নয়াদিল্লি, 16 জুন : ভ্যাকসিনেশনের ফলে মৃত্যুর কথা স্বীকার করল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের 'ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন' (AEFI) একটি রিপোর্টে প্রকাশ করেছে যে, জানুয়ারিতে দেশে ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর থেকে 31 জনের মধ্যে ইমিউনাইজেশন-এর পরে অত্যাধিক বিপরীত পার্শ্বপ্রতিক্রিয়া (Adverse Events Following Immunisation, AEFI) দেখা গিয়েছে আর একজন তার ফলে মারা গিয়েছেন ৷
আরও পড়ুন : আগে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে ভ্যাকসিন
জাতীয় এইএফআই কমিটির উপদেষ্টা এন কে অরোরা বলেন, "ভ্যাকসিন নেওয়ার কারণে অ্যানাফেলিক্স-এর ফলে এটাই প্রথম মৃত্যু ৷ 31 জনের মধ্যে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখি গিয়েছে ৷ যতজন ভ্যাকসিন নিচ্ছেন সেই সংখ্যার বিচারে এটা খুব কম ৷ তবে এটা বোঝা যাচ্ছে যে, ভ্যাকসিনেশনের পর সেই কেন্দ্রে 30 মিনিট অপেক্ষা করা অবশ্য দরকার ৷"
রিপোর্ট অনুযায়ী, 68 বছরের ওই ব্যক্তি 8 মার্চ ভ্যাকসিন নিয়েছিলেন ৷ তারপর তীব্র অ্যালার্জি বা 'অ্যানাফেলিক্স'-এর ফলে 31 মার্চ মারা যান তিনি ৷ 31 জনের মধ্যে তিন জনের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার আধ ঘণ্টা পরে পার্শ্বপ্রতিক্রিয়ায় অত্যাধিক অ্যালার্জির সমস্যা বা 'অ্যানাফেলিক্স' দেখা দিয়েছিল ৷ তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হলে, একজন মারা যান ৷ 18 জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়াকে 'কাকতালীয়' (coincidental) আখ্যা দেওয়া হয় ৷ সাত জনের মৃত্যু হলেও তা ভ্যাকসিনের জন্য নয় বলে জানানো হয়েছে ৷ আর দু'জনের ক্ষেত্রে যথেষ্ট তথ্য না থাকায় স্পষ্ট কিছু বলা সম্ভব হয়নি ৷
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, "সব মিলিয়ে ভ্যাকসিন নেওয়ার পর ঝুঁকির তুলনায় উপকারিতাই বেশি ৷"