ETV Bharat / bharat

Groom on Tractor: 51টি ট্রাক্টর নিয়ে মহাধুমধামে বিয়ে করতে গেল পাত্র, রাজস্থানের ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে - ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন পাত্র

গাড়ি নয়, ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে যেতে দেখা গেল পাত্রকে ৷ ঘটনাটি রাজস্থানের ৷ অবাক হয়ে দেখল মেয়ের বাড়ির লোকজন ৷

marriage procession in tractor
ট্রাক্টরে বরযাত্রী
author img

By

Published : Jun 13, 2023, 7:41 PM IST

Updated : Jun 13, 2023, 8:09 PM IST

রাজস্থানে ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন পাত্র

বাড়মের(রাজস্থান), 13 জুন: বড় দামি গাড়ি কিংবা চপারে চড়ে বিয়ে করতে যাচ্ছে বর ৷ এই দৃশ্য প্রায়শই দেখা যায় ৷ তবে সেসব পিছনে ফেলে রাজস্থানে বিয়ে করতে যাওয়ার এক অভিনব ব্যবস্থা ভাইরাল ইন্টারনেটে ৷ রাজস্থানের বাড়মেরে এবার ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন পাত্র ৷ তবে শুধু পাত্রই নন, বরযাত্রীরাও একেবারে মিছিল করে ট্রাক্টর নিয়ে পৌঁছল মেয়ের বাড়িতে ৷ আর সেই ট্রাক্টরের সংখ্যা এক-দুই নয়, বরং 51টি ৷ যা দেখতে ভিড় জমল রাস্তার দু'ধারে ৷ অবাক হয়ে তাকিয়ে দেখল সকলে ৷

জানা গিয়েছে, সেখানকার বাসিন্দা জেঠারাম পেশায় কৃষক ৷ তাঁর ছেলে 22 বছর বয়সি প্রকাশ চৌধুরির ছিল বিয়ে ৷ কৃষকের ছেলের বিয়েতে বরযাত্রীরা যে চাষি ঘরের লোকজন হবে, তেমনটাই স্বাভাবিক ৷ কিন্তু তাই বলে ট্রাক্টর নিয়ে বরযাত্রীরা যাবেন সে কথা কস্মিনকালে কেউ ভাবতে পারেনি । এক কিলোমিটার জুড়ে ছিল দীর্ঘ সেই ট্রাক্টরের কনভয়। প্রকাশ বরযাত্রীদের নিয়ে ট্রাক্টরে চড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দেন ৷

প্রকাশ জানান, তিনি একজন কৃষক পরিবারের সন্তান এবং ট্রাক্টরই কৃষকের পরিচয় । তাই 51টি ট্রাক্টর নিয়ে মিছিল করে বিয়ে করতে যাচ্ছেন । রোলি গ্রামের বাসিন্দা মমতার সঙ্গে তাঁর বিয়ে হয়। কৃষক জেঠারাম জানান, তিনি কৃষিকাজ করেন ৷ কৃষকরা হল মাটির ছেলে ৷ ট্রাক্টরই তাদের পরিচয় ৷ তিনি তাঁর ছেলের বিয়েতে কৃষকদের নিয়ে যেতে চেয়েছিলেন ৷ সব কৃষকদের পক্ষে গাড়ি ভাড়া করা সম্ভব নয় ৷ সকলের কাছে ট্রাক্টর আছে ৷ তাই কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে বিয়েতে রওনা দেন।

marriage procession in tractor
51টি ট্রাক্টরে করে গেল বারযাত্রী

আরও পড়ুন: বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে ! বটের সঙ্গে অশ্বত্থের বিয়ে দিলেন বলাই

জেঠারাম বলেন, "51টি ট্রাক্টর গিয়েছিল বিয়ে বাড়িতে ৷ এর বাইরে আরও 10-15 জন কৃষক যান । 150-200 জন বরযাত্রী বিয়ে বাড়িতে গিয়েছিলেন ।" জেঠারাম জানান, তাঁর বাবার বিয়েতে উটে করে গিয়েছিল পাত্র-সহ বরযাত্রীরা ৷ তাই তিনিও ভেবেছিলেন ছেলেকে বিয়ে দিতে অন্যভাবে নিয়ে যাবেন ৷ সেই মতোই কাজ ৷ কৃষক হওয়ায় ট্রাক্টরের থেকে ভালো কিছু হতে পারে না ৷ তাই ট্রাক্টরে করেই ছেলে প্রকাশকে নিয়ে গেলেন বিয়ে দিতে ৷

