ETV Bharat / bharat

দৈনিক সংক্রমণ 2 লক্ষের নিচে, করোনার গ্রাফ নিম্নমুখী : কেন্দ্র - GoI

এদিন সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল ৷ তাঁর দাবি, করোনা থেকে সেরে ওঠার হারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷

দৈনিক সংক্রমণ 2 লক্ষের নিচে, করোনা নিম্নমুখী : কেন্দ্র
দৈনিক সংক্রমণ 2 লক্ষের নিচে, করোনা নিম্নমুখী : কেন্দ্র
author img

By

Published : Jun 4, 2021, 7:07 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনার সংক্রমণ আবার নিম্নমুখী ৷ গত 28 মে থেকে সারা দেশে দৈনিক করোনা সংক্রমণের হার দু’লক্ষের নিচে রয়েছে ৷ আর গত 7 মে-র পর থেকে করোনা সংক্রমণ 68 শতাংশ কমেছে ৷ শুক্রবার এই কথাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

এদিন সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল ৷ তিনি জানান, এখনও দেশের পাঁচ রাজ্যে মোট সংক্রমণের 66 শতাংশ হচ্ছে ৷ আর বাকি 33 শতাংশ সংক্রমণ দেশের বাকি অংশে হচ্ছে ৷ এর মধ্যে 29 টি রাজ্যে দৈনিক সংক্রমণ 5 হাজারের নিচে নেমে গিয়েছে ৷ তার মানে সামগ্রিক ভাবে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷

তাঁর দাবি, করোনা থেকে সেরে ওঠার হারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ এই মুহূর্তে দেশে করোনা থেকে সেরে ওঠার হার 93.1 শতাংশ ৷

আরও পড়ুন : হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

অন্যদিকে নীতি আয়োগের স্বাস্থ্য-সদস্য ড. ভিকে পাল জানান, দেশের বয়স্ক নাগরিকদের 60 শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷ সব মিলিয়ে 17.2 কোটি ভারতীয় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 4 জুন : করোনার সংক্রমণ আবার নিম্নমুখী ৷ গত 28 মে থেকে সারা দেশে দৈনিক করোনা সংক্রমণের হার দু’লক্ষের নিচে রয়েছে ৷ আর গত 7 মে-র পর থেকে করোনা সংক্রমণ 68 শতাংশ কমেছে ৷ শুক্রবার এই কথাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

এদিন সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল ৷ তিনি জানান, এখনও দেশের পাঁচ রাজ্যে মোট সংক্রমণের 66 শতাংশ হচ্ছে ৷ আর বাকি 33 শতাংশ সংক্রমণ দেশের বাকি অংশে হচ্ছে ৷ এর মধ্যে 29 টি রাজ্যে দৈনিক সংক্রমণ 5 হাজারের নিচে নেমে গিয়েছে ৷ তার মানে সামগ্রিক ভাবে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে ৷

তাঁর দাবি, করোনা থেকে সেরে ওঠার হারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ এই মুহূর্তে দেশে করোনা থেকে সেরে ওঠার হার 93.1 শতাংশ ৷

আরও পড়ুন : হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

অন্যদিকে নীতি আয়োগের স্বাস্থ্য-সদস্য ড. ভিকে পাল জানান, দেশের বয়স্ক নাগরিকদের 60 শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷ সব মিলিয়ে 17.2 কোটি ভারতীয় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.