নয়াদিল্লি, 24 মার্চ: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) জন্য় সুখবর ৷ ফের মহার্ঘভাতা বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্য় সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের কর্মীদের আরও বাড়ল ডিএ-র ফারাক ৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা (Central Govt Ministry) আরও চার শতাংশ ডিএ বৃ্দ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ যার জেরে প্রায় 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী এই মহার্ঘ ভাতায় লাভবান হবেন ৷ প্রসঙ্গত এই 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ফলে 38 শতাংশ থেকে এখন কেন্দ্রের ডিএ বেড়ে হল 42 শতাংশ ৷
এদিন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার বিশেষ কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের জানান, ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) উভয়ের বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের রাজকোষের উপর প্রতি বছর অতিরিক্ত 13 হাজার কোটি টাকার প্রভাব পড়বে ৷ 1 জানুয়ারি, 2023 থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য় এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সপ্তম কেন্দ্রীয় পে-কমিশনের সুপারিশের উপর ভিত্তি করেই এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: ভারতের জন্য লড়াইয়ে যেকোনও মূল্য দিতে প্রস্তুত, হুঁশিয়ারি রাহুলের
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হয়। সূত্রের খবর, সাধারণ জিনিসপত্রের বর্ধিত দাম এবং অন্যান্য মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যেমন বাড়বে, পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। কেন্দ্রের দাবি, নিয়ম মেনেই শুক্রবার, ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যদিও কেন্দ্রের ডিএ বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে বাংলায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির খবরে এ রাজ্য়ে ডিএ নিয়ে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বাড়ছে। পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।