ETV Bharat / bharat

Eknath Shinde in Ayodhya: 'ভগবান রামের আশীর্বাদে তির ও ধনুক পেয়েছি', অযোধ্যায় দাবি শিন্ডের

author img

By

Published : Apr 9, 2023, 1:55 PM IST

অযোধ্যা সফরে একনাথ শিন্ডে ৷ লখনউয়ে নেমে তিনি জানালেন, ভগবান রামের আশীর্বাদ নিতেই অযোধ্য়া ভ্রমণ ৷ এদিকে এই সফর নিয়ে তাঁকে আক্রমণ করেছেন উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত ৷

Eknath Shinde
একনাথ শিন্ডে

অযোধ্যা, 9 এপ্রিল: ভগবান রামের আশীর্বাদেই 'তির ও ধনুক' প্রতীক পেয়েছেন তিনি ৷ অযোধ্যায় যাওয়ার আগে এমন মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার প্রতীকটি তিনিই পেয়েছেন ৷ উত্তরপ্রদেশে লখনউয়ে নেমে অযোধ্যায় যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, "ভগবান রামের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে ৷ আর সেই কারণে আমরা তির ও ধনুকের প্রতীকটি পেয়েছি ৷" রবিবার সকালে একনাথ শিন্ডের সঙ্গে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ-সহ বেশ কয়েকজন সাংসদও ছিলেন ৷

গত বছরের জুন মাসে নাটকীয়ভাবে মহারাষ্ট্রে মহা আঘাড়ি সরকারের অবসান ঘটে ৷ পদ হারান তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷ উপ-মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ ৷ শিবসেনার মধ্যে দু'টি ভাগ হয়ে যায় ৷ একটি বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের এবং অন্যটি একনাথ শিন্ডের ৷ রবিবার লখনউয়ে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, "আমি খুব আনন্দিত যে, আমি অযোধ্যায় ভগবান রামের আশীর্বাদ নিতে যাচ্ছি ৷"

শনিবার তাঁরা উত্তরপ্রদেশের লখনউতে পৌঁছন ৷ বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ একনাথ শিন্ডে সরযূ নদীর তীরে আরতি করবেন ৷ পাশাপাশি রাম মন্দির নির্মাণ স্থলও ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "এটা কোনও রাজনৈতিক সফর নয় ৷ আমি অযোধ্যায় আসি ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার অযোধ্যায় এলাম ৷ দলের সব নেতারা ভগবান রামের আশীর্বাদ নিতে চান ৷ আমি যোগীজি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই ৷ তাঁরা আমাদের স্বাগত জানিয়েছেন ৷"

অযোধ্যাজুড়ে একনাথ শিন্ডের ছবি সহ বড় ব্যানার লাগানো হয়েছে ৷ এর মধ্যেই একনাথ শিন্ডের এই অযোধ্যা সফর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ উদ্ধব শিবিরের শিবসেনা নেতা তথা রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেন, রাজ্যে যখন চাষিরা ঝড়-বৃষ্টিতে সমস্যার মধ্যে রয়েছে, তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যা গিয়েছেন ৷ তাঁর কথায়, "আমরা ভগবান রামকে বিশ্বাস করি ৷ আমরাও অনেক বার অযোধ্যা গিয়েছি ৷ কিন্তু বিজেপি সেখানে আমাদের সঙ্গে ছিল না ৷ বাবরি মসজিদের ঘটনার সময় ওরা পালিয়ে গিয়েছিল ৷ ঝড়-বৃষ্টি হচ্ছে ৷ এতে দুর্দশায় পড়েছে মহারাষ্ট্রে চাষিরা ৷ সেই সব ইস্যুগুলো অবহেলা করে সরকার এখন অযোধ্যায় ঘুরতে গিয়েছে ৷ ভগবান রাম কি তাদের আশীর্বাদ করবেন ? তারা আমাদের অনুকরণ করছে ৷ মানুষ জানে কে আসল আর কে নকল ৷"

আরও পড়ুন: বালাসাহেবের শিবসেনার কর্তৃত্ব একনাথ শিন্ডের হাতেই দিল নির্বাচন কমিশন

অযোধ্যা, 9 এপ্রিল: ভগবান রামের আশীর্বাদেই 'তির ও ধনুক' প্রতীক পেয়েছেন তিনি ৷ অযোধ্যায় যাওয়ার আগে এমন মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার প্রতীকটি তিনিই পেয়েছেন ৷ উত্তরপ্রদেশে লখনউয়ে নেমে অযোধ্যায় যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, "ভগবান রামের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে ৷ আর সেই কারণে আমরা তির ও ধনুকের প্রতীকটি পেয়েছি ৷" রবিবার সকালে একনাথ শিন্ডের সঙ্গে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ-সহ বেশ কয়েকজন সাংসদও ছিলেন ৷

গত বছরের জুন মাসে নাটকীয়ভাবে মহারাষ্ট্রে মহা আঘাড়ি সরকারের অবসান ঘটে ৷ পদ হারান তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷ উপ-মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ ৷ শিবসেনার মধ্যে দু'টি ভাগ হয়ে যায় ৷ একটি বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের এবং অন্যটি একনাথ শিন্ডের ৷ রবিবার লখনউয়ে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, "আমি খুব আনন্দিত যে, আমি অযোধ্যায় ভগবান রামের আশীর্বাদ নিতে যাচ্ছি ৷"

শনিবার তাঁরা উত্তরপ্রদেশের লখনউতে পৌঁছন ৷ বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ একনাথ শিন্ডে সরযূ নদীর তীরে আরতি করবেন ৷ পাশাপাশি রাম মন্দির নির্মাণ স্থলও ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "এটা কোনও রাজনৈতিক সফর নয় ৷ আমি অযোধ্যায় আসি ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার অযোধ্যায় এলাম ৷ দলের সব নেতারা ভগবান রামের আশীর্বাদ নিতে চান ৷ আমি যোগীজি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই ৷ তাঁরা আমাদের স্বাগত জানিয়েছেন ৷"

অযোধ্যাজুড়ে একনাথ শিন্ডের ছবি সহ বড় ব্যানার লাগানো হয়েছে ৷ এর মধ্যেই একনাথ শিন্ডের এই অযোধ্যা সফর নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ উদ্ধব শিবিরের শিবসেনা নেতা তথা রাজ্য়সভার সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেন, রাজ্যে যখন চাষিরা ঝড়-বৃষ্টিতে সমস্যার মধ্যে রয়েছে, তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অযোধ্যা গিয়েছেন ৷ তাঁর কথায়, "আমরা ভগবান রামকে বিশ্বাস করি ৷ আমরাও অনেক বার অযোধ্যা গিয়েছি ৷ কিন্তু বিজেপি সেখানে আমাদের সঙ্গে ছিল না ৷ বাবরি মসজিদের ঘটনার সময় ওরা পালিয়ে গিয়েছিল ৷ ঝড়-বৃষ্টি হচ্ছে ৷ এতে দুর্দশায় পড়েছে মহারাষ্ট্রে চাষিরা ৷ সেই সব ইস্যুগুলো অবহেলা করে সরকার এখন অযোধ্যায় ঘুরতে গিয়েছে ৷ ভগবান রাম কি তাদের আশীর্বাদ করবেন ? তারা আমাদের অনুকরণ করছে ৷ মানুষ জানে কে আসল আর কে নকল ৷"

আরও পড়ুন: বালাসাহেবের শিবসেনার কর্তৃত্ব একনাথ শিন্ডের হাতেই দিল নির্বাচন কমিশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.