নয়াদিল্লি,15 জানুয়ারি: আতঙ্কের নাম জোশীমঠ (Joshimath Situation)। গত কয়েক সপ্তাহ ধরেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে এই মন্দির শহর । ইসরোর দেওয়া রিপোর্ট আতঙ্ক কার্যত চরমে নিয়ে গেল (Indian Space Research Organization) । সংস্থার দাবি, গত 12 দিনে 5.4 সেন্টিমিটার বসে গিয়েছে শহর । এরপরই কড়া পদক্ষেপ করল প্রশাসন (Gag order is in place)। বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে যাতে নতুন করে বিপত্তি না বাড়ে তা নিশ্চিত করার জন্য শুক্রবার রাতে জারি হয়েছে বিশেষ নির্দেশ । এর ফলে জোশীমঠের পরিস্থিতি আগামিদিনে কোন দিকে যাবে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না কোনও বিশেষজ্ঞ ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (National Disaster Management Authority) তরফে জারি করা এই নির্দেশে আরও বলা হয়েছে সরকার পরিচালিত এক ডজনেরও বেশি সংস্থা জোশীমঠের পরিস্থিতি নিয়ে কোনও অযথা অনুমান প্রকাশ্যে আনতে পারবে না । পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গেলে আগে থেকে সংস্থার কর্তৃপক্ষের থেকে অনুমোদন নিতে হবে । পাশাপাশি এই সমস্ত সংস্থার কর্মীরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। সামাজিক মাধ্যমেও জোশীমঠের পরিস্থিতি নিয়ে কোনও কথা লিখতে বা বলতে পারবেন না ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আরও জানিয়েছে তারা লক্ষ্য করেছে কয়েকটি সরসারি সংস্থার থেকে তথ্য প্রকাশিত হয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে তা নিয়ে চর্চাও হচ্ছে । এই প্রবণতাতেই রাশ টানতেই নির্দেশ জারি হয়েছে । কর্তৃপক্ষের দাবি, সংবাদমাধ্যম যাতে খবর না-পায় তা নিশ্চিত করা তাদের লক্ষ্য নয়। কিন্তু বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে তথ্য় প্রকাশ করায় কয়েকটি জায়গায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে । তাতে জনমানসে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে । এটাই বন্ধ করতে চায় তারা।
এই নির্দেশের দেওয়ার ঠিক আগেই প্রকাশ্যে এসেছে ইসরোর রিপোর্ট । উপগ্রহ চিত্রের সাহায্যে তাতে দেখানে হয়েছে গত 12 দিনে 5.4 সেন্টিমিটার বসে গিয়েছে জোশীমঠ। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশ পেতেই নিজেদের ওয়েবসাইট থেকে রিপোর্ট সরিয়ে দিয়েছে ইসরো । আর এবার সমস্ত সরকারি সংস্থার জন্যই জারি হল বিশেষ নির্দেশ ।