নয়াদিল্লি, 6 মে : কোভিড অতিমারিতে অতিরিক্ত 47 লক্ষ মৃত্যু দেখেছে ভারত, যা গোটা পৃথিবীর নিরিখে সর্বাধিক ৷ পালটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এই 'অতিরিক্ত মৃত্যুহার'-কে অসঙ্গত দাবি করল কেন্দ্র ৷ 'হু'-র তথ্যের সঙ্গে বাস্তবের সঙ্গে কোনও মিল নেই ৷ এমনটা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে বলা হয়েছে, এদেশে মানুষের জন্ম-মৃত্যু নথিভুক্তকরণের ক্ষেত্রে বলিষ্ঠ সিস্টেম রয়েছে ৷ আর সেই তথ্য ভান্ডারকে মান্যতা না দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পেশ করা রিপোর্ট পরিসংখ্যানগতভাবে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য নয় (Government says the excess mortality in COVID reported by WHO is incorrect) ৷
বৃহস্পতিবার পেশ করা একটি তথ্যে বিশ্ব স্বাস্থ্য জানায়, জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত ভারতবর্ষে অতিরিক্ত 47 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যা সরকারি হিসেবের তুলনায় 10 গুণ বেশি এবং কোভিডের জেরে পৃথিবীর মোট মৃত্যুর এক তৃতীয়াংশ ৷ এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতি জারি করে ৷
সেখানে বলা হয়েছে, "ভারতে কোভিডের জেরে তৈরি হওয়া উদ্বেগ কোনওরকমভাবে নিরসনের চেষ্টা না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরং অতিরিক্ত মৃত্যু প্রকাশ করেছে ৷" এমনকি ভারতের তরফে ক্রমাগত তাদেরকে সরকারি তথ্য পেশ করা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাগাতার ভাবে অতিরিক্ত মৃত্যুহার দেখিয়ে এসেছে বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রকের ৷
আরও পড়ুন : সাড়ে তিন হাজার ছাড়াল করোনা সংক্রমণ, মৃত 27
কোভিডের জেরে দেশে মৃত্যু এবং অতিমারী না ঘটলে দেশের আনুমানিক মৃত্যু কত হতে পারত ৷ এই দু'য়ের ব্যবধানকেই 'অতিরিক্ত মৃত্যু' হিসেবে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ বিতর্কের মধ্যে এদিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য গুজরাতে 'স্বাস্থ্য চিন্তন শিবির'-এর উদ্বোধনে কোভিড প্রতিরোধে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের বাকি দেশগুলোকে দেখিয়ে দিয়েছে কীভাবে অতিমারী মোকাবিলা করতে হয় ৷"