ETV Bharat / bharat

80 শতাংশ করোনা সংক্রমণে দায়ী ডেল্টা ভ্যারিয়্যান্ট, দাবি বিশেষজ্ঞের

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ডেল্টা ভ্যারিয়্যান্ট দায়ী ৷ সোমবার জানালেন ভারতে করোনা সংক্রান্ত জেনোমিক্স কনসোর্টিয়ামের সহযোগী চেয়্যারম্যান ড. এন কে অরোরা ৷

govt expert panel chief says delta variant accounts for 80 per cent of new Covid cases
80 শতাংশ করোনা সংক্রমণ ডেল্টা ভ্যারিয়্যান্টের জন্য হয়েছে, দাবি সরকারের প্যানেলের
author img

By

Published : Jul 19, 2021, 7:27 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়্যান্ট ৷ 80 শতাংশ রোগী নতুন এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ৷ সোমবার এই কথা জানালেন ভারতে করোনা সংক্রান্ত জেনোমিক্স কনসোর্টিয়ামের সহযোগী চেয়্যারম্যান ড. এন কে অরোরা ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে নতুন কোনও ভ্যারিয়্যান্ট এলে, তা আরও ভয়ঙ্কর হতে পারে ৷

ডেল্টা ভ্যারিয়্যান্ট করোনার আলফা ভ্যারিয়্যান্টের চেয়ে 40-60 শতাংশ বেশি সংক্রামক ৷ আর এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর-সহ বিশ্বের 80টি দেশে ৷

আরও পড়ুন : Corona Lockdown : লকডাউনে বন্ধ উৎসব-অনুষ্ঠান, প্রবল সমস্যায় ছোট ব্যবসায়ীরা

ড. অরোরা জানিয়েছেন, ডেল্টা প্লাসের দু’টি ভ্যারিয়্যান্টের সংক্রমণ দেশের 11টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ৷ এখনও পর্যন্ত 50-60 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ 11টি রাজ্যের তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের মতো রাজ্য রয়েছে ৷ এই ভ্যারিয়্যান্টের চরিত্র সম্পর্কে গবেষণা চলছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতির প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন ৷ ড. অরোরা জানালেন, ডেল্টা ভ্যারিয়্যান্টে স্পাইক প্রোটিন রয়েছে ৷ যা কোষের ত্বকে আরও মজবুত ভাবে থাকতে পারে ৷ আর এটা আরও বেশি সংক্রামক ৷ রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাতও অনেক বেশি করতে পারে ৷

উল্লেখ্য, ডেল্টা ভ্যারিয়্যান্ট প্রথমবার ভারতেই চিহ্নিত হয় ৷ সেটা ছিল গত বছরের অক্টোবর ৷ মহারাষ্ট্রে প্রথমবার এই ভ্যারিয়্যান্ট সামনে এসেছিল ৷ পরে উত্তর ও পশ্চিম ভারতের দিকে ছড়িয়ে পড়ে ৷ তার পর তা ধীরে ধীরে মধ্য ভারত হয়ে পূর্বদিকে সংক্রমণ ছড়াতে শুরু করে ৷

আরও পড়ুন : বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা

ড. অরোরা জানিয়েছেন যে এই ভ্যারিয়্যান্ট মানুষের শরীরের কোষের ক্ষতি করে ৷ দ্রুত নিজেদের সংখ্যা বৃদ্ধি করে ৷ ফুসফুসের উপর গভীর প্রভাব ফেলে ৷ তবে এর জেরে যে রোগগুলি হচ্ছে, তা খুবই ক্ষতিকর, তা বলা শক্ত বলে ড. অরোরার মত ৷ কিন্তু যে বয়সের লোকেরা দ্বিতীয় ঢেউয়ের সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর যা মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তা প্রথম দফার করোনা সংক্রমণের সঙ্গে অনেকটা একই রকম বলে তিনি জানান ৷

চলতি বছরের মার্চের শেষ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ দেশজুড়ে বাড়তে শুরু করে ৷ এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ দেশের অধিকাংশ জায়গায় করোনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে ৷ তবে দেশের উত্তর-পূর্ব অংশ ও দক্ষিণের কিছু জেলায় সংক্রমণের হার অনেকটাই বেশি ৷ এটা করোনার করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের প্রভাবেই হচ্ছে বলে মত ড. অরোরার ৷

