ETV Bharat / bharat

Bride Chases Groom: 20 কিমি দৌড়ে বরকে বাস থেকে নামিয়ে বিয়ের পিঁড়িতে তরুণী - Bride Chases Groom

বিয়ের কিছুক্ষণ আগে হবু বর বলেছিল মাকে আনতে যাচ্ছি ৷ এই কথায় বিয়ে না করার অজুহাতে পালানো সন্দেহে বরকে 20 কিমি ধাওয়া করল হবু বৌ ও তার পরিবার ৷ ঠিক কী হয়েছিল পড়ুন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 23, 2023, 9:29 PM IST

বরেলি , 23 মে: পরিবার সম্পর্ক না মেনে নিলে ছেলেমেয়েরা সাধারণত পালিয়ে গিয়ে নিজের পছন্দমতো বিয়ে করে ৷ তবে এক্ষেত্রে উত্তরপ্রদেশের বরেলি জেলায় এক অস্বাভাবিক ঘটনার কথা সামনে এসেছে ৷ এক তরুণী বিয়ের জন্য 20 কিমি ধাওয়া করল প্রেমিককে ৷ তবে পরে জানা যায়, বিয়ের সাজের অজুহাতে অনুষ্ঠানস্থল থেকে পালিয়েছিল বর ৷ সে কারণেই ধাওয়া তরুণীর ৷ রবিবার এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বড়দারি থানা এলাকায় বসবাসকারী ওই তরুণীর আড়াই বছর ধরে বদায়ুনের বিশৌলি এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ৷ কলেজে পড়ার সময় থেকেই প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন দু'জনে ৷ তারপর তাঁরা পরস্পরকে বিয়ের প্রতিশ্রুতি দেন ৷ তরুণীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তুতি নেন ৷

রবিবার মন্দিরে দু'জনেরই বিয়ে হওয়ার কথা ছিল ৷ বিয়ের দিন যখন তরুণী বরের জন্য অপেক্ষা করছিল তখন হবু স্বামী তাঁকে জানান তিনি সাজতে যাচ্ছেন ৷ কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হবু স্বামী ফিরে না আসায় তাঁকে ডেকে জানতে পারে যে তিনি মাকে আনতে বদায়ুন যাচ্ছেন ৷

অজুহাত দেখিয়ে বর পালিয়ে যাচ্ছে ভেবে তরুণী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভামোরায় বাস থেকে হবু স্বামীকে নামিয়ে নেয় ৷ ভামোরার এক বাসিন্দা রামদাস জানান, তরুণীর পরিবার বাস থেকে লোকটিকে ধরে ফেলার পর নাটক শুরু হয় ৷ এরপর উভয়পক্ষের মধ্যে অনেক আলোচনার পর অবশেষে ভামোরার একটি স্থানীয় মন্দিরে বিয়ে করে বরেলির উদ্দেশ্যে রওনা হয় তাঁরা ৷ ভামোর থানার ইনচার্জ রোহিত শর্মা জানান, এই বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই ৷ কারণ কেউ কোনও অভিযোগ নিয়ে থানায় আসেনি ৷ যদিও এই বিষয়ে দুই পরিবারের থেকে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : একতরফা প্রেম ! ব্রাইডাল মেকআপের সময় 'প্রেমিকা'কে গুলি পুলিশ কনস্টেবলের

বরেলি , 23 মে: পরিবার সম্পর্ক না মেনে নিলে ছেলেমেয়েরা সাধারণত পালিয়ে গিয়ে নিজের পছন্দমতো বিয়ে করে ৷ তবে এক্ষেত্রে উত্তরপ্রদেশের বরেলি জেলায় এক অস্বাভাবিক ঘটনার কথা সামনে এসেছে ৷ এক তরুণী বিয়ের জন্য 20 কিমি ধাওয়া করল প্রেমিককে ৷ তবে পরে জানা যায়, বিয়ের সাজের অজুহাতে অনুষ্ঠানস্থল থেকে পালিয়েছিল বর ৷ সে কারণেই ধাওয়া তরুণীর ৷ রবিবার এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বড়দারি থানা এলাকায় বসবাসকারী ওই তরুণীর আড়াই বছর ধরে বদায়ুনের বিশৌলি এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ৷ কলেজে পড়ার সময় থেকেই প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন দু'জনে ৷ তারপর তাঁরা পরস্পরকে বিয়ের প্রতিশ্রুতি দেন ৷ তরুণীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তুতি নেন ৷

রবিবার মন্দিরে দু'জনেরই বিয়ে হওয়ার কথা ছিল ৷ বিয়ের দিন যখন তরুণী বরের জন্য অপেক্ষা করছিল তখন হবু স্বামী তাঁকে জানান তিনি সাজতে যাচ্ছেন ৷ কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হবু স্বামী ফিরে না আসায় তাঁকে ডেকে জানতে পারে যে তিনি মাকে আনতে বদায়ুন যাচ্ছেন ৷

অজুহাত দেখিয়ে বর পালিয়ে যাচ্ছে ভেবে তরুণী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভামোরায় বাস থেকে হবু স্বামীকে নামিয়ে নেয় ৷ ভামোরার এক বাসিন্দা রামদাস জানান, তরুণীর পরিবার বাস থেকে লোকটিকে ধরে ফেলার পর নাটক শুরু হয় ৷ এরপর উভয়পক্ষের মধ্যে অনেক আলোচনার পর অবশেষে ভামোরার একটি স্থানীয় মন্দিরে বিয়ে করে বরেলির উদ্দেশ্যে রওনা হয় তাঁরা ৷ ভামোর থানার ইনচার্জ রোহিত শর্মা জানান, এই বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই ৷ কারণ কেউ কোনও অভিযোগ নিয়ে থানায় আসেনি ৷ যদিও এই বিষয়ে দুই পরিবারের থেকে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : একতরফা প্রেম ! ব্রাইডাল মেকআপের সময় 'প্রেমিকা'কে গুলি পুলিশ কনস্টেবলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.