ETV Bharat / bharat

Priyanka Children Insta not Hacked : প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা হ্যাক হয়নি, দাবি সরকারি সূত্রের - Government Suo Motu probe ordered on this case

গত মঙ্গলবার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে অভিযোগ করেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেই নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্র ৷ সেখান থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে (Priyanka Children Insta not Hacked) ৷

government sources says instagram accounts of priyanka gandhi children not hack
Priyanka Children Insta not Hacked : প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা হ্যাক হয়নি, সরকার সূত্রে খবর
author img

By

Published : Dec 23, 2021, 6:18 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর : তাঁর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্র সেই দাবি উড়িয়ে দিয়েছে (government sources says instagram accounts of priyanka gandhi children not hack) ৷ কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি ৷

গত মঙ্গলবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা এই অভিযোগ তুলেছিলেন ৷ সেদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৷ তার আগে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছিলেন ৷ তার প্রেক্ষিতেই প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷ সরকারের কি আর কোনও কাজ নেই ?’’

এদিন সেই বিষয়টিই কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ তবে সরকারি তরফে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷ কিন্তু বুধবার এই নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা হয় সরকারের তরফে (Government Suo Motu probe ordered on this case) ৷ সরকারের ওই সূত্রের বক্তব্য, তদন্তের শুরুতেই যোগাযোগ করা হয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে ৷ তারা জানিয়েছে যে, প্রিয়াঙ্কার পরিবারের তরফে এই নিয়ে কোনও অভিযোগ তাদের কাছে আসেনি ৷ পুরো বিষয়টিই ভিত্তিহীন ৷

ওই সূত্র জানিয়েছে, মন্ত্রকের তরফে কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমকে ব্যাপারটি তদন্ত করে দেখতে বলেছে ৷ প্রোটোকল অনুযায়ী, তারা হয়তো প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গেও কথা বলতে পারে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Attacks BJP : সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সরব প্রিয়াঙ্কা

এদিকে মঙ্গলবার প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়রা জানিয়েছিলেন যে তাঁদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে ৷ তাঁরা এই নিয়ে আইনি ব্যবস্থা নেবেন ৷ তিনিও ইস্যুতে সরকারের বিরুদ্ধেই তোপ দাগেন ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর : তাঁর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ যদিও কেন্দ্রীয় সরকারের একটি সূত্র সেই দাবি উড়িয়ে দিয়েছে (government sources says instagram accounts of priyanka gandhi children not hack) ৷ কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি ৷

গত মঙ্গলবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা এই অভিযোগ তুলেছিলেন ৷ সেদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৷ তার আগে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছিলেন ৷ তার প্রেক্ষিতেই প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷ সরকারের কি আর কোনও কাজ নেই ?’’

এদিন সেই বিষয়টিই কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ তবে সরকারি তরফে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷ কিন্তু বুধবার এই নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা হয় সরকারের তরফে (Government Suo Motu probe ordered on this case) ৷ সরকারের ওই সূত্রের বক্তব্য, তদন্তের শুরুতেই যোগাযোগ করা হয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে ৷ তারা জানিয়েছে যে, প্রিয়াঙ্কার পরিবারের তরফে এই নিয়ে কোনও অভিযোগ তাদের কাছে আসেনি ৷ পুরো বিষয়টিই ভিত্তিহীন ৷

ওই সূত্র জানিয়েছে, মন্ত্রকের তরফে কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমকে ব্যাপারটি তদন্ত করে দেখতে বলেছে ৷ প্রোটোকল অনুযায়ী, তারা হয়তো প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গেও কথা বলতে পারে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Attacks BJP : সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সরব প্রিয়াঙ্কা

এদিকে মঙ্গলবার প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়রা জানিয়েছিলেন যে তাঁদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে ৷ তাঁরা এই নিয়ে আইনি ব্যবস্থা নেবেন ৷ তিনিও ইস্যুতে সরকারের বিরুদ্ধেই তোপ দাগেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.