ETV Bharat / bharat

ভারত সরকারের নয়া তথ্য-প্রযুক্তি আইন সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য নয় : গুগল - india's new it rules not applicable to its search engine

গুগলের দাবি ব্যবহারকারী ও তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারী হলেও কেন্দ্রের নতুন তথ্য প্রযুক্তি আইনের নিয়ম অনুযায়ী মধ্যস্থতাকারী সোশাল মিডিয়াগুলির সঙ্গে গুগল সার্চ ইঞ্জিনকে একই সারিতে রেখে দিল্লি হাইকোর্টের বিচারপতি গুগল সার্চ ইঞ্জিনের ভুল চরিত্রাঙ্কন করেছেন ।

google
google
author img

By

Published : Jun 2, 2021, 9:38 PM IST

নয়াদিল্লি, 2 জুন : ভারতের নতুন তথ্য-প্রযুক্তি আইন নিয়ে এবার বেঁকে বসল টেক জায়ান্ট গুগল । বুধবার গুগলের তরফে দিল্লি হাইকোর্টে এক মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একটি বক্তব্য রাখা হয় গুগলের তরফে । বলা হয়, কেন্দ্রের নতুন তথ্য-প্রযুক্তি আইনে যে অর্থে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী শব্দের ব্যবহার রয়েছে তা গুগলের সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য নয় । এবং গুগল সার্চ ইঞ্জিনকে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসেবে সিঙ্গেল বেঞ্চ বিচারপতির পর্যবেক্ষণের নিরসনের দাবি করে গুগল ।

সম্প্রতি, দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ইন্টারনেটে পর্নোগ্রাফি ওয়েবসাইট নিয়ে এক মামলার বিচারে গুগল সম্পর্কে এই পর্যবেক্ষণ দেয় । এর বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় গুগল । সংস্থার তরফে দাবি, ব্যবহারকারী ও তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারী হলেও কেন্দ্রের নতুন তথ্য প্রযুক্তি আইনের নিয়ম অনুযায়ী মধ্যস্থতাকারী সোশাল মিডিয়াগুলির সঙ্গে গুগল সার্চ ইঞ্জিনকে একই সারিতে রেখে বিচারক গুগল সার্চ ইঞ্জিনের ভুল চরিত্রাঙ্কন করেছেন ।

যে মামলার পরিপ্রেক্ষিতে এই রায়

একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে অজান্তেই তার ছবি আপলোড করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে মামলা করেন এক মহিলা । কে বা কারা এই কাজে যুক্ত তা জানা যায়নি ৷ তবে ছবিগুলি অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয় । কিন্তু আদালতের নির্দেশের পরেও ইন্টারনেটে থেকে পাকাপাকিভাবে ওই মহিলার ছবি সরানো সম্ভব হয়নি । উল্টে, মামলা চলাকালীন দেখা যায় ওই একই ধরনের অন্যান্য সাইটে ফের ওই মহিলার ছবি পোস্ট করে দুষ্কৃতীরা ।

দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়

গোটা বিষয়টি জানার পর গত 20 এপ্রিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে একটি নির্দেশ জারি করে । এই নির্দেশের 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটটিকে আবেদনকারীর আপত্তিজনক ছবিগুলি অবিলম্বে সরাতে বলা হয় । একইসঙ্গে ‘ডি-ইনডেক্সসিং’ (সার্চ ইঞ্জিনের তালিকা থেকে বাদ দেওয়া) ও ‘ডি-রেফারেন্সিং’ এর মাধ্যমে এই ছবিগুলি সার্চ ইঞ্জিনের সার্চ লিস্ট থেকে সরাতে বলা হয় । গুগলকে ইন্টারমিডিয়ারি চিহ্নিত করে সক্রিয়তা ও স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এই ছবিগুলির সঙ্গে সাদৃশ্য আছে এমন কন্টেন্ট দ্রুত সরানো বা নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয় । এমনকি, নির্দিষ্ট কন্টেন্ট শুধু ভারত নয় বরং বিশ্বের কোনও প্রান্তেই যেন গুগল সার্চে উঠে না আসে তার যথাযথ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় । এর অন্যথা হলে ভারতের ইন্টারমিডিয়ারি অ্যাক্টের আওতায় গুগল যে বিশেষ অধিকার পায় তা খর্ব হবে বলেও জানানো হয় ।

গুগলের পাল্টা দাবি

মধ্যস্থতাকারী হলেও কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি আইনের নিয়ম অনুযায়ী অন্যান্য মধ্যস্থতাকারী সোশাল মিডিয়া আর গুগল সার্চ ইঞ্জিন এক নয় ৷ এবং গোটা বিষয়ে তথ্য-প্রযুক্তি আইনের নিয়মের নিরিখে বিচারক তাদের সার্চ ইঞ্জিনের ভুল চরিত্রাঙ্কন করেছেন বলে সংস্থা জানায় । এই বক্তব্যের পর, সিঙ্গল বেঞ্চের রায়ের অবমাননার অজুহাতে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার দাবিতে বুধবার আদালতের ডিভিশন বেঞ্চের কাছে সুরক্ষার বাড়তি আবেদন করে গুগল ।

