ETV Bharat / bharat

Sugar Export: 60 লক্ষ মেট্রিক টন চিনি রফতানির অনুমোদন কেন্দ্রের

author img

By

Published : Nov 6, 2022, 2:51 PM IST

Updated : Nov 6, 2022, 6:25 PM IST

ভারত সরকার 2022-23 মরশুমে 60 লক্ষ মেট্রিক টন( LMT) পর্যন্ত চিনি রফতানির অনুমতি দিয়েছে (Sugar Export) ।

Government allocates export quota of 60 LMT to all sugar mills
Government allocates export quota of 60 LMT to all sugar mills

নয়াদিল্লি, 6 নভেম্বর: দেশে চিনির মূল্য স্থিতিশীলতা এবং চিনিকলগুলির (sugar mills) আর্থিক অবস্থানের ভারসাম্য বজায় রাখার জন্য আরেকটি ব্যবস্থা নিল কেন্দ্র সরকার ৷ আখ উৎপাদনের প্রাথমিক অনুমানের ভিত্তিতে ভারত সরকার 60 এলএমটি (লক্ষ মেট্রিক টন) পর্যন্ত চিনি রফতানির অনুমতি দিয়েছে (Government allocates export quota of 60 LMT) ৷ চিনির মরশুমে 2022-23 এর জন্য কেন্দ্র সরকার এই অনুমোদন দিয়েছে (Sugar Export) । ডিজিএফটি (DGFT) ইতিমধ্যেই 31 অক্টোবর, 2023 পর্যন্ত 'সীমাবদ্ধ' বিভাগে চিনি রফতানির অন্তর্ভুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ।

  • সরকার কৃষকদের তাড়াতাড়ি অর্থ প্রদানের জন্য চিনিকলগুলিকে দ্রুত রফতানি করতে বলেছে (early payment to farmers) ৷
  • চিনিকলগুলিকে পরিচালন খরচ (lesser operating cost), যেমন স্টোরেজ এবং কার্যকরী মূলধন খরচ কমাতে বলা হয়েছে ৷
  • সারাদেশের সমস্ত মিলের চিনির মজুদের একীভূতকরণ হবে (Uniform liquidation of sugar stocks) ৷
  • চিনিকলের মধ্যে রফতানি কোটা বণ্টনের উদ্দেশ্যমূলক ব্যবস্থা করা হবে (Objective System of distribution) ৷

কেন্দ্রীয় সরকার গার্হস্থ্য ব্যবহারের জন্য প্রায় 275 লক্ষ মেট্রিক টন (LMT) চিনির প্রাপ্যতাকে অগ্রাধিকার দিয়েছে ৷ প্রায় 50 লক্ষ মেট্রিক টন চিনি ইথানল উৎপাদনে ব্যবহার করা যেতে পারে ৷ 30 সেপ্টেম্বর 2023 তারিখে প্রায় 60 লক্ষ মেট্রিক টন এর ক্লোজিং ব্যালেন্স রয়েছে ৷

দেশের চিনিকলগুলোর উৎপাদিত চিনির মধ্যে ভারসাম্য বজায় রেখে রফতানির জন্য অনুমোদিত হবে । যেহেতু চিনির মরশুম 2022-23 এর শুরুতে, আখ উৎপাদনের প্রাথমিক অনুমান পাওয়া যায়, তাই 60 লক্ষ মেট্রিক টন চিনি রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশে আখ উৎপাদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং সর্বশেষ পাওয়া তথ্য দিয়ে অনুমানের ভিত্তিতে চিনি রফতানির পরিমাণ পুনর্বিবেচনা করা যেতে পারে ।

চিনির মরশুম 2021-22 এর সময়, ভারত 110 লক্ষ মেট্রিক টন চিনি রফতানি করেছে ৷ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রফতানিকারক হয়েছে ৷ এখান থেকে দেশের জন্য 40 হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই করুন ডিজিটাল কারেন্সি পেমেন্ট

চিনিকলের জন্য সময়মতো অর্থপ্রদান এবং কম স্টক বহনের খরচের ফলে কৃষকদের আখের বকেয়া টাকা তাড়াতাড়ি পরিশোধ করা গিয়েছে । 31 অক্টোবর 2022 পর্যন্ত, 1 লক্ষ 18 হাজার কোটি টাকার বেশি আখ সংগ্রহ করা সত্ত্বেও, চিনির মরশুম 2021-22-এর জন্য কৃষকদের 96 শতাংশেরও বেশি আখের বকেয়া ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ।

