ETV Bharat / bharat

Governor Wishes on Eid: ঈদের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস - ঈদ উল ফিতর

আজ খুশির ঈদ ৷ রাজ্য থেকে দেশ তথা সারা দুনিয়ায় পালিত হচ্ছে এই উৎসব ৷ এই আনন্দের উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

C V Anand Bose
সিভি আনন্দ বোস
author img

By

Published : Apr 22, 2023, 12:17 PM IST

Updated : Apr 22, 2023, 2:45 PM IST

কলকাতা, 22 এপ্রিল: ঈদের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "এই আনন্দ উৎসব দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বন্ধুত্বের চেতনা এবং সমাজের সকল শ্রেণির মধ্যে ভ্রাতৃত্বের প্রতি আমাদের বিশ্বাসকে ফের নিশ্চিত করার সুযোগ প্রদান করুক ৷" তিনি ঈদ উপলক্ষ্যে বঙ্গবাসীর মঙ্গল কামনা করেন ৷

পাশাপাশি ঈদের সকালে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ৷ এছাড়া এদিন এনআরসি নিয়ে তাঁর মতামত আবার স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে শুক্রবার ৷ ফলে এক মাস সিয়াম পালনের পর আজ শনিবার মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে ৷ সকাল সকাল ঈদের নমাজ শেষে পরস্পরকে আলিঙ্গনের দৃশ্য দেখা গেল দেশজুড়ে ৷ উৎসবে দেশের প্রায় সব সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করেন ৷ মিষ্টি, সিমুই, লাচ্ছা, বিরিয়ানির মতো সুস্বাদু জিভে জল আনা খাবারের আয়োজন হয় ঘরে ঘরে ৷ দিনভর নানা সমাজিক সচেতনতামূলক কাজ, সকলকে ঐক্যবদ্ধ করতে নানাবিধ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ৷ পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

এবছর রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ঈদগাহে ফুল, মিষ্টি নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ৷ কোথাও কোনও অশান্তির সম্ভাবনা রয়েছে কি না, তা খোঁজ খবর নেওয়া হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবার রক্তদান উৎসবের আয়োজন হয়েছে ৷ জনপ্রতিনিধি, স্থানীয় পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাজ্য তথা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷

আরও পড়ুন: 'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার

কলকাতা, 22 এপ্রিল: ঈদের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "এই আনন্দ উৎসব দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বন্ধুত্বের চেতনা এবং সমাজের সকল শ্রেণির মধ্যে ভ্রাতৃত্বের প্রতি আমাদের বিশ্বাসকে ফের নিশ্চিত করার সুযোগ প্রদান করুক ৷" তিনি ঈদ উপলক্ষ্যে বঙ্গবাসীর মঙ্গল কামনা করেন ৷

পাশাপাশি ঈদের সকালে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ৷ এছাড়া এদিন এনআরসি নিয়ে তাঁর মতামত আবার স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে শুক্রবার ৷ ফলে এক মাস সিয়াম পালনের পর আজ শনিবার মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে ৷ সকাল সকাল ঈদের নমাজ শেষে পরস্পরকে আলিঙ্গনের দৃশ্য দেখা গেল দেশজুড়ে ৷ উৎসবে দেশের প্রায় সব সম্প্রদায়ের মানুষই অংশগ্রহণ করেন ৷ মিষ্টি, সিমুই, লাচ্ছা, বিরিয়ানির মতো সুস্বাদু জিভে জল আনা খাবারের আয়োজন হয় ঘরে ঘরে ৷ দিনভর নানা সমাজিক সচেতনতামূলক কাজ, সকলকে ঐক্যবদ্ধ করতে নানাবিধ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ৷ পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

এবছর রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ঈদগাহে ফুল, মিষ্টি নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ৷ কোথাও কোনও অশান্তির সম্ভাবনা রয়েছে কি না, তা খোঁজ খবর নেওয়া হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে আবার রক্তদান উৎসবের আয়োজন হয়েছে ৷ জনপ্রতিনিধি, স্থানীয় পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাজ্য তথা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷

আরও পড়ুন: 'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার

Last Updated : Apr 22, 2023, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.