ETV Bharat / bharat

Manipur Video: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ কেন্দ্রের - নগ্ন করে হাঁটানো ও শ্লীলতাহানি

মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ও শ্লীলতাহানির করার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়ো সরিয়ে দেওয়ার জন্য সোশ্য়াল মিডিয়া সাইটগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

Manipur Video
Manipur Video
author img

By

Published : Jul 20, 2023, 12:25 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: মণিপুরে দু’জন মহিলাকে নগ্ন করে হাঁটানো ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সরকারের তরফে ওই ভিডিয়ো সরিয়ে দেওয়ার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ যেহেতু এই নিয়ে তদন্ত চলছে আর ভিডিয়োতে যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত আপত্তিকর, তাই সেটি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

প্রসঙ্গত, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই ঘটনাটি ঘটে গত 4 মে ৷ সেখানে দেখা যাচ্ছে, দুই মহিলাকে নগ্ন হাঁটাতে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুরুষকে ৷ তাঁরা দুই মহিলার শ্লীলতাহানি করছে বলেও ভিডিয়োতে উঠে এসেছে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই বৃহস্পতিবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷ সকলেই এই ধরনের বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন ৷ সংসদে বাদল অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি দেশকে আশ্বস্ত করছি, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না । আইন তার সর্বশক্তি দিয়ে চলবে । মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা কখনোই ক্ষমা করা যাবে না ।’’

এদিকে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এই নিয়ে কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে ৷ টুইট করে তিনি এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি এই ঘটনাকে ‘নিন্দনীয় ও সম্পূর্ণ অমানবিক’ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য ।

টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, "মণিপুরে দুই মহিলার উপর যৌন নিপীড়নের যে ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে, তা নিন্দনীয় এবং একেবারে অমানবিক । মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলেছি ৷ তিনি আমাকে জানিয়েছেন যে তদন্ত চলছে ও আশ্বস্ত করেছেন যে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কোনও প্রচেষ্টাই ছাড়া হবে না ।"

এদিকে মণিপুরে এই নিয়ে নতুন করে টেনশন তৈরি হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

নয়াদিল্লি, 20 জুলাই: মণিপুরে দু’জন মহিলাকে নগ্ন করে হাঁটানো ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সরকারের তরফে ওই ভিডিয়ো সরিয়ে দেওয়ার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ যেহেতু এই নিয়ে তদন্ত চলছে আর ভিডিয়োতে যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত আপত্তিকর, তাই সেটি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

প্রসঙ্গত, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই ঘটনাটি ঘটে গত 4 মে ৷ সেখানে দেখা যাচ্ছে, দুই মহিলাকে নগ্ন হাঁটাতে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুরুষকে ৷ তাঁরা দুই মহিলার শ্লীলতাহানি করছে বলেও ভিডিয়োতে উঠে এসেছে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই বৃহস্পতিবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷ সকলেই এই ধরনের বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন ৷ সংসদে বাদল অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি দেশকে আশ্বস্ত করছি, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না । আইন তার সর্বশক্তি দিয়ে চলবে । মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা কখনোই ক্ষমা করা যাবে না ।’’

এদিকে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এই নিয়ে কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে ৷ টুইট করে তিনি এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি এই ঘটনাকে ‘নিন্দনীয় ও সম্পূর্ণ অমানবিক’ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য ।

টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, "মণিপুরে দুই মহিলার উপর যৌন নিপীড়নের যে ভয়ঙ্কর ভিডিয়ো সামনে এসেছে, তা নিন্দনীয় এবং একেবারে অমানবিক । মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলেছি ৷ তিনি আমাকে জানিয়েছেন যে তদন্ত চলছে ও আশ্বস্ত করেছেন যে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কোনও প্রচেষ্টাই ছাড়া হবে না ।"

এদিকে মণিপুরে এই নিয়ে নতুন করে টেনশন তৈরি হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.