ETV Bharat / bharat

Train Derailed in Gaya: বিহারের গয়ায় লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত 53টি বগি - to brake failure in bihars gaya

বিহারের গয়ায় লাইনচ্যুত হয়ে উলটে গেল মালগাড়ি (Goods train derails due to brake failure) ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের 53টি বগি ৷

Goods train derails due to brake failure in Bihars Gaya
Goods train derails due to brake failure in Bihars Gaya
author img

By

Published : Oct 26, 2022, 11:10 AM IST

Updated : Oct 26, 2022, 11:55 AM IST

গয়া(বিহার), 26 অক্টোবর: বিহারের গয়ায় মালগাড়ি উলটে গেল (Goods train derails in Bihars Gaya) ৷ ঘটনায় ট্রেনের 58টির মধ্যে 53টি বগি (53 coaches blown up) লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে মালগাড়িতে থাকা পণ্যগুলি (Badly damaged goods) ।

ট্রেনটি হাজারিবাগ টাউন থেকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দাদরির দিকে যাচ্ছিল ৷ যাত্রা পথেই বুধবার ভোরে গয়ার গুর্পা স্টেশনের (Gurpa station) কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর । দুর্ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গয়া-কোডারমার (Gaya-Koderma) মধ্যে রেল যোগাযোগ ৷ স্বভাবতই যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে । কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার ।

জানা গিয়েছে, মালগাড়িটি কয়লা নিয়ে যাচ্ছিল ৷ সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রেক ফেলের কারণেই মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে বলে খবর ৷ ট্রেনের চালক ও গার্ড সুরক্ষিত রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব মাল ও বগিগুলি সরিয়ে রেললাইন পরিষ্কারের কাজ চলছে ৷ কারণ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ওখানকার রেল যোগাযোগ ব্যবস্থা ৷

আরও পড়ুন: বিহারে লাইনচ্যুত মালগাড়ির 20টি বগি

প্রসঙ্গত, বিহারে এই ঘটনা নতুন নয় ৷ মাত্র একমাস আগে 21 সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়া স্টেশনগামী একটি মালগাড়ি বিহারের রোহাতসের কুমাও স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছেল ৷ সেই দুর্ঘটনায় মালগাড়ির 20টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

গয়া(বিহার), 26 অক্টোবর: বিহারের গয়ায় মালগাড়ি উলটে গেল (Goods train derails in Bihars Gaya) ৷ ঘটনায় ট্রেনের 58টির মধ্যে 53টি বগি (53 coaches blown up) লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে ৷ যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে মালগাড়িতে থাকা পণ্যগুলি (Badly damaged goods) ।

ট্রেনটি হাজারিবাগ টাউন থেকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দাদরির দিকে যাচ্ছিল ৷ যাত্রা পথেই বুধবার ভোরে গয়ার গুর্পা স্টেশনের (Gurpa station) কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর । দুর্ঘটনার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গয়া-কোডারমার (Gaya-Koderma) মধ্যে রেল যোগাযোগ ৷ স্বভাবতই যাত্রী পরিষেবা ব্যাহত হয়েছে । কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটাই এখন দেখার ।

জানা গিয়েছে, মালগাড়িটি কয়লা নিয়ে যাচ্ছিল ৷ সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিকরা ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ব্রেক ফেলের কারণেই মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে বলে খবর ৷ ট্রেনের চালক ও গার্ড সুরক্ষিত রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব মাল ও বগিগুলি সরিয়ে রেললাইন পরিষ্কারের কাজ চলছে ৷ কারণ এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ওখানকার রেল যোগাযোগ ব্যবস্থা ৷

আরও পড়ুন: বিহারে লাইনচ্যুত মালগাড়ির 20টি বগি

প্রসঙ্গত, বিহারে এই ঘটনা নতুন নয় ৷ মাত্র একমাস আগে 21 সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে গয়া স্টেশনগামী একটি মালগাড়ি বিহারের রোহাতসের কুমাও স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছেল ৷ সেই দুর্ঘটনায় মালগাড়ির 20টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

Last Updated : Oct 26, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.