নয়াদিল্লি, 20 জুলাই: টমেটোর দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারের ৷ বৃহস্পতিবার থেকে কেজি প্রতি 70 টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো ৷ কেন্দ্রের পক্ষ থেকে টমেটোর দামে ভরতুকি মেলায় কেজি প্রতি দাম কমেছে ৷ ভরতুকি যুক্ত টমেটোর দাম কেজি প্রতি 80 টাকা থেকে কমে 70 টাকা হয়েছে ৷ দিল্লির বেশ কিছু এলাকায় ন্যাশনাল কমজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং ন্যাশনাল অগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) পক্ষ থেকে আম জনতার সুবিধার্থে কেজি প্রতি 80 টাকা করে বিক্রি হচ্ছে টমেটো ৷
দেশ জুড়ে টমেটোর হঠাৎ মূল্য বৃদ্ধিতে নাজাহাল আমজনতা ৷ সোশাল মিডিয়া থেকে শুরু করে গৃহস্থের আড্ডা রীতিমতো সর্বত্র আলোচনায় উঠে আসছে টমেটো ৷ অধিকাংশ রাজ্যে প্রতি কেজি টমেটো 120 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ কোনও কোনও জায়গায় আবার 150-200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷ রাজধানীতে বিক্রি হচ্ছে 120 টাকা দরে ৷ জনগণের স্বার্থে ইতিমধ্যেই, ন্যাশনাল কমজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং ন্যাশনাল অগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে 70 টাকা কেজি দরে টমেটো পাওয়া যাবে ৷
আরও পড়ুন: চুরি যাওয়ার আশঙ্কা, টমেটো রক্ষায় বাউন্সার মোতায়েন সবজি বিক্রেতার
চলতি মাসের 16 তারিখ থেকে টমেটোর দামে রাশ টানতে উদ্যোগ নেয় ন্যাশনাল কমজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং ন্যাশনাল অগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) ৷ এই দুই সংস্থা টমেটোর পক্ষ থেকে কেজি প্রতি 80 টাকা দরে বিক্রি করা হচ্ছিল ৷ এবার তা 70 টাকা কেজি দরে বিক্রি করছে টমেটো ৷ এই দুই সরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত এক মাসের মধ্যে টমেটোর দাম আকাশ ছোঁয়া হয়েছে ৷ ইতিমধ্য়েই অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরকার টমেটো কেনা শুরু করেছে ৷ এই এলাকাগুলিতেই সবথেকে বেশি টমেটো উৎপাদান হয় ৷ চলতি মাসের 14 থেকে 18 তারিখ পর্যন্ত 391 টন টমেটো সংগ্রহ করেছে এই দুই সংস্থা ৷
আরও পড়ুন: টমেটো বিক্রি করে কোটিপতি হিমাচলের কৃষক !
ক্রেতা সুরক্ষা দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী গড়ে ভারতের বেশ কিছু জায়গায় 120 (119.29) টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো ৷ মুম্বইতে কেজি প্রতি 155 টাকা, চেন্নাইয়ে 132 টাকা, কলকাতায় 143 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ সাধারণত টমেটোর উৎপাদন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত টমেটোর উৎপাদন কম হওয়ায় দাম বৃদ্ধি পায় ৷ এই বছর যা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে ৷