ETV Bharat / bharat

Corbevax for 12-18 years age group: এবার 12-18 বছর বয়সিদের কোভিড টিকা ? ছাড়পত্রের আশায় কর্বেভ্যাক্স - 12 থেকে18 বছর বয়সিদের কোভিড টিকা

এবার 12-18 বছর বয়সিদের (Corbevax for 12-18 years age group) উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড টিকা কর্বেভ্যাক্সকে অনুমোদন দেওয়ার প্রস্তাব দিল সরকারি প্যানেল (Govt panel recommends EUA for BE's Covid vaccine) ৷

govt-panel-recommends-eua-for-bes-covid-vaccine-corbevax-for-12-18-years-age-group
এবার 12-18 বছর বয়সিদের কোভিড টিকা ? ছাড়পত্রের আশায় কর্বেভ্যাক্স
author img

By

Published : Feb 15, 2022, 12:31 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: 12-18 বছর বয়সিদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পরিমিত রূপে ব্যবহারের জন্য আরও একটি কোভিড টিকাকে (Corbevax vaccine for 12-18 years age group) অনুমোদন দেওয়ার প্রস্তাব দিল দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞ প্যানেল ৷ প্রস্তাব করা হয়েছে বায়োলজিক্যাল ই-র কোভিড টিকা কর্বেভ্যাক্সকে (Govt panel recommends EUA for BE's Covid vaccine) ৷

15 বছরের নিচে শিশুদের এখনও টিকাকরণের (Covid Vaccine) ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ নীতি আয়োগের সদস্য ভিকে পল সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, টিকাকরণ কর্মসূচিতে জনসংখ্যার আরও বেশি সংখ্যক নাগরিককে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷

গত 28 ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে (Covid jab Corbevax) অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ তবে দেশের টিকাকরণ অভিযানে এই টিকাকে অন্তর্ভুক্ত করা হয়নি ৷

আরও পড়ুন: Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ

একটি সূত্র জানিয়েছে, 12-18 বছর বয়সিদের (Corbevax for 12-18 years age group) উপর নির্দিষ্ট ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে কোভিড 19-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ 9 ফেব্রুয়ারি ডিসিজিআইকে পাঠানো সেই আবেদনে বায়োলজিক্যাল ই-র কর্মকর্তা শ্রীনিবাস কোসারাজু বলেছেন, গত বছর সেপ্টেম্বরে শিশু ও কিশোর-কিশোরীদের উপর কর্বেভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছিল এই সংস্থা ৷ নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর, 2021 সালের অক্টোবর মাসে ক্লিনিক্যাল স্টাডি করে বায়োলজিক্যাল ই ৷ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে যে, এই টিকা সুরক্ষিত ও রোগ প্রতিরোধে সক্ষম ৷

কর্বেভ্যাক্স টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান 28 দিনের ৷ এই ডোজ রাখতে হয় 2-8 ডিগ্রি সেলসিয়াসে ৷

আরও পড়ুন: Corona Update in India : 34 হাজার থেকে দৈনিক সংক্রমণ কমে 27 হাজারে

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: 12-18 বছর বয়সিদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পরিমিত রূপে ব্যবহারের জন্য আরও একটি কোভিড টিকাকে (Corbevax vaccine for 12-18 years age group) অনুমোদন দেওয়ার প্রস্তাব দিল দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞ প্যানেল ৷ প্রস্তাব করা হয়েছে বায়োলজিক্যাল ই-র কোভিড টিকা কর্বেভ্যাক্সকে (Govt panel recommends EUA for BE's Covid vaccine) ৷

15 বছরের নিচে শিশুদের এখনও টিকাকরণের (Covid Vaccine) ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার ৷ নীতি আয়োগের সদস্য ভিকে পল সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, টিকাকরণ কর্মসূচিতে জনসংখ্যার আরও বেশি সংখ্যক নাগরিককে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷

গত 28 ডিসেম্বর জরুরি ভিত্তিতে পরিমিত রূপে প্রাপ্তবয়স্কদের উপর ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে (Covid jab Corbevax) অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ তবে দেশের টিকাকরণ অভিযানে এই টিকাকে অন্তর্ভুক্ত করা হয়নি ৷

আরও পড়ুন: Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ

একটি সূত্র জানিয়েছে, 12-18 বছর বয়সিদের (Corbevax for 12-18 years age group) উপর নির্দিষ্ট ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে কোভিড 19-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ 9 ফেব্রুয়ারি ডিসিজিআইকে পাঠানো সেই আবেদনে বায়োলজিক্যাল ই-র কর্মকর্তা শ্রীনিবাস কোসারাজু বলেছেন, গত বছর সেপ্টেম্বরে শিশু ও কিশোর-কিশোরীদের উপর কর্বেভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছিল এই সংস্থা ৷ নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর, 2021 সালের অক্টোবর মাসে ক্লিনিক্যাল স্টাডি করে বায়োলজিক্যাল ই ৷ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে যে, এই টিকা সুরক্ষিত ও রোগ প্রতিরোধে সক্ষম ৷

কর্বেভ্যাক্স টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান 28 দিনের ৷ এই ডোজ রাখতে হয় 2-8 ডিগ্রি সেলসিয়াসে ৷

আরও পড়ুন: Corona Update in India : 34 হাজার থেকে দৈনিক সংক্রমণ কমে 27 হাজারে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.