ETV Bharat / bharat

Indians Stranded In Ukraine : বিকল্প পথে চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা - বিকল্প পথে সরকারের চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা

রাশিয়া বাদে অন্যান্য যে সকল দেশগুলির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক (Govt is organizing evacuation flights for Indians stranded in Ukraine) ৷

Indians Stranded In Ukraine
বিকল্প পথে চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা
author img

By

Published : Feb 25, 2022, 6:31 PM IST

Updated : Feb 25, 2022, 8:13 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নয়া ব্যবস্থার বন্দোবস্ত করল সরকার ৷ পরিকল্পনায় বদল এনে রাশিয়া বাদে অন্যান্য যে সকল দেশগুলির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক (Govt is organizing evacuation flights for Indians stranded in Ukraine) ৷ পুরো ব্যবস্থাপনার ব্যয় বহন করবে ভারত সরকারই ৷

যুদ্ধের আশঙ্কায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান 22, 24 এবং 26 ফেব্রুয়ারি ইউক্রেন থেকে ফিরিয়ে আনবে সেদেশে আটকে পড়া ভারতীয়দের ৷ পরিকল্পনা মোতাবেক 22 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 242 জনকে নিয়ে নিরাপদে নয়াদিল্লিতে পৌঁছেছিল ৷ কিন্তু এরপরই বদলে যায় সামগ্রিক পরিস্থিতি ৷ বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে আক্রমণ ঘোষণা করার পর বন্ধ করে দেওয়া হয় সেদেশের এয়ারস্পেস ৷ এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটিকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয় দেশে ৷ তখনও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রায় 16 হাজার ভারতীয় আটকে ৷

স্বাভাবিকভাবেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে বিকল্প রাস্তার কথা ভাবতে হত ভারত সরকারকে ৷ রাশিয়া বাদে ইউক্রেনের সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত দিয়ে আকাশপথে ফেরানোই একমাত্র পথ হিসেবে খোলা ছিল সরকারের কাছে ৷

  • Embassy of India in Ukraine issues advisory to all Indian nationals/students in Ukraine - Govt of India is working to establish evacuation routes from Romania and Hungary pic.twitter.com/MUWwh8wTLG

    — ANI (@ANI) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কখন রওনা হবে উদ্ধারকারী বিমানগুলি :

সরকারি সূত্র মারফৎ জানা গিয়েছে , ভারতীয় সময় শুক্রবার রাতেই বুখারেস্ট (রোমানিয়া) থেকে ভারত সরকারের একটি চার্টার্ড বিমান রওনা হবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ৷ আরেকটি বিমান রওনা হবে আগামীকাল বুদাপেস্ট (হাঙ্গেরি) থেকে ৷

  • কারা তদারকি করবেন পুরো বিষয়টি :

বিদেশমন্ত্রকের একটি করে বিশেষ দল হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া সীমান্তে পৌঁছে যাবে ৷ তারাই পুরো উদ্ধারকাজ তদারকি করবে ৷

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য নয়া ব্যবস্থার বন্দোবস্ত করল সরকার ৷ পরিকল্পনায় বদল এনে রাশিয়া বাদে অন্যান্য যে সকল দেশগুলির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তৎপর হল বিদেশমন্ত্রক (Govt is organizing evacuation flights for Indians stranded in Ukraine) ৷ পুরো ব্যবস্থাপনার ব্যয় বহন করবে ভারত সরকারই ৷

যুদ্ধের আশঙ্কায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান 22, 24 এবং 26 ফেব্রুয়ারি ইউক্রেন থেকে ফিরিয়ে আনবে সেদেশে আটকে পড়া ভারতীয়দের ৷ পরিকল্পনা মোতাবেক 22 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 242 জনকে নিয়ে নিরাপদে নয়াদিল্লিতে পৌঁছেছিল ৷ কিন্তু এরপরই বদলে যায় সামগ্রিক পরিস্থিতি ৷ বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেনে আক্রমণ ঘোষণা করার পর বন্ধ করে দেওয়া হয় সেদেশের এয়ারস্পেস ৷ এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটিকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয় দেশে ৷ তখনও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রায় 16 হাজার ভারতীয় আটকে ৷

স্বাভাবিকভাবেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে বিকল্প রাস্তার কথা ভাবতে হত ভারত সরকারকে ৷ রাশিয়া বাদে ইউক্রেনের সঙ্গে অন্যান্য দেশের সীমান্ত দিয়ে আকাশপথে ফেরানোই একমাত্র পথ হিসেবে খোলা ছিল সরকারের কাছে ৷

  • Embassy of India in Ukraine issues advisory to all Indian nationals/students in Ukraine - Govt of India is working to establish evacuation routes from Romania and Hungary pic.twitter.com/MUWwh8wTLG

    — ANI (@ANI) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কখন রওনা হবে উদ্ধারকারী বিমানগুলি :

সরকারি সূত্র মারফৎ জানা গিয়েছে , ভারতীয় সময় শুক্রবার রাতেই বুখারেস্ট (রোমানিয়া) থেকে ভারত সরকারের একটি চার্টার্ড বিমান রওনা হবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ৷ আরেকটি বিমান রওনা হবে আগামীকাল বুদাপেস্ট (হাঙ্গেরি) থেকে ৷

  • কারা তদারকি করবেন পুরো বিষয়টি :

বিদেশমন্ত্রকের একটি করে বিশেষ দল হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া সীমান্তে পৌঁছে যাবে ৷ তারাই পুরো উদ্ধারকাজ তদারকি করবে ৷

Last Updated : Feb 25, 2022, 8:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.