ETV Bharat / bharat

China is illegally occupying Indian territory : অবৈধভাবে ভারতের জমি দখলে রেখেছে চিন, সংসদে কবুল মন্ত্রীর - China is illegally occupying Indian territory

লাদাখে ভারতের 38 হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন (China continues to illegally occupy approximately 38000 sq km of Indian territory) ৷ শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন (Minister of State for External Affairs V Muraleedharan) ৷

government informs lok sabha that china is illegally occupying indian territory
China is illegally occupying Indian territory : অবৈধভাবে ভারতের জমি রেখেছে চিন, সংসদে জানাল কেন্দ্র
author img

By

Published : Feb 5, 2022, 1:23 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর : ভারতের 38 হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন (China continues to illegally occupy approximately 38000 sq km of Indian territory) ৷ শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন (Minister of State for External Affairs V Muraleedharan) লোকসভায় জানিয়েছেন, গত ছয় দশক ধরে ওই এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন ৷ যে এলাকার কথা বলা হয়েছে, তার পুরোটাই কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত ৷

সংসদে জমা দেওয়া একটি লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, লাদাখের শক্সগাম উপত্যকায় পাকিস্তানও অনেকটা জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে ৷ তার মধ্যে 5180 বর্গ কিলোমিটার এলাকা আবার তারা চিনকে দিয়ে দেয় ৷ 1963 সালে পাকিস্তান ও চিনের মধ্যে একটি সীমানা চুক্তি হয় (Pakistan China So Called Boundary Agreement signed in 1963) ৷ যার অধীনে অবৈধভাবে দখল করে রাখা ওই এলাকা পাকিস্তান চিনকে দেয় ৷

বহুজন সমাজ পার্টির সাংসদ শ্যাম যাদব সিংয়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী মুরলিধরন বলেন, ‘‘ভারত সরকার কখনওই পাকিস্তান ও চিনের মধ্যে হওয়া 1963 সালের ওই সীমানা চুক্তিকে স্বীকৃতি দেয়নি ৷ আর ওই এলাকা দখল করে রাখা অবৈধ বলেই ভারত নিজেদের অবস্থান বজায় রেখেছে ৷’’ তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরো এলাকায় ভারতের অংশ ৷ তা বহুবার পাকিস্তান ও চিনকে জানানো হয়েছে ৷

1962 সালের পর থেকে সময় যত এগিয়েছে, ততই চিন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল হয়েছে ৷ ওই দুই দেশ যৌথভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ৷ তাদের নিজেদের মধ্যে কোনও সীমান্ত না থাকা সত্ত্বেও তারা ওই সীমানা চুক্তি 1963 সালে করে ৷ যাতে ভারতের সঙ্গে দর কষাকষি করা যায় ৷ তার উপর চিনকে অবৈধ ভাবে দখল করে রাখা এলাকা থেকে জমি দিয়ে রেখেছে পাকিস্তান ৷

আরও পড়ুন : Galwan Valley clash : 4 নয়, গালওয়ানের সংঘর্ষের 42 জন চিনা সৈনিকের প্রাণ যায়; দাবি অজি সংবাদপত্রের

অন্যদিকে 2013 সালে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং (Chinese President Xi Jinping) চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (China Pakistan Economic Corridor) বা সিপিইসি-র ঘোষণা করে ৷ যা সংযুক্ত হওয়ার কথা ওই অবৈধ এলাকা দিয়ে ৷ যে কারণে ভারত 2013 থেকেই চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative) বা বিআরআই (BRI) ও সিপিইসির (CPEC) বিরোধিতা করছে ৷ ভারতের বক্তব্য, এতে দেশের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে ৷

নয়াদিল্লি, 5 নভেম্বর : ভারতের 38 হাজার বর্গ কিলোমিটার এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন (China continues to illegally occupy approximately 38000 sq km of Indian territory) ৷ শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন (Minister of State for External Affairs V Muraleedharan) লোকসভায় জানিয়েছেন, গত ছয় দশক ধরে ওই এলাকা অবৈধ ভাবে দখল করে রেখেছে চিন ৷ যে এলাকার কথা বলা হয়েছে, তার পুরোটাই কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত ৷

সংসদে জমা দেওয়া একটি লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, লাদাখের শক্সগাম উপত্যকায় পাকিস্তানও অনেকটা জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে ৷ তার মধ্যে 5180 বর্গ কিলোমিটার এলাকা আবার তারা চিনকে দিয়ে দেয় ৷ 1963 সালে পাকিস্তান ও চিনের মধ্যে একটি সীমানা চুক্তি হয় (Pakistan China So Called Boundary Agreement signed in 1963) ৷ যার অধীনে অবৈধভাবে দখল করে রাখা ওই এলাকা পাকিস্তান চিনকে দেয় ৷

বহুজন সমাজ পার্টির সাংসদ শ্যাম যাদব সিংয়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী মুরলিধরন বলেন, ‘‘ভারত সরকার কখনওই পাকিস্তান ও চিনের মধ্যে হওয়া 1963 সালের ওই সীমানা চুক্তিকে স্বীকৃতি দেয়নি ৷ আর ওই এলাকা দখল করে রাখা অবৈধ বলেই ভারত নিজেদের অবস্থান বজায় রেখেছে ৷’’ তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পুরো এলাকায় ভারতের অংশ ৷ তা বহুবার পাকিস্তান ও চিনকে জানানো হয়েছে ৷

1962 সালের পর থেকে সময় যত এগিয়েছে, ততই চিন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল হয়েছে ৷ ওই দুই দেশ যৌথভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ৷ তাদের নিজেদের মধ্যে কোনও সীমান্ত না থাকা সত্ত্বেও তারা ওই সীমানা চুক্তি 1963 সালে করে ৷ যাতে ভারতের সঙ্গে দর কষাকষি করা যায় ৷ তার উপর চিনকে অবৈধ ভাবে দখল করে রাখা এলাকা থেকে জমি দিয়ে রেখেছে পাকিস্তান ৷

আরও পড়ুন : Galwan Valley clash : 4 নয়, গালওয়ানের সংঘর্ষের 42 জন চিনা সৈনিকের প্রাণ যায়; দাবি অজি সংবাদপত্রের

অন্যদিকে 2013 সালে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং (Chinese President Xi Jinping) চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (China Pakistan Economic Corridor) বা সিপিইসি-র ঘোষণা করে ৷ যা সংযুক্ত হওয়ার কথা ওই অবৈধ এলাকা দিয়ে ৷ যে কারণে ভারত 2013 থেকেই চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative) বা বিআরআই (BRI) ও সিপিইসির (CPEC) বিরোধিতা করছে ৷ ভারতের বক্তব্য, এতে দেশের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.