটর, জেনারেটর, ভেন্টিলেটর, ভেন্টিলেটর মাস্ক, বাইপ্যাপ মেশিন, কোভিড টেস্টিং কিটের ক্ষেত্রেও জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করার কথা হয়েছে আজকের বৈঠকে ৷

নির্মলা সীতারমন
রেমডেসিভির ও মেডিকেল গ্রেড অক্সিজেনের উপর থেকে জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ

পাশাপাশি ব্ল্যাক ফাংগাসের চিকিৎসায় যেগুলি ভীষণভাবে ব্যবহার হচ্ছে এমন কিছু ওষুধ যেমন -- টসিলিজ়ুমাব ও অ্যামফোটেরিসিন বি-এর উপর জিএসটিতে সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন নির্মলা সীতারমন ৷ এই ছাড় 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে ৷ পরে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়ানো হতে পারে ৷

নির্মলা সীতারমন
12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করা হয়েছে পাল্স অক্সিমিটারেও

তবে করোনা টিকার উপর জিএসটিতে আপাতত কোনও ছাড় মিলছে না ৷ পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের থেকে দাবি তোলা হয়েছিল, যাতে করোনা টিকার উপর থেকে জিএসটি তুলে নেওয়া হয় ৷ কিন্তু কেন্দ্র সেই দাবিকে মান্যতা দিল না ৷ যেমন 5 শতাংশ জিএসটি ধার্য্য ছিল, তেমনই ধার্য্য থাকবে ৷ নির্মলা সীতারমন জানিয়েছেন, ছাড় দেওয়া হলেও শেষ পর্যন্ত আমজনতার উপরেই চাপ বাড়বে ৷

নয়াদিল্লি, 12 জুন : করোনা চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর জিএসটি কমল ৷ আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রেমডেসিভির ও মেডিকেল গ্রেড অক্সিজেনের উপর থেকে জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করা হয়েছে ৷ একইসঙ্গে অক্সিজেন কনসেনট্রেটর, জেনারেটর, ভেন্টিলেটর, ভেন্টিলেটর মাস্ক, বাইপ্যাপ মেশিন, কোভিড টেস্টিং কিটের ক্ষেত্রেও জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করার কথা হয়েছে আজকের বৈঠকে ৷

নির্মলা সীতারমন
রেমডেসিভির ও মেডিকেল গ্রেড অক্সিজেনের উপর থেকে জিএসটি 12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ

পাশাপাশি ব্ল্যাক ফাংগাসের চিকিৎসায় যেগুলি ভীষণভাবে ব্যবহার হচ্ছে এমন কিছু ওষুধ যেমন -- টসিলিজ়ুমাব ও অ্যামফোটেরিসিন বি-এর উপর জিএসটিতে সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন নির্মলা সীতারমন ৷ এই ছাড় 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে ৷ পরে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়ানো হতে পারে ৷

নির্মলা সীতারমন
12 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করা হয়েছে পাল্স অক্সিমিটারেও

তবে করোনা টিকার উপর জিএসটিতে আপাতত কোনও ছাড় মিলছে না ৷ পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের থেকে দাবি তোলা হয়েছিল, যাতে করোনা টিকার উপর থেকে জিএসটি তুলে নেওয়া হয় ৷ কিন্তু কেন্দ্র সেই দাবিকে মান্যতা দিল না ৷ যেমন 5 শতাংশ জিএসটি ধার্য্য ছিল, তেমনই ধার্য্য থাকবে ৷ নির্মলা সীতারমন জানিয়েছেন, ছাড় দেওয়া হলেও শেষ পর্যন্ত আমজনতার উপরেই চাপ বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.