ETV Bharat / bharat

One Nation, One Election: 'এক দেশ, এক ভোট'! রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়ল কেন্দ্র - এক দেশ এক ভোট

'এক দেশ, এক ভোট' নীতি কার্যকর করতে চায় কেন্দ্রীয় সরকার ৷ সূত্রের খবর, এই বিষয়টির নানাদিক ভালোভাবে দেখার জন্য একটি কমিটি গড়েছে বিজেপি সরকার ৷ তার প্রধান হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

ETV Bharat
এক দেশ এক ভোট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 10:20 AM IST

Updated : Sep 1, 2023, 2:19 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: এক দেশ, এক ভোট ৷ এই ভাবনাকে বাস্তবায়িত করতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে এই খবর জানা গিয়েছে। এক রাষ্ট্র, এক নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি ৷ সেই কমিটির প্রধান নির্বাচিত করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ৷ রাষ্ট্রপতি থাকাকালীন তিনিও 'এক দেশ, এক ভোট'-এর উপর জোর দিয়েছিলেন ৷

বৃহস্পতিবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সংসদীয় অধিবেশ হবে ৷ তারপরই এই খবর সামনে এল ৷ বহুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই 'এক রাষ্ট্র, এক নির্বাচন' কার্যকর করার কথা ভাবনাচিন্তা করছেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, সেপ্টেম্বরের মাঝামাঝি পাঁচদিনের সংসদীয় অধিবেশনেই 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' বিল পাশ করার চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ তাই তড়িঘড়ি কমিটি গঠন করা হয়েছে ৷ এই বিল কার্যকর হলে বিধানসভা ও লোকসভা নির্বাচন একই সঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

  • VIDEO | "How can the government take unilateral decisions without consultation with political parties and Parliament?" says CPI general secretary D Raja on reports of the central government forming a committee to explore the possibility of 'one nation one election'. pic.twitter.com/RXjYuI19Xx

    — Press Trust of India (@PTI_News) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কমিটি তো হল, 'এক দেশ এক ভোট' কি চালু হবে ?

এই 'এক দেশ, এক ভোট' প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন "1967 সাল পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন পাশাপাশি হচ্ছিল ৷ যা উন্নয়নমূলক আবহাওয়া তৈরিতে সাহায্য করেছিল ৷ এখও পর্যন্ত কমিটি গঠন হয়েছে ৷ এত দুশ্চিন্তা করার কী আছে ?"

  • VIDEO | “Till 1967, Lok Sabha and Rajya Sabha elections were held simultaneously, which helped in keeping a developmental atmosphere. So far, only the committee has been formed, why is their need for worry?” says Union Minister @Prahlad Joshi after Centre forms a committee to… pic.twitter.com/gtrDQATqu4

    — Press Trust of India (@PTI_News) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ বাণিজ্য নগরী মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক চলছে ৷ 31 অগস্ট থেকে শুরু হওয়া বিরোধী জোটের তৃতীয় বৈঠকের আজই শেষ দিন ৷ এবার 28টি রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিয়েছে ৷ বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ে পেয়ে এই পদক্ষেপ করেছে ৷

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি সম্পর্কে সিপিআইয়ের সাধারণ সম্পাদক বলেন, "কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি ৷ সংসদেও আলোচনা হয়নি ৷ বিজেপি সরকার একা একাই কীভাবে মনস্থির করে ফেলল ?" মহারাষ্ট্রের কংগ্রেসের কার্যকরী সভাপতি আরিফ নাসিম খান বলেন, "প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এধরনের কমিটিতে যুক্ত করার মাধ্যমে তাঁকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হল ৷"

আরও পড়ুন: "এক দেশ, এক ভোট"-এর পক্ষে ফের সওয়াল মোদির

এদিকে লোকসভা নির্বাচন এগিয়ে আনা নিয়েও কানাঘুষো চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ এবছরের শেষেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের মনে করছে, হয়তো লোকসভা নির্বাচনও 2024 সালের প্রথম দিকেই হতে পারে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাত্র সমাবেশের সভায় এর আভাস দিয়েছেন ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: এক দেশ, এক ভোট ৷ এই ভাবনাকে বাস্তবায়িত করতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে এই খবর জানা গিয়েছে। এক রাষ্ট্র, এক নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি ৷ সেই কমিটির প্রধান নির্বাচিত করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ৷ রাষ্ট্রপতি থাকাকালীন তিনিও 'এক দেশ, এক ভোট'-এর উপর জোর দিয়েছিলেন ৷

বৃহস্পতিবারই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের সংসদীয় অধিবেশ হবে ৷ তারপরই এই খবর সামনে এল ৷ বহুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই 'এক রাষ্ট্র, এক নির্বাচন' কার্যকর করার কথা ভাবনাচিন্তা করছেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, সেপ্টেম্বরের মাঝামাঝি পাঁচদিনের সংসদীয় অধিবেশনেই 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' বিল পাশ করার চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ তাই তড়িঘড়ি কমিটি গঠন করা হয়েছে ৷ এই বিল কার্যকর হলে বিধানসভা ও লোকসভা নির্বাচন একই সঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

  • VIDEO | "How can the government take unilateral decisions without consultation with political parties and Parliament?" says CPI general secretary D Raja on reports of the central government forming a committee to explore the possibility of 'one nation one election'. pic.twitter.com/RXjYuI19Xx

    — Press Trust of India (@PTI_News) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কমিটি তো হল, 'এক দেশ এক ভোট' কি চালু হবে ?

এই 'এক দেশ, এক ভোট' প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন "1967 সাল পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন পাশাপাশি হচ্ছিল ৷ যা উন্নয়নমূলক আবহাওয়া তৈরিতে সাহায্য করেছিল ৷ এখও পর্যন্ত কমিটি গঠন হয়েছে ৷ এত দুশ্চিন্তা করার কী আছে ?"

  • VIDEO | “Till 1967, Lok Sabha and Rajya Sabha elections were held simultaneously, which helped in keeping a developmental atmosphere. So far, only the committee has been formed, why is their need for worry?” says Union Minister @Prahlad Joshi after Centre forms a committee to… pic.twitter.com/gtrDQATqu4

    — Press Trust of India (@PTI_News) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ বাণিজ্য নগরী মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক চলছে ৷ 31 অগস্ট থেকে শুরু হওয়া বিরোধী জোটের তৃতীয় বৈঠকের আজই শেষ দিন ৷ এবার 28টি রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিয়েছে ৷ বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ে পেয়ে এই পদক্ষেপ করেছে ৷

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি সম্পর্কে সিপিআইয়ের সাধারণ সম্পাদক বলেন, "কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি ৷ সংসদেও আলোচনা হয়নি ৷ বিজেপি সরকার একা একাই কীভাবে মনস্থির করে ফেলল ?" মহারাষ্ট্রের কংগ্রেসের কার্যকরী সভাপতি আরিফ নাসিম খান বলেন, "প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এধরনের কমিটিতে যুক্ত করার মাধ্যমে তাঁকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হল ৷"

আরও পড়ুন: "এক দেশ, এক ভোট"-এর পক্ষে ফের সওয়াল মোদির

এদিকে লোকসভা নির্বাচন এগিয়ে আনা নিয়েও কানাঘুষো চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ এবছরের শেষেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের মনে করছে, হয়তো লোকসভা নির্বাচনও 2024 সালের প্রথম দিকেই হতে পারে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাত্র সমাবেশের সভায় এর আভাস দিয়েছেন ৷

Last Updated : Sep 1, 2023, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.