মামলার বর্তমান অবস্থান

গুগলের এই আবেদনের জবাবে দিল্লি আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ এই সময় জারি করা হবে না। পাশাপাশি এই নিয়ে আগামী 25 জুলাই কেন্দ্র, দিল্লি সরকার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ফেসবুক, পর্নোগ্রাফিক সাইট এবং ওই মহিলার প্রতিক্রিয়া জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এখন দেখার নয়া তথ্য-প্রযুক্তি আইন নিয়ে কোন পথে এগোয় কেন্দ্র ও গুগলের আইনি লড়াই ৷

নয়াদিল্লি, 2 জুন : ভারতের নতুন তথ্য-প্রযুক্তি আইন নিয়ে এবার বেঁকে বসল টেক জায়ান্ট গুগল । বুধবার গুগলের তরফে দিল্লি হাইকোর্টে এক মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একটি বক্তব্য রাখা হয় গুগলের তরফে । বলা হয়, কেন্দ্রের নতুন তথ্য-প্রযুক্তি আইনে যে অর্থে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী শব্দের ব্যবহার রয়েছে তা গুগলের সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য নয় । এবং গুগল সার্চ ইঞ্জিনকে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসেবে সিঙ্গেল বেঞ্চ বিচারপতির পর্যবেক্ষণের নিরসনের দাবি করে গুগল ।

সম্প্রতি, দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ইন্টারনেটে পর্নোগ্রাফি ওয়েবসাইট নিয়ে এক মামলার বিচারে গুগল সম্পর্কে এই পর্যবেক্ষণ দেয় । এর বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় গুগল । সংস্থার তরফে দাবি, ব্যবহারকারী ও তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারী হলেও কেন্দ্রের নতুন তথ্য প্রযুক্তি আইনের নিয়ম অনুযায়ী মধ্যস্থতাকারী সোশাল মিডিয়াগুলির সঙ্গে গুগল সার্চ ইঞ্জিনকে একই সারিতে রেখে বিচারক গুগল সার্চ ইঞ্জিনের ভুল চরিত্রাঙ্কন করেছেন ।

যে মামলার পরিপ্রেক্ষিতে এই রায়

একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে অজান্তেই তার ছবি আপলোড করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে মামলা করেন এক মহিলা । কে বা কারা এই কাজে যুক্ত তা জানা যায়নি ৷ তবে ছবিগুলি অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয় । কিন্তু আদালতের নির্দেশের পরেও ইন্টারনেটে থেকে পাকাপাকিভাবে ওই মহিলার ছবি সরানো সম্ভব হয়নি । উল্টে, মামলা চলাকালীন দেখা যায় ওই একই ধরনের অন্যান্য সাইটে ফের ওই মহিলার ছবি পোস্ট করে দুষ্কৃতীরা ।

দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়

গোটা বিষয়টি জানার পর গত 20 এপ্রিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে একটি নির্দেশ জারি করে । এই নির্দেশের 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটটিকে আবেদনকারীর আপত্তিজনক ছবিগুলি অবিলম্বে সরাতে বলা হয় । একইসঙ্গে ‘ডি-ইনডেক্সসিং’ (সার্চ ইঞ্জিনের তালিকা থেকে বাদ দেওয়া) ও ‘ডি-রেফারেন্সিং’ এর মাধ্যমে এই ছবিগুলি সার্চ ইঞ্জিনের সার্চ লিস্ট থেকে সরাতে বলা হয় । গুগলকে ইন্টারমিডিয়ারি চিহ্নিত করে সক্রিয়তা ও স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এই ছবিগুলির সঙ্গে সাদৃশ্য আছে এমন কন্টেন্ট দ্রুত সরানো বা নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয় । এমনকি, নির্দিষ্ট কন্টেন্ট শুধু ভারত নয় বরং বিশ্বের কোনও প্রান্তেই যেন গুগল সার্চে উঠে না আসে তার যথাযথ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় । এর অন্যথা হলে ভারতের ইন্টারমিডিয়ারি অ্যাক্টের আওতায় গুগল যে বিশেষ অধিকার পায় তা খর্ব হবে বলেও জানানো হয় ।

গুগলের পাল্টা দাবি

মধ্যস্থতাকারী হলেও কেন্দ্রের নয়া তথ্য প্রযুক্তি আইনের নিয়ম অনুযায়ী অন্যান্য মধ্যস্থতাকারী সোশাল মিডিয়া আর গুগল সার্চ ইঞ্জিন এক নয় ৷ এবং গোটা বিষয়ে তথ্য-প্রযুক্তি আইনের নিয়মের নিরিখে বিচারক তাদের সার্চ ইঞ্জিনের ভুল চরিত্রাঙ্কন করেছেন বলে সংস্থা জানায় । এই বক্তব্যের পর, সিঙ্গল বেঞ্চের রায়ের অবমাননার অজুহাতে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার দাবিতে বুধবার আদালতের ডিভিশন বেঞ্চের কাছে সুরক্ষার বাড়তি আবেদন করে গুগল ।

মামলার বর্তমান অবস্থান

গুগলের এই আবেদনের জবাবে দিল্লি আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ এই সময় জারি করা হবে না। পাশাপাশি এই নিয়ে আগামী 25 জুলাই কেন্দ্র, দিল্লি সরকার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ফেসবুক, পর্নোগ্রাফিক সাইট এবং ওই মহিলার প্রতিক্রিয়া জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এখন দেখার নয়া তথ্য-প্রযুক্তি আইন নিয়ে কোন পথে এগোয় কেন্দ্র ও গুগলের আইনি লড়াই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.