আরও পড়ুন : Corona in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দ্বিতীয় ঢেউয়ের প্রভাব থেকে দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি ৷ তার উপর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে রক্ষা পাওয়ার জন্য করোনার টিকা নেওয়াই একমাত্র উপায় বলে মনে করছেন ড. অরোরা ৷ কারণ, তাহলে কিছুটা হলেও সুরক্ষিত থাকা যাবে ৷ তার সঙ্গে সকলকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 19 জুলাই : ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ডেল্টা ভ্যারিয়্যান্ট ৷ 80 শতাংশ রোগী নতুন এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ৷ সোমবার এই কথা জানালেন ভারতে করোনা সংক্রান্ত জেনোমিক্স কনসোর্টিয়ামের সহযোগী চেয়্যারম্যান ড. এন কে অরোরা ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে নতুন কোনও ভ্যারিয়্যান্ট এলে, তা আরও ভয়ঙ্কর হতে পারে ৷

ডেল্টা ভ্যারিয়্যান্ট করোনার আলফা ভ্যারিয়্যান্টের চেয়ে 40-60 শতাংশ বেশি সংক্রামক ৷ আর এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর-সহ বিশ্বের 80টি দেশে ৷

আরও পড়ুন : Corona Lockdown : লকডাউনে বন্ধ উৎসব-অনুষ্ঠান, প্রবল সমস্যায় ছোট ব্যবসায়ীরা

ড. অরোরা জানিয়েছেন, ডেল্টা প্লাসের দু’টি ভ্যারিয়্যান্টের সংক্রমণ দেশের 11টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ৷ এখনও পর্যন্ত 50-60 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ 11টি রাজ্যের তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের মতো রাজ্য রয়েছে ৷ এই ভ্যারিয়্যান্টের চরিত্র সম্পর্কে গবেষণা চলছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতির প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন ৷ ড. অরোরা জানালেন, ডেল্টা ভ্যারিয়্যান্টে স্পাইক প্রোটিন রয়েছে ৷ যা কোষের ত্বকে আরও মজবুত ভাবে থাকতে পারে ৷ আর এটা আরও বেশি সংক্রামক ৷ রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাতও অনেক বেশি করতে পারে ৷

উল্লেখ্য, ডেল্টা ভ্যারিয়্যান্ট প্রথমবার ভারতেই চিহ্নিত হয় ৷ সেটা ছিল গত বছরের অক্টোবর ৷ মহারাষ্ট্রে প্রথমবার এই ভ্যারিয়্যান্ট সামনে এসেছিল ৷ পরে উত্তর ও পশ্চিম ভারতের দিকে ছড়িয়ে পড়ে ৷ তার পর তা ধীরে ধীরে মধ্য ভারত হয়ে পূর্বদিকে সংক্রমণ ছড়াতে শুরু করে ৷

আরও পড়ুন : বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা

ড. অরোরা জানিয়েছেন যে এই ভ্যারিয়্যান্ট মানুষের শরীরের কোষের ক্ষতি করে ৷ দ্রুত নিজেদের সংখ্যা বৃদ্ধি করে ৷ ফুসফুসের উপর গভীর প্রভাব ফেলে ৷ তবে এর জেরে যে রোগগুলি হচ্ছে, তা খুবই ক্ষতিকর, তা বলা শক্ত বলে ড. অরোরার মত ৷ কিন্তু যে বয়সের লোকেরা দ্বিতীয় ঢেউয়ের সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর যা মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তা প্রথম দফার করোনা সংক্রমণের সঙ্গে অনেকটা একই রকম বলে তিনি জানান ৷

চলতি বছরের মার্চের শেষ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ দেশজুড়ে বাড়তে শুরু করে ৷ এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ দেশের অধিকাংশ জায়গায় করোনার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে ৷ তবে দেশের উত্তর-পূর্ব অংশ ও দক্ষিণের কিছু জেলায় সংক্রমণের হার অনেকটাই বেশি ৷ এটা করোনার করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের প্রভাবেই হচ্ছে বলে মত ড. অরোরার ৷

আরও পড়ুন : Corona in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দ্বিতীয় ঢেউয়ের প্রভাব থেকে দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি ৷ তার উপর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে রক্ষা পাওয়ার জন্য করোনার টিকা নেওয়াই একমাত্র উপায় বলে মনে করছেন ড. অরোরা ৷ কারণ, তাহলে কিছুটা হলেও সুরক্ষিত থাকা যাবে ৷ তার সঙ্গে সকলকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.