রাজস্থানে ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন পাত্র

বাড়মের(রাজস্থান), 13 জুন: বড় দামি গাড়ি কিংবা চপারে চড়ে বিয়ে করতে যাচ্ছে বর ৷ এই দৃশ্য প্রায়শই দেখা যায় ৷ তবে সেসব পিছনে ফেলে রাজস্থানে বিয়ে করতে যাওয়ার এক অভিনব ব্যবস্থা ভাইরাল ইন্টারনেটে ৷ রাজস্থানের বাড়মেরে এবার ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন পাত্র ৷ তবে শুধু পাত্রই নন, বরযাত্রীরাও একেবারে মিছিল করে ট্রাক্টর নিয়ে পৌঁছল মেয়ের বাড়িতে ৷ আর সেই ট্রাক্টরের সংখ্যা এক-দুই নয়, বরং 51টি ৷ যা দেখতে ভিড় জমল রাস্তার দু'ধারে ৷ অবাক হয়ে তাকিয়ে দেখল সকলে ৷

জানা গিয়েছে, সেখানকার বাসিন্দা জেঠারাম পেশায় কৃষক ৷ তাঁর ছেলে 22 বছর বয়সি প্রকাশ চৌধুরির ছিল বিয়ে ৷ কৃষকের ছেলের বিয়েতে বরযাত্রীরা যে চাষি ঘরের লোকজন হবে, তেমনটাই স্বাভাবিক ৷ কিন্তু তাই বলে ট্রাক্টর নিয়ে বরযাত্রীরা যাবেন সে কথা কস্মিনকালে কেউ ভাবতে পারেনি । এক কিলোমিটার জুড়ে ছিল দীর্ঘ সেই ট্রাক্টরের কনভয়। প্রকাশ বরযাত্রীদের নিয়ে ট্রাক্টরে চড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দেন ৷

প্রকাশ জানান, তিনি একজন কৃষক পরিবারের সন্তান এবং ট্রাক্টরই কৃষকের পরিচয় । তাই 51টি ট্রাক্টর নিয়ে মিছিল করে বিয়ে করতে যাচ্ছেন । রোলি গ্রামের বাসিন্দা মমতার সঙ্গে তাঁর বিয়ে হয়। কৃষক জেঠারাম জানান, তিনি কৃষিকাজ করেন ৷ কৃষকরা হল মাটির ছেলে ৷ ট্রাক্টরই তাদের পরিচয় ৷ তিনি তাঁর ছেলের বিয়েতে কৃষকদের নিয়ে যেতে চেয়েছিলেন ৷ সব কৃষকদের পক্ষে গাড়ি ভাড়া করা সম্ভব নয় ৷ সকলের কাছে ট্রাক্টর আছে ৷ তাই কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে বিয়েতে রওনা দেন।

marriage procession in tractor
51টি ট্রাক্টরে করে গেল বারযাত্রী

আরও পড়ুন: বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে ! বটের সঙ্গে অশ্বত্থের বিয়ে দিলেন বলাই

জেঠারাম বলেন, "51টি ট্রাক্টর গিয়েছিল বিয়ে বাড়িতে ৷ এর বাইরে আরও 10-15 জন কৃষক যান । 150-200 জন বরযাত্রী বিয়ে বাড়িতে গিয়েছিলেন ।" জেঠারাম জানান, তাঁর বাবার বিয়েতে উটে করে গিয়েছিল পাত্র-সহ বরযাত্রীরা ৷ তাই তিনিও ভেবেছিলেন ছেলেকে বিয়ে দিতে অন্যভাবে নিয়ে যাবেন ৷ সেই মতোই কাজ ৷ কৃষক হওয়ায় ট্রাক্টরের থেকে ভালো কিছু হতে পারে না ৷ তাই ট্রাক্টরে করেই ছেলে প্রকাশকে নিয়ে গেলেন বিয়ে দিতে ৷

Last Updated : Jun 13, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.