ETV Bharat / bharat

আদিবাসী ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স - ট্রাইবাল অ্যাফেয়ার্স-এর মন্ত্রী অর্জুন মুণ্ডা

করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ দিন ধরে কড়া বিধিনিষেধে পাল্টে গিয়েছে পড়াশোনার ব্যবস্থা ৷ দেশের সর্বত্রই অনলাইনে চলছে লেখাপড়া ৷ যদিও প্রত্যন্ত গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা অনেকটাই পিছিয়ে ৷ এবার তাদের শিক্ষায় বেশকিছু বদল আনছে দেশের উপজাতি বিষয়ক মন্ত্রক ৷

আদিবাসী ছাত্রছাত্রীরদের পাঠ্যক্রমে এআই
আদিবাসী ছাত্রছাত্রীরদের পাঠ্যক্রমে এআই
author img

By

Published : May 18, 2021, 10:28 AM IST

নিউ দিল্লি, 18 মে : প্রত্যন্ত গ্রামের সরকারি আদিবাসী স্কুলে পড়ুয়াদের পড়াতে এবার থেকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" (এআই) ব্যবহার করবেন শিক্ষকরা ৷ এ নিয়ে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আর মাইক্রোসফ্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি ৷ সেই অনুযায়ী এআই নির্ধারিত পাঠ্যক্রম পাবে দেশের হিন্দি আর ইংরেজি ভাষার একলব্য মডেলের আবাসিক আর আশ্রমের স্কুলগুলির ছাত্রছাত্রীরা ৷

এই প্রকল্পের প্রথম দফায় মাইক্রোসফট 250 টি ইএমআরএস-এর জন্য কাজ করছে ৷

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আর সমাজের অগ্রগতির কথা মাথায় রেখে এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রজেক্ট তৈরি করা হবে ৷ সেই প্রজেক্ট দিয়ে মন্ত্রকের অধীনে থাকা স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানো হবে ৷ খেলাধুলোর পরিবেশে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, মাইনক্রাফ্টের মাধ্যমে তাদের নতুন কিছু তৈরির চিন্তাশক্তির বিকাশ হবে ৷"

আরো পড়ুন : প্রাইভেসি পলিসি স্বীকারের সময়সীমা পিছনো হয়নি, আদালতে জানাল হোয়াটসঅ্যাপ

পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও পর্যায়ক্রমে অফিস 365 আর এআই অ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে ৷

এই প্রসঙ্গে উপজাতি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন, "ডিজিটাল রূপান্তরকরণের মধ্যে দিয়ে তারা প্রয়োজনীয় দক্ষতা পাবে, এআই-এর মাধ্যমে নতুন একটা অধ্যায় খুলে যাবে তাদের সামনে ৷ কোডিংটাও তাদের পাঠ্যক্রমের একটা অংশ হবে ৷"

মাইক্রোসফট ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর নভতেজ বাল বলেন, "দেশের মন্ত্রকের সঙ্গে আমাদের এই জোট শিক্ষায় সমান অধিকার আনার একটা পদক্ষেপ ৷ পরবর্তী প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষকরা যাতে সমান সুযোগ আর উপযোগিতা পায় তা রূপায়ণে জন্য এই ব্যবস্থা ৷"

নিউ দিল্লি, 18 মে : প্রত্যন্ত গ্রামের সরকারি আদিবাসী স্কুলে পড়ুয়াদের পড়াতে এবার থেকে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" (এআই) ব্যবহার করবেন শিক্ষকরা ৷ এ নিয়ে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আর মাইক্রোসফ্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি ৷ সেই অনুযায়ী এআই নির্ধারিত পাঠ্যক্রম পাবে দেশের হিন্দি আর ইংরেজি ভাষার একলব্য মডেলের আবাসিক আর আশ্রমের স্কুলগুলির ছাত্রছাত্রীরা ৷

এই প্রকল্পের প্রথম দফায় মাইক্রোসফট 250 টি ইএমআরএস-এর জন্য কাজ করছে ৷

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আর সমাজের অগ্রগতির কথা মাথায় রেখে এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রজেক্ট তৈরি করা হবে ৷ সেই প্রজেক্ট দিয়ে মন্ত্রকের অধীনে থাকা স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানো হবে ৷ খেলাধুলোর পরিবেশে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, মাইনক্রাফ্টের মাধ্যমে তাদের নতুন কিছু তৈরির চিন্তাশক্তির বিকাশ হবে ৷"

আরো পড়ুন : প্রাইভেসি পলিসি স্বীকারের সময়সীমা পিছনো হয়নি, আদালতে জানাল হোয়াটসঅ্যাপ

পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও পর্যায়ক্রমে অফিস 365 আর এআই অ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে ৷

এই প্রসঙ্গে উপজাতি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন, "ডিজিটাল রূপান্তরকরণের মধ্যে দিয়ে তারা প্রয়োজনীয় দক্ষতা পাবে, এআই-এর মাধ্যমে নতুন একটা অধ্যায় খুলে যাবে তাদের সামনে ৷ কোডিংটাও তাদের পাঠ্যক্রমের একটা অংশ হবে ৷"

মাইক্রোসফট ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর নভতেজ বাল বলেন, "দেশের মন্ত্রকের সঙ্গে আমাদের এই জোট শিক্ষায় সমান অধিকার আনার একটা পদক্ষেপ ৷ পরবর্তী প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষকরা যাতে সমান সুযোগ আর উপযোগিতা পায় তা রূপায়ণে জন্য এই ব্যবস্থা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.