দিল্লি, 4 ফেব্রুয়ারি: ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার জন্য কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। মার্কিন তারকা রিয়ানা দেশের কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পরই টুইট করে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন থুনবার্গ।
মঙ্গলবার রাতের প্রথম টুইটে গ্রেটা লেখেন, ''আমরা ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে আছি।'' গ্রেটা দিল্লির কৃষক আন্দোলনের একটি প্রতিবেদনও শেয়ার করেছিলেন। প্রতিবেদনটিতে ছিল, সোমবার দিল্লির বিভিন্ন জেলায় কেন্দ্রীয় সরকার বিক্ষিপ্তভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। আন্দোলন থামাতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আন্তর্জাতিক পপ তারকা রিয়ানা আগেই কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন ৷ এরপর গ্রেটাও একই বিষয়ে টুইট করেন। শুধু তাঁরাই নন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন বলে জানিয়েছিলেন।
কৃষকদের হয়ে টুইট করার জন্য দিল্লি পুলিশ ধর্ম ও বর্ণবৈষম্যের ভিত্তিতে দুটি দলের মধ্যে শত্রুতা তৈরি করা অর্থাত্ 153(এ) ধারা এবং 120(এ) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে গ্রেটার বিরুদ্ধে। জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করে বিষয়টিকে সংবেদনশীল না-করার জন্য আন্তর্জাতিক মহলকে বলেছিল বিদেশমন্ত্রক। তার ঠিক পরদিনই পরিবেশকর্মী কিশোরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হল।
আরও পড়ুন: "পাশে আছি", রিহানার পর বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট থুনবার্গের
বিদেশমন্ত্রকের পাশাপাশি বিজেপির নেতা, সরকারি আধিকারিক থেকে চিত্র তারকারাও 'আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে' প্রতিবাদে সরব হন৷ প্রতিবাদে টুইট করেন স্বয়ং শচীন তেন্ডুলকরও৷ কৃষকদের প্রতিবাদ আন্দোলন দেশের অভ্যন্তরীণ বিষয়৷ এই নিয়ে বাইরের কারও নাক গলানো উচিত নয়৷ এই মর্মেই পর পর রিটুইট হতে থাকে বিদেশমন্ত্রকের বিবৃতিটি৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইট রিটুইট করেন৷ সঙ্গে লেখেন, ‘‘কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না৷ কোনও অপপ্রচারই ভারতকে নতুন উচ্চতায় যেতে রুখতে পারবে না৷ ভারতের ভাগ্য কোনও অপপ্রচার ঠিক করবে না, ঠিক করবে ‘উন্নয়ন’৷ ভারত ঐক্যবদ্ধ হয়ে রয়েছে৷ আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব৷’’