নয়াদিল্লি, 18 জুলাই: আগামী 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন ৷ এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার ।
প্রথাগত গেট-টুগেদার: সংসদের যে কোনও অধিবেশন শুরুর প্রাক্কালে সর্বদলীয় বৈঠক হল একটি প্রথাগত গেট-টুগেদার ৷ এই বৈঠকে বিভিন্ন দল তাদের নানা ইস্যুকে সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের সামনে উপস্থাপিত করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ রকম বহু সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছেন ।
ধনকড়ের ডাকা বৈঠক পিছল: মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের ডাকা অনুরূপ একটি সর্বদলীয় বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে ৷ আজ বৈঠক হলে হাজির থাকতে পারতেন না বেশ কয়েকটি দলের নেতা । কারণ এ দিনই বিরোধী দলগুলি বেঙ্গালুরুতে বৈঠক করছে আর ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বৈঠকে বসেছে দিল্লিতে ।
আরও পড়ুন: 'ইন্ডিয়া' জিতবে বিজেপি হারবে, নয়া জোটের নামে উচ্ছ্বসিত মমতা
রাজনাথের নেতৃত্বে বৈঠক: এ দিন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি ও রাজ্যসভায় সরকার পক্ষের নেতা পীযূষ গোয়েল-সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সূত্র বলছে যে, সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকের সঙ্গে সম্পর্ক রয়েছে এই বৈঠকের ৷ কারণ এই বৈঠকেই শাসকদল আসন্ন বাদল অধিবেশনের জন্য তাদের দৃষ্টিভঙ্গি ও স্ট্র্যাটেজি স্থির করেছে ৷
ঝোড়ো অধিবেশন হওয়ার সম্ভাবনা: এই বছরে বিধানসভা নির্বাচন এবং পরের বছর লোকসভা নির্বাচনের জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিজেপি ও বিরোধী দলগুলি একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে চলেছে ৷ নির্বাচনের কথা মাথায় রেখেই বেঙ্গালুরু ও দিল্লিতে বৈঠকে বসেছে যুযুধান দু'পক্ষ - এনডিএ ও বিরোধী দলগুলির জোট ৷ ফলে সংসদের আসন্ন অধিবেশনও ঝোড়ো হবে বলে মনে করা হচ্ছে । কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি মূল্যবৃদ্ধি ও তদন্ত সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগের পাশাপাশি মণিপুর সংকট নিয়ে সরকারকে কোণঠাসা করতে চাইবে । গত অধিবেশনও ঘন ঘন বিরোধীদের বিক্ষোভে বিঘ্নিত হয়েছিল ৷