নয়াদিল্লি, 23 জুলাই: দিল্লি কমিশন ফর উইমেন-এর (ডিসিডব্লিউ) চেয়ারপার্সনকে মণিপুরে যেতে বাধা ! এখনই সে রাজ্যে তাঁকে যেতে বারণ করল মণিপুর সরকার ৷ এমনটাই রবিবার দাবি করেছেন কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ তবে মণিপুর সরকারের আর্জি খারিজ করে দিয়েছেন তিনি ৷ স্বাতী জানিয়েছেন, মণিপুর তিনি যাচ্ছেন । পাশাপাশি, সেখানকার সরকারকে তাঁকে সবরকম সাহায্য করতে অনুরোধ করেছেন তিনি ৷
স্বাতী মালিওয়াল সংবাদসংস্থা এএনআইকে বলেন, "আমি মণিপুর সরকারকে লিখেছিলাম যে আমি সে রাজ্যে যেতে চাই এবং নির্যাতিতাদে সঙ্গে দেখা করতে চাই । আমি মণিপুর সরকারের কাছ থেকে একটি চিঠি পেয়েছি ৷ যেখানে তারা পরামর্শ দিয়েছে যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না হওয়ায় আমি যেন আমার সফর পিছিয়ে দিই ৷" ডিসিডব্লিউ প্রধান জানান, তিনি মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মণিপুর সরকারের কাছে তিনি আবেদন করেছেন যাতে তাঁকে বাধা না দেওয়া হয় ।
স্বাতী মালিওয়াল বলেন, "মণিপুর সরকার চায় আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করি । আমি এই নিয়ে অনেক ভেবেই শেষ পর্যন্ত মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, আমাকে আটকাবেন না ৷ বরং এমন ব্যবস্থা করুন যাতে আমি নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে পারি এবং তাঁদের সাহায্য করতে পারি ৷" তিনি আরও বলেন, "আমি শুধুমাত্র নির্যাতিতাদের সাহায্য করার জন্য মণিপুরে যেতে চাই । আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাকে মণিপুরে যাওয়ার অনুমতি দেয় এবং নির্যাতিতারা যে ত্রাণ শিবিরে রয়েছেন সেখানে আমার পরিদর্শনের ব্যবস্থা করা হোক ।"
স্বাতী জানিয়েছেন, সম্প্রতি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, দু'জন মহিলাকে বিবস্ত্র করে প্যারেড করানো হচ্ছে । ডিসিডব্লিউ চেয়ারপার্সন দাবি করেছেন, এমন অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই । তাই মহিলাদের সঙ্গে ওই ঘটনার পরে মণিপুর সরকার তাঁর সফর পিছিয়ে দিতে বলেছে ৷
আরও পড়ুন: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ কেন্দ্রের
তাঁর কথায়, তিনি সেখানে শুধু একজন মহিলা ও কর্মী হিসেবে যাচ্ছেন ৷ তিনি জানেন ওই রাজ্যে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ ৷ কিন্তু সবাই মণিপুরের মহিলাদের উপর অত্যাচারের ভিডিয়োটি দেখেছে ৷ যা হৃদয় বিদারক । তিনি কেবল তাঁদের সাহায্য করতে চান এবং জানতে চান যে ওই মহিলাদের সাহায্য করা হয়েছে কি না । ডিসিডব্লিউ চেয়ারপার্সন বলেন, "আমি সরকারকে আশ্বস্ত করছি ৷ সেখানে গিয়ে কোনো সমস্যা তৈরি করব না ৷ তবে শুধুমাত্র নির্যাতিতাদের সঙ্গে দেখা করব এবং সরকারকে সাহায্য করব । মণিপুরে আমার যাওয়া গুরুত্বপূর্ণ ৷ আমি মণিপুরে যাব এবং আমি যাচ্ছি ৷"
তিনি দাবি করেছেন, হিংসা এবং হামলার ঘটনার জেরে অনেক মহিলা মণিপুর থেকে পালিয়ে দিল্লিতে এসেছে ৷ স্বাতী মালিওয়াল জানান, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করতে চান ৷ তাই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁর সময় চেয়েছেন । এরপর মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের উদ্দেশে তিনি জানান, উত্তর-পূর্ব রাজ্য থেকে এরকম 100 টিরও বেশি যৌন নির্যাতনের রিপোর্ট এসেছে ।
আরও পড়ুন: 'অপরাধীদের ফাঁসি হবে', বিবস্ত্র মহিলাদের হাঁটানোর ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, এই বিষয়ে স্বাতী ডিজিপি মণিপুরকে একটি চিঠিও লিখেছেন ৷ তাতে তিনি জানিয়েছেন, 23 জুলাইয়ের মধ্যে ইম্ফল পৌঁছবেন ৷ বৃহস্পতিবার স্বাতী মালিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একটি চিঠি লিখেছেন ৷ যেখানে তিনি মণিপুরে হিংসা আটকাতে জরুরি পদক্ষেপ নিতে বলেছেন এবং সমস্ত নাগরিকের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন ৷ পাশাপাশি হিংসার শিকাররা যেন ন্যায়বিচার পান সেবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