ETV Bharat / bharat

চেন্নাই বিমানবন্দর থেকে 1.97 কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার 16 যাত্রী - চেন্নাই বিমানবন্দর

এক মহিলা যাত্রীর কাছ থেকে 660 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। বাকি 3.18 কেজি সোনা সহ 15 জন যাত্রীকে আটক করে কাস্টমসের আধিকারিকরা। এদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

gold-worth-over-rs-1-dot-97-cr-seized-at-chennai-airport
চকোলেটের প্যাকেটে উদ্ধার হওয়া সোনা
author img

By

Published : Jan 8, 2021, 1:16 PM IST

চেন্নাই, 8 জানুয়ারি: চেন্নাই বিমানবন্দরে 1 কোটি 97 লক্ষ টাকার সোনা সহ 16 জনকে আটক করল কাস্টমসের আধিকারিকরা। মোট 3.72 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুবাই ও শারজা থেকে এরা চেন্নাই বিমানবন্দরে এসে নামে।

এদের মধ্যে এক মহিলা যাত্রীর কাছ থেকে 660 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। ওই মহিলা চকোলেটের প্যাকেটে মুড়িয়ে সোনা নিয়ে আসছিল। বাকি 3.18 কেজি সোনা সহ 15 জন যাত্রীকে আটক করে কাস্টমসের আধিকারিকরা। এদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে 30 লক্ষ টাকার সোনা সহ এক যাত্রীকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

চেন্নাই, 8 জানুয়ারি: চেন্নাই বিমানবন্দরে 1 কোটি 97 লক্ষ টাকার সোনা সহ 16 জনকে আটক করল কাস্টমসের আধিকারিকরা। মোট 3.72 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুবাই ও শারজা থেকে এরা চেন্নাই বিমানবন্দরে এসে নামে।

এদের মধ্যে এক মহিলা যাত্রীর কাছ থেকে 660 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। ওই মহিলা চকোলেটের প্যাকেটে মুড়িয়ে সোনা নিয়ে আসছিল। বাকি 3.18 কেজি সোনা সহ 15 জন যাত্রীকে আটক করে কাস্টমসের আধিকারিকরা। এদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে 30 লক্ষ টাকার সোনা সহ এক যাত্রীকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.