ETV Bharat / bharat

Coromandel Express Accident: বাতিল নয়া বন্দে ভারতের উদ্বোধন, পিছল বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান - কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি

ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে বাতিল করে দেওয়া হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি এর ফ্ল্যাগ-অফ করতেন ৷ কিন্তু, সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷

Coromandel Express Accident ETV BHARAT
Coromandel Express Accident
author img

By

Published : Jun 3, 2023, 11:50 AM IST

নয়াদিল্লি, 3 জুন: বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ শনিবার গোয়া-মুম্বই নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণে রেলমন্ত্রকের তরফে নয়া বন্দে ভারত উদ্বোধনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন বিজেপির দীনদয়াল উপাধ্যায় রোডের কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানও আজকের মতো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

আজ দিল্লি থেকে ভার্চুয়ালি গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ-অফ করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, রেলের আধিকারিকরা অধিকাংশই এই মুহূর্তে ওড়িশার ভয়াবহ দুর্ঘটনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন ৷ তাঁরা সকলেই উদ্ধারকাজ ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যস্ত ৷ সেই কারণে প্রস্তাবিত গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান বাতিল করা হচ্ছে ৷

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

গোয়ার মদগাওঁ স্টেশনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে দিল্লি থেকে রেলের আধিকারিকদের হাজির থাকার কথা ছিল ৷ পাশাপাশি, পশ্চিম রেলের সব আধিকারিকরা উপস্থিত থাকতেন ৷ দিল্লি থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বন্দে ভারতের যাত্রার সূচনা করতেন ৷ কিন্তু, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় কয়েকশো প্রাণহানি এবং প্রায় হাজারের কাছাকাছি আহতের ঘটনায় এই অনুষ্ঠান বাতিল করা হল ৷

আরও পড়ুন: দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি

তবে, শুধু রেলের অনুষ্ঠান নয় ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেশের সর্বত্র তাঁদের সবরকম অনুষ্ঠান ও অন্যান্য সব কর্মসূচি বাতিল করেছে ৷ আর সবচেয়ে বড় যে অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেটি হল, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মোদি সরকারের নবম বর্ষপূর্তি সাফল্য উদযাপন ৷ এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একটি টুইট করে এ কথা জানিয়েছেন ৷

  • ओडिशा के बालासोर में कल शुक्रवार शाम को हुआ भयावह रेल हादसा अत्यंत ही दुखद और मन को शोकाकुल कर देने वाला है। मैं इस हृदय विदारक घटना से मर्माहत हूं।

    इस भीषण रेल दुर्घटना को देखते हुए भारतीय जनता पार्टी ने केंद्र सरकार के 9 वर्ष पूरे होने के अवसर पर होने वाले कार्यक्रमों के…

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বালাসোরের দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কথা রেলমন্ত্রীর সঙ্গে

তিনি টুইটারে লেখেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনা খুবই দুঃখের এবং শোকগ্রস্ত করে দেওয়ার মতো ৷ এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনার কারণে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের নবম বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করলাম ৷ পাশাপাশি, দেশের সর্বত্র আয়োজিত আমাদের কর্মসূচিকে বাতিল করা হল ৷’’ একইসঙ্গে রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন জে পি নাড্ডা ৷

নয়াদিল্লি, 3 জুন: বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ শনিবার গোয়া-মুম্বই নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণে রেলমন্ত্রকের তরফে নয়া বন্দে ভারত উদ্বোধনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে এদিন বিজেপির দীনদয়াল উপাধ্যায় রোডের কার্যালয়ে বিশেষ অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানও আজকের মতো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

আজ দিল্লি থেকে ভার্চুয়ালি গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ-অফ করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, রেলের আধিকারিকরা অধিকাংশই এই মুহূর্তে ওড়িশার ভয়াবহ দুর্ঘটনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন ৷ তাঁরা সকলেই উদ্ধারকাজ ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যস্ত ৷ সেই কারণে প্রস্তাবিত গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান বাতিল করা হচ্ছে ৷

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

গোয়ার মদগাওঁ স্টেশনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে দিল্লি থেকে রেলের আধিকারিকদের হাজির থাকার কথা ছিল ৷ পাশাপাশি, পশ্চিম রেলের সব আধিকারিকরা উপস্থিত থাকতেন ৷ দিল্লি থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বন্দে ভারতের যাত্রার সূচনা করতেন ৷ কিন্তু, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় কয়েকশো প্রাণহানি এবং প্রায় হাজারের কাছাকাছি আহতের ঘটনায় এই অনুষ্ঠান বাতিল করা হল ৷

আরও পড়ুন: দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি

তবে, শুধু রেলের অনুষ্ঠান নয় ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেশের সর্বত্র তাঁদের সবরকম অনুষ্ঠান ও অন্যান্য সব কর্মসূচি বাতিল করেছে ৷ আর সবচেয়ে বড় যে অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেটি হল, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মোদি সরকারের নবম বর্ষপূর্তি সাফল্য উদযাপন ৷ এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একটি টুইট করে এ কথা জানিয়েছেন ৷

  • ओडिशा के बालासोर में कल शुक्रवार शाम को हुआ भयावह रेल हादसा अत्यंत ही दुखद और मन को शोकाकुल कर देने वाला है। मैं इस हृदय विदारक घटना से मर्माहत हूं।

    इस भीषण रेल दुर्घटना को देखते हुए भारतीय जनता पार्टी ने केंद्र सरकार के 9 वर्ष पूरे होने के अवसर पर होने वाले कार्यक्रमों के…

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বালাসোরের দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কথা রেলমন্ত্রীর সঙ্গে

তিনি টুইটারে লেখেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনা খুবই দুঃখের এবং শোকগ্রস্ত করে দেওয়ার মতো ৷ এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনার কারণে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকারের নবম বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করলাম ৷ পাশাপাশি, দেশের সর্বত্র আয়োজিত আমাদের কর্মসূচিকে বাতিল করা হল ৷’’ একইসঙ্গে রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন জে পি নাড্ডা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.