ETV Bharat / bharat

Queen Elizabeth II: রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের

author img

By

Published : Sep 9, 2022, 4:48 PM IST

Updated : Sep 9, 2022, 4:56 PM IST

ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন (One Day State Mourning) করবে ভারত ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকারের (Government of India) পক্ষ থেকে একথা ঘোষণা করা হয় ৷

Government of India announces One Day State Mourning on 11 September to show respect Queen Elizabeth II
Queen Elizabeth II: রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: ব্রিটেনের সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে শোকস্তব্ধ ভারত ৷ কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফে এই বার্তা দিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের (One Day State Mourning) সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (8 সেপ্টেম্বর, 2022) স্কটল্য়ান্ডের (Scotland) বালমোরাল দুর্গে (Balmoral Castle) প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ব্রিটিশ সিংহাসনে টানা সাত দশক ধরে রাজত্ব করেন তিনি ৷ বস্তুত, রানি দ্বিতীয় এলিজাবেথই ব্রিটেনে সবথেকে বেশি দিন রাজত্ব করেছেন ৷ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তার জেরেই মৃত্যু হয় তাঁর ৷ সেই সময়ে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷

আরও পড়ুন: কীভাবে হবে রানির শেষকৃত্য ? জানাবে 'অপারেশন লন্ডন ব্রিজ' !

শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "ব্রিটিশ যুক্তরাজ্য এবং পূর্ব আয়ারল্য়ান্ডের সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার প্রয়াত হন ৷ তাঁর প্রতি সম্মান প্রদর্শন করতে ভারত সরকারের তরফে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জন্য আগামী 11 সেপ্টেম্বর দিনটিকে ধার্য করা হয়েছে ৷"

উল্লেখ্য, রাষ্ট্রীয় বা জাতীয় শোক পালন করা হলে দেশের জাতীয় পতাকা ওই নির্দিষ্ট সময়ে অর্ধনমিত থাকে ৷ তাই আগামী রবিবার ভারতের সর্বত্র (যে সমস্ত জায়গায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়) তেরঙা অর্ধনমিত রাখা হবে ৷ ওই দিন বিনোদনমূলক কোনও সরকারি অনুষ্ঠানও করা হবে না ৷ একথা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে ৷

অন্যদিকে, রানির প্রয়াণে ব্রিটিশ রাজ পরিবার এখন থেকে টানা বেশ কয়েক দিন শোক পালন করবে ৷ রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্থ করার পরবর্তী সাতদিন পর্যন্ত এই শোক পালন করা হবে ৷ ততদিন ব্রিটিশ রাজপ্রাসাদে 'ইউনিয়ন জ্যাক' অর্ধনমিত থাকবে ৷

এই বিষয়ে রাজ পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, "ব্রিটিশ রাজার ইচ্ছা অনুসারে, রানি এলিজেবেথের প্রয়াণে শোক পালন করা হচ্ছে ৷ এখন থেকেই শোক পালন করা হচ্ছে ৷ যা চলবে রানিকে সমাধিস্থ করার সময় থেকে পরবর্তী সাতদিন পর্যন্ত ৷"

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: ব্রিটেনের সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে শোকস্তব্ধ ভারত ৷ কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফে এই বার্তা দিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের (One Day State Mourning) সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (8 সেপ্টেম্বর, 2022) স্কটল্য়ান্ডের (Scotland) বালমোরাল দুর্গে (Balmoral Castle) প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ব্রিটিশ সিংহাসনে টানা সাত দশক ধরে রাজত্ব করেন তিনি ৷ বস্তুত, রানি দ্বিতীয় এলিজাবেথই ব্রিটেনে সবথেকে বেশি দিন রাজত্ব করেছেন ৷ রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তার জেরেই মৃত্যু হয় তাঁর ৷ সেই সময়ে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷

আরও পড়ুন: কীভাবে হবে রানির শেষকৃত্য ? জানাবে 'অপারেশন লন্ডন ব্রিজ' !

শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "ব্রিটিশ যুক্তরাজ্য এবং পূর্ব আয়ারল্য়ান্ডের সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার প্রয়াত হন ৷ তাঁর প্রতি সম্মান প্রদর্শন করতে ভারত সরকারের তরফে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জন্য আগামী 11 সেপ্টেম্বর দিনটিকে ধার্য করা হয়েছে ৷"

উল্লেখ্য, রাষ্ট্রীয় বা জাতীয় শোক পালন করা হলে দেশের জাতীয় পতাকা ওই নির্দিষ্ট সময়ে অর্ধনমিত থাকে ৷ তাই আগামী রবিবার ভারতের সর্বত্র (যে সমস্ত জায়গায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়) তেরঙা অর্ধনমিত রাখা হবে ৷ ওই দিন বিনোদনমূলক কোনও সরকারি অনুষ্ঠানও করা হবে না ৷ একথা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে ৷

অন্যদিকে, রানির প্রয়াণে ব্রিটিশ রাজ পরিবার এখন থেকে টানা বেশ কয়েক দিন শোক পালন করবে ৷ রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্থ করার পরবর্তী সাতদিন পর্যন্ত এই শোক পালন করা হবে ৷ ততদিন ব্রিটিশ রাজপ্রাসাদে 'ইউনিয়ন জ্যাক' অর্ধনমিত থাকবে ৷

এই বিষয়ে রাজ পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, "ব্রিটিশ রাজার ইচ্ছা অনুসারে, রানি এলিজেবেথের প্রয়াণে শোক পালন করা হচ্ছে ৷ এখন থেকেই শোক পালন করা হচ্ছে ৷ যা চলবে রানিকে সমাধিস্থ করার সময় থেকে পরবর্তী সাতদিন পর্যন্ত ৷"

Last Updated : Sep 9, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.