ETV Bharat / bharat

ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের

করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি ৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা ৷ এরই মধ্যে নতুন "ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট"-এর সন্ধান পাওয়া গেল ভারতের বেশ কিছু রাজ্যে ৷ একে "দুশ্চিন্তার" (variant of concern) বলে জানাল ভারত ৷

author img

By

Published : Jun 23, 2021, 11:27 AM IST

আরও শক্তিশালী ডেল্টা প্লাস
আরও শক্তিশালী ডেল্টা প্লাস

নয়া দিল্লি, 23 জুন : কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ৷ প্রতিটি নাগরিককে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজও সম্পূর্ণ হয়নি ৷ তবে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বেশ কিছু রাজ্যে ৷ হয়ত সেপ্টেম্বর-অক্টোবরেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা ৷ এরই মধ্যে করোনাভাইরাসের নতুন "ডেল্টা প্লাস" ভ্যারিয়ান্টকে (Delta Plus variant) "দুশ্চিন্তার" (variant of concern) বলে জানাল কেন্দ্র ৷ ইতিমধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালার কিছু জেলায় এই মারাত্মক 'ভিওসি'-র সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷

মহারাষ্ট্রের রত্নগিরি, জলগাঁও জেলা, কেরালার পালাক্কার, পাঠানামথিত্তা জেলা, মধ্যপ্রদেশের ভোপাল, শিবপুরী জেলা থেকে আক্রান্তদের সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স করে 22 জনের শরীরে "ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট"-এর সন্ধান পাওয়া গিয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৷ তিনটি চরিত্রের "ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট" পাওয়া গিয়েছে, যা আগের থেকে বেশি শক্তিশালী ৷ এতে ফুসফুসের ক্ষতি হতে পারে, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির সম্ভাবনাও কমে যাবে ৷

আরও পডু়ন : বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা

  • যে সব জেলাগুলিতে এই ভিওসি খুঁজে পাওয়া যাবে, সেই অঞ্চলগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ ভিড় না জমানো, বেশি সংখ্যায় পরীক্ষা, অগ্রাধিকার বুঝে আগেভাগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে রাজ্যগুলিকে ৷
  • ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন আর রাশিয়াতে এই ভ্যারিয়্যান্টের সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
  • ভারতের সার্স-কোভ-2 জিনোমিকস কনসরটিয়াম বা INSACOG একে চিহ্নিত করেছে ৷ তাই যে সব রাজ্যে এই ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে, তাদের INSACOG-এর বিশেষ ল্যাবে নমুনা পাঠাতে বলা হয়েছে ৷
  • প্যানডেমিক পরিস্থিতিতে উন্নতি হলেও এই ভ্যারিয়্যান্টের উপস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল ৷ তিনি সবাইকে কোভিড-19 বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছেন ৷
  • যদিও কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, মে মাসের তুলনায় এখন ভারতে দৈনিক সংক্রমণ প্রায় 90 শতাংশ কমে এসেছে ৷ 4 মে আর 10 মে-তে সবচেয়ে বেশি পজিটিভিটি রেট ছিল 21.4 শতাংশ ৷ এখন তা হ্রাস পেয়েছে 84 শতাংশ ৷
  • সোমবার ভারতে 42640 টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, মার্চ মাসের পর সবচেয়ে কম ৷ মৃত্যু হয়েছে 1167 জনের ৷

তাও চিন্তা বাড়াল এই নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ ৷

নয়া দিল্লি, 23 জুন : কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ৷ প্রতিটি নাগরিককে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজও সম্পূর্ণ হয়নি ৷ তবে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বেশ কিছু রাজ্যে ৷ হয়ত সেপ্টেম্বর-অক্টোবরেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা ৷ এরই মধ্যে করোনাভাইরাসের নতুন "ডেল্টা প্লাস" ভ্যারিয়ান্টকে (Delta Plus variant) "দুশ্চিন্তার" (variant of concern) বলে জানাল কেন্দ্র ৷ ইতিমধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালার কিছু জেলায় এই মারাত্মক 'ভিওসি'-র সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷

মহারাষ্ট্রের রত্নগিরি, জলগাঁও জেলা, কেরালার পালাক্কার, পাঠানামথিত্তা জেলা, মধ্যপ্রদেশের ভোপাল, শিবপুরী জেলা থেকে আক্রান্তদের সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স করে 22 জনের শরীরে "ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট"-এর সন্ধান পাওয়া গিয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৷ তিনটি চরিত্রের "ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট" পাওয়া গিয়েছে, যা আগের থেকে বেশি শক্তিশালী ৷ এতে ফুসফুসের ক্ষতি হতে পারে, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির সম্ভাবনাও কমে যাবে ৷

আরও পডু়ন : বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা

  • যে সব জেলাগুলিতে এই ভিওসি খুঁজে পাওয়া যাবে, সেই অঞ্চলগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ ভিড় না জমানো, বেশি সংখ্যায় পরীক্ষা, অগ্রাধিকার বুঝে আগেভাগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে রাজ্যগুলিকে ৷
  • ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন আর রাশিয়াতে এই ভ্যারিয়্যান্টের সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
  • ভারতের সার্স-কোভ-2 জিনোমিকস কনসরটিয়াম বা INSACOG একে চিহ্নিত করেছে ৷ তাই যে সব রাজ্যে এই ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে, তাদের INSACOG-এর বিশেষ ল্যাবে নমুনা পাঠাতে বলা হয়েছে ৷
  • প্যানডেমিক পরিস্থিতিতে উন্নতি হলেও এই ভ্যারিয়্যান্টের উপস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল ৷ তিনি সবাইকে কোভিড-19 বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছেন ৷
  • যদিও কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, মে মাসের তুলনায় এখন ভারতে দৈনিক সংক্রমণ প্রায় 90 শতাংশ কমে এসেছে ৷ 4 মে আর 10 মে-তে সবচেয়ে বেশি পজিটিভিটি রেট ছিল 21.4 শতাংশ ৷ এখন তা হ্রাস পেয়েছে 84 শতাংশ ৷
  • সোমবার ভারতে 42640 টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, মার্চ মাসের পর সবচেয়ে কম ৷ মৃত্যু হয়েছে 1167 জনের ৷

তাও চিন্তা বাড়াল এই নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.