চিনির মরশুম 2022-23-এর রফতানি নীতিতে সরকার গত তিন বছরে চিনিকলের গড় উৎপাদন এবং দেশের গড় চিনি উৎপাদনের উপর ভিত্তি করে একটি উদ্দেশ্যমূলক ব্যবস্থা নিয়েছে ৷ গত 3 বছরের চিনির উৎপাদন অনুসারে রফতানি কোটা ঘোষণা করেছে কেন্দ্র ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: দেশে চিনির মূল্য স্থিতিশীলতা এবং চিনিকলগুলির (sugar mills) আর্থিক অবস্থানের ভারসাম্য বজায় রাখার জন্য আরেকটি ব্যবস্থা নিল কেন্দ্র সরকার ৷ আখ উৎপাদনের প্রাথমিক অনুমানের ভিত্তিতে ভারত সরকার 60 এলএমটি (লক্ষ মেট্রিক টন) পর্যন্ত চিনি রফতানির অনুমতি দিয়েছে (Government allocates export quota of 60 LMT) ৷ চিনির মরশুমে 2022-23 এর জন্য কেন্দ্র সরকার এই অনুমোদন দিয়েছে (Sugar Export) । ডিজিএফটি (DGFT) ইতিমধ্যেই 31 অক্টোবর, 2023 পর্যন্ত 'সীমাবদ্ধ' বিভাগে চিনি রফতানির অন্তর্ভুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ।

  • সরকার কৃষকদের তাড়াতাড়ি অর্থ প্রদানের জন্য চিনিকলগুলিকে দ্রুত রফতানি করতে বলেছে (early payment to farmers) ৷
  • চিনিকলগুলিকে পরিচালন খরচ (lesser operating cost), যেমন স্টোরেজ এবং কার্যকরী মূলধন খরচ কমাতে বলা হয়েছে ৷
  • সারাদেশের সমস্ত মিলের চিনির মজুদের একীভূতকরণ হবে (Uniform liquidation of sugar stocks) ৷
  • চিনিকলের মধ্যে রফতানি কোটা বণ্টনের উদ্দেশ্যমূলক ব্যবস্থা করা হবে (Objective System of distribution) ৷

কেন্দ্রীয় সরকার গার্হস্থ্য ব্যবহারের জন্য প্রায় 275 লক্ষ মেট্রিক টন (LMT) চিনির প্রাপ্যতাকে অগ্রাধিকার দিয়েছে ৷ প্রায় 50 লক্ষ মেট্রিক টন চিনি ইথানল উৎপাদনে ব্যবহার করা যেতে পারে ৷ 30 সেপ্টেম্বর 2023 তারিখে প্রায় 60 লক্ষ মেট্রিক টন এর ক্লোজিং ব্যালেন্স রয়েছে ৷

দেশের চিনিকলগুলোর উৎপাদিত চিনির মধ্যে ভারসাম্য বজায় রেখে রফতানির জন্য অনুমোদিত হবে । যেহেতু চিনির মরশুম 2022-23 এর শুরুতে, আখ উৎপাদনের প্রাথমিক অনুমান পাওয়া যায়, তাই 60 লক্ষ মেট্রিক টন চিনি রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশে আখ উৎপাদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং সর্বশেষ পাওয়া তথ্য দিয়ে অনুমানের ভিত্তিতে চিনি রফতানির পরিমাণ পুনর্বিবেচনা করা যেতে পারে ।

চিনির মরশুম 2021-22 এর সময়, ভারত 110 লক্ষ মেট্রিক টন চিনি রফতানি করেছে ৷ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি রফতানিকারক হয়েছে ৷ এখান থেকে দেশের জন্য 40 হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই করুন ডিজিটাল কারেন্সি পেমেন্ট

চিনিকলের জন্য সময়মতো অর্থপ্রদান এবং কম স্টক বহনের খরচের ফলে কৃষকদের আখের বকেয়া টাকা তাড়াতাড়ি পরিশোধ করা গিয়েছে । 31 অক্টোবর 2022 পর্যন্ত, 1 লক্ষ 18 হাজার কোটি টাকার বেশি আখ সংগ্রহ করা সত্ত্বেও, চিনির মরশুম 2021-22-এর জন্য কৃষকদের 96 শতাংশেরও বেশি আখের বকেয়া ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে ।

চিনির মরশুম 2022-23-এর রফতানি নীতিতে সরকার গত তিন বছরে চিনিকলের গড় উৎপাদন এবং দেশের গড় চিনি উৎপাদনের উপর ভিত্তি করে একটি উদ্দেশ্যমূলক ব্যবস্থা নিয়েছে ৷ গত 3 বছরের চিনির উৎপাদন অনুসারে রফতানি কোটা ঘোষণা করেছে কেন্দ্র ৷

Last Updated : Nov 6, 2022, 6